• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

স্বয়ম্ভূ নয়, বাস্তবে এই ব্যক্তির প্রেমে হাবুডুবু খাচ্ছে জগদ্ধাত্রী! মুখ খুললেন অঙ্কিতা নিজে

জি বাংলার ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri) ধারাবাহিকে অভিনয় করে বাংলার প্রায় প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন অভিনেত্রী অঙ্কিতা মল্লিক (Ankita Mallick)। সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে তাঁর পরিচিতি অবশ্য জগদ্ধাত্রী কিংবা জ্যাস সান্যাল নামেই বেশি। শুরু থেকেই টিআরপি তালিকায় ছক্কা হাঁকাচ্ছে এই মেগা। টানটান গল্পের পাশাপাশি সিরিয়ালের (Bengali Serial) জনপ্রিয়তার অন্যতম কারণ হল জগদ্ধাত্রী-স্বয়ম্ভূর কেমিস্ট্রি। দু’জনের অফস্ক্রিন রসায়ন নিয়েও গত কয়েক মাসে বিস্তর চর্চা হয়েছে।

সৌম্যদীপ মুখোপাধ্যায় ওরফে স্বয়ম্ভূর সঙ্গে অঙ্কিতার প্রেমের চর্চা কমতে না কমতেই এবার অভিনেত্রীকে ঘিরে নতুন প্রেমের জল্পনা শুরু হয়েছে নেটপাড়ায়। সৌজন্যে সদ্য অনুষ্ঠিত সোনার সংসার অ্যাওয়ার্ড (Sonar Sansar Award 2025)। টলি তারকাদের প্রেম নিয়ে হামেশাই নানান গুঞ্জন শোনা যায়। এর মধ্যে কখনও কখনও তা সত্যি হয়, আর বেশিরভাগ সময়ই হয় রটনা! তবে ব্যক্তিগত জীবন নিয়ে সচরাচর মন্তব্য করতে দেখা যায় না তারকাদের।

   

Ankita Mallick, Ankita Mallick fees

তবে ব্যতিক্রম অঙ্কিতা। পর্দার মতো বাস্তবেও বেশ ‘স্ট্রেট ফরোয়ার্ড’ এই টেলি সুন্দরী। গত দু’দিন ধরে টালিগঞ্জের নামী ফটোগ্রাফার সুদীপ্ত চন্দর (Sudipta Chanda) সঙ্গে অঙ্কিতার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। তা নিয়ে বিস্তর আলোচনাও চলছে নানান ফ্যানপেজে। এবার এই বিষয়ে মুখ খুললেন ‘জ্যাস সান্যাল’ নিজে।

আরও পড়ুনঃ বাবার বয়সী পুরুষকে বিয়ে! ২৬ বছরের বড় দীপঙ্করের সঙ্গে প্রেম হল কীভাবে? ফাঁস করলেন দোলন

সদ্য অনুষ্ঠিত সোনার সংসার অ্যাওয়ার্ডে সেরা নায়িকার পুরস্কার পেয়েছেন অঙ্কিতা। এরপর অ্যাওয়ার্ড হাতে অভিনেত্রীর একটি হাসিমুখের ছবি শেয়ার করে সুদীপ্ত লেখেন, ‘অভিনন্দন’। সেই পোস্ট ‘জগদ্ধাত্রী’ নায়িকা নিজের ইনস্টা স্টোরিতে শেয়ার করেন। ব্যস, এরপরেই হইহই কাণ্ড নেটপাড়ায়!

Ankita Mallick and Sudipta Chanda relationship rumour

কৌশাম্বীর পুরস্কার হাতে ছবি শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন প্রেমিক আদৃত। অঙ্কিতার ক্ষেত্রেও হয়তো তাই! এভাবে দুইয়ে দুইয়ে চার করে নেন অনেকে। এবার আসল সত্যি সামনে আনলেন অভিনেত্রী নিজে। জনপ্রিয় এক সংবাদমাধ্যমের তরফ থেকে অঙ্কিতার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘সুদীপ্ত আমার খুব ভালো বন্ধু। ও আসলে আমার থেকে অনেকটাই বয়সে বড়। ওকে আমি ব্রো বলে ডাকি। সম্প্রতি ও মুম্বই চলে যাচ্ছিল, সেখানে আমি একটা কমেন্ট করি। পরে লোকের যাতে বুঝতে সুবিধা হয় তাই ব্রো-কে এডিট করে ব্রাদার করে দিই। লোকে সেগুলো দেখতে পায় না!’

আরও পড়ুনঃ পিয়া কিংবা প্রশ্মিতা নন, অনুপম রায়ের প্রথম স্ত্রী কে ছিলেন? এতদিনে ফাঁস হল পরিচয়

প্রসঙ্গত, চলতি বছর সোনার সংসার অ্যাওয়ার্ডে পর্ণা, ফুলকি, মেঘ সব্বাইকে টেক্কা দিয়ে সেরা নায়িকার পুরস্কার ছিনিয়ে নিয়েছেন ‘জগদ্ধাত্রী’ অঙ্কিতা। সেই সঙ্গেই স্বয়ম্ভূর সঙ্গে সেরা জুটি ও জি ফাইভ কর্তৃক মোস্ট পপুলার ফেস পুরস্কার পেয়েছেন তিনি। এছাড়া ‘জগদ্ধাত্রী’ টিমও প্রচুর পুরস্কার পেয়েছে। অঙ্কিতা বলেন, ‘জগদ্ধাত্রী পরিবার মোট ১০টা পুরস্কার পেয়েছে। খুব ভালো লাগছে’।