• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অমানুষ ছেলের থেকে মুক্তি দিয়ে শিমুল-শতদ্রুর বিয়ে দেবে মধুবালা! ফাঁস দীপাবলীর ‘মহাধামাকা’ পর্ব

Published on:

Kar Kache Koi Moner Kotha Madhubala will arrange mariage for Shimul Shatadru

জি বাংলার (Zee Bangla) ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha) ধারাবাহিকটি এখন দারুণ হচ্ছে। সিরিয়ালের প্রত্যেকটি পর্বে নতুন নতুন চমক দিচ্ছেন নির্মাতারা। আর তাতে চোখ সরানো মুশকিল হয়ে পড়ছে দর্শকদের জন্য। টানটান উত্তেজনার গল্প দেখিয়ে গত সপ্তাহে বেঙ্গল টপারের শিরোপাও দখল করে নিয়েছে শিমুল, পুতুলের সিরিয়াল (Bengali Serial)

‘কার কাছে কই মনের কথা’র নিয়মিত দর্শকরা জানেন, সদ্য মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে শিমুল (Shimul)। বিজয়া দশমীর দিন সিদ্ধির মধ্যে বিষ মিশিয়ে তাকে খাইয়ে দিয়েছিল পরাগ, পলাশ এবং প্রতীক্ষা। যদিও এত কিছুর পরেও স্বামী-দেওরকে জেলে পাঠায়নি শিমুল। বরং পুলিশের কাছে বলে, সে নিজেই বিষ খেয়েছিল।

Kar Kache Koi Moner Kotha Shimul

বৌমার এই কাণ্ড দেখে বেজায় রেগে যায় মধুবালা (Madhubala)। এরপর তার সুরক্ষার কথা ভেবে তাকে বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা বলে পরাগের মা। এসবের মাঝেই প্রকাশ্যে চলে এল ধারাবাহিকের নতুন প্রোমো (Promo)। সেখানে দেখা যাচ্ছে, নিজের হাতে শিমুল-শতদ্রুর (Shatadru) বিয়ের তোরজোড় করছে মধুবালা।

আরও পড়ুনঃ পুরোনো প্রেমে ইতি, নতুন সম্পর্কের শুরু! দীপাবলিতে সৌম্যর বাহুলগ্না রণিতাকে দেখেই শুরু জল্পনা

সম্প্রতি জি বাংলার তরফ থেকে ‘কার কাছে কই মনের কথা’র নতুন প্রোমো শেয়ার করা হয়। সেখানে দেখা যাচ্ছে, একাধিক জিনিস হাতে বাড়ি ঢুকতে ঢুকতে মধুবালা বলে, জোড়া বিয়ের বাজার করে নিয়ে এলুম গো। সেকথা শুনে শিমুল জিজ্ঞেস করে, তোমার ছোট ছেলে আর প্রতীক্ষার বিয়ের কথা তো জানি। আর কার বিয়ে হচ্ছে?

আরও পড়ুনঃ অল্প বয়সেই বিরাট সাফল্য! মিঠাই-উচ্ছেবাবুর পর এবার টলিউডে কাঁপাতে চলেছে পর্দার ‘মিঠি’ অনুমেঘা

Kar Kache Koi Moner Kotha latest promo

তখন মধুবালা বলে, আমার মেয়ে শিমুলের। তখন পরাগ বলে, আবার বিয়ে? শিমুলকে? ডিভোর্স দিয়ে বাড়ি ছাড়া করাবো ওকে। ছেলের মুখে একথা শুনে শিমুলের শাশুড়ি বলে, তোকে ডিভোর্স দেবে শিমুল। আমি নিজে দাঁড়িয়ে থেকে শিমুলের বিয়ে দেব ওই শতদ্রুর সঙ্গে।

মায়ের মুখে একথা শুনে প্রচণ্ড অবাক হয়ে যায় পরাগ। শতদ্রুর সঙ্গে নিজের বিয়ের কথা শুনে খানিক অবাক হয়ে যায় শিমুলও। এবার দেখা যাক, শেষ পর্যন্ত মধুবালা নিজের এই লক্ষ্যে সফল হয় কিনা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥