• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জনপ্রিয়তা সত্ত্বেও পুড়ল কপাল, ‘আলোর কোলে’ আসতেই বন্ধ হচ্ছে জি বাংলার এই মেগা!

চলতি বছর স্টার জলসা, জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হয়েছে একাধিক নতুন ধারাবাহিক। বছর শেষের আগেও অব্যাহত রয়েছে সেই ধারা। দিন কয়েক আগেই প্রকাশ্যে এসেছে জি-এর নতুন সিরিয়াল ‘আলোর কোলে’ প্রোমো (Alor Kole)। ভৌতিক কাহিনী নির্ভর এই মেগায় মুখ্য চরিত্রে অভিনয় করছেন স্বীকৃতি মজুমদার, কৌশিক রায় এবং সোমু সরকার। এবার প্রকাশ্যে চলে এল এই সিরিয়াল (Bengali Serial) শুরুর দিনক্ষণ।

‘আলোর কোলে’র প্রোমো দেখার পর থেকেই চিন্তায় পড়ে গিয়েছিলেন সিরিয়ালপ্রেমী দর্শকদের একাংশ। এবার কোন মেগার কপাল পুড়বে তা জানার অপেক্ষায় ছিলেন প্রত্যেকে। অবশেষে দীপাবলির আবহে নতুন ধারাবাহিক শুরুর দিনক্ষণ এবং সম্প্রচারের সময় ঘোষণা করলো জি বাংলা। আর তা দেখেই মাথায় বাজ পড়েছে অনেকের।

   

Alor Kole promo, Alor Kole Bengali serial

বেশিরভাগ সিরিয়ালপ্রেমী দর্শকই ভেবেছিলেন, ‘খেলনা বাড়ি’কে সরিয়ে রাত ৯:৩০টার স্লটে হয়তো সম্প্রচারিত হবে এই মেগা। তবে তেমনটা হল না। ইন্দ্র-মিতুলের সিরিয়াল নয়, বরং অন্য একটি জনপ্রিয় ধারাবাহিকের স্লট কেড়ে নিয়েছে ‘আলোর কোলে’।

আরও পড়ুনঃ অমানুষ ছেলের থেকে মুক্তি দিয়ে শিমুল-শতদ্রুর বিয়ে দেবে মধুবালা! ফাঁস দীপাবলীর ‘মহাধামাকা’ পর্ব

সম্প্রতি জি বাংলার তরফ থেকে কৌশিক-স্বীকৃতিদের সিরিয়াল সম্প্রচার শুরুর দিনক্ষণ ঘোষণা করা হয়। আগামী ২৭ নভেম্বর থেকে শুরু হতে চলেছে এই ধারাবাহিক। রাত ৯টার স্লটে দেখা যাবে ভৌতিক কাহিনী নির্ভর এই মেগা। অর্থাৎ এবার থেকে ‘মিলি’র (Mili) স্লটে দেখতে পাবেন এই সিরিয়াল।

আরও পড়ুনঃ পুরোনো প্রেমে ইতি, নতুন সম্পর্কের শুরু! দীপাবলিতে সৌম্যর বাহুলগ্না রণিতাকে দেখেই শুরু জল্পনা

Alor Kole has taken Mili serial slot

খেয়ালী মণ্ডল-অনুভব কাঞ্জিলাল অভিনীত ‘মিলি’ ধারাবাহিকটি শুরু হয়েছে খুব বেশিদিন হয়নি। মাস দুয়েক হল পথচলা শুরু হয়েছে ‘মিলি’র। তবে এখনও পর্যন্ত টিআরপি তালিকায় তেমন কামাল না দেখাতে পারায় রাত ৯টার স্লট থেকে সরিয়ে দেওয়া হল এই মেগাকে।

তবে স্লটহারা হলেও এখনই হয়তো ‘মিলি’র সম্প্রচার বন্ধ করবে না জি বাংলা। টিআরপি কম হলেও, ধারাবাহিকটি শুরু হয়েছে খুব বেশিদিন হয়নি। দর্শকদের অনুমান, ‘খেলনা বাড়ি’ শেষের পর ‘মিলি’কে হয়তো ৯:৩০টার স্লটে পাঠিয়ে দেওয়া হবে। এবার দেখা যাক, শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয় চ্যানেল কর্তৃপক্ষ। আপাতত তাদের অফিশিয়াল ঘোষণার অপেক্ষাতেই রয়েছেন প্রত্যেকে।