• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পুরোনো প্রেমে ইতি, নতুন সম্পর্কের শুরু! দীপাবলিতে সৌম্যর বাহুলগ্না রণিতাকে দেখেই শুরু জল্পনা

Published on:

Ranieeta Dash and Soumya Mukherjee dating Roumors

অনেকদিন ধরেই টলিপাড়ার (Tollywood) অন্দরে গুঞ্জন শোনা যাচ্ছে, রণিতা দাস (Ranieeta Dash) এবং সৌপ্তিক চক্রবর্তীর সম্পর্কে ভাঙন ধরেছে। আলাদা হয়েছে দু’জনের পথ। এই বিষয়ে যদিও দু’জনের কেউই খোলাখুলি কোনও মন্তব্য করেননি। তবে দীপাবলি আবহে টলিপাড়ার আর এক অভিনেতাকে জড়িয়ে ধরে ছবি পোস্ট করলেন ছোটপর্দার ‘বাহামণি’।

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় অভিনেতা সৌম্য মুখোপাধ্যায়ের (Soumya Mukherjee) সঙ্গে বেশ কয়েকটি রোম্যান্টিক ছবি শেয়ার করেন রণিতা। অভিনেতার বাহুডোরে ‘ইষ্টি কুটুম’ নায়িকাকে দেখে অনেকের মনেই তাঁদের প্রেমের জল্পনা উঁকি দিতে শুরু করে দেয়। সত্যিই কি তাহলে সৌপ্তিককে ভুলে নতুন সম্পর্কে জড়ালেন অভিনেত্রী?

Ranieeta Dash and Soumya Mukherjee

দীর্ঘদিন ধরে সম্পর্কে ছিলেন সৌপ্তিক এবং রণিতা। দু’জনের একসঙ্গে একটি প্রযোজনা সংস্থাও রয়েছে। এসবের মাঝেই শোনা যায়, বিচ্ছেদের পথে হেঁটেছেন টলিপাড়ার এই তারকাজুটি। এবার দীপাবলির আবহে সৌম্যর সঙ্গে ছবি দিলেন রণিতা। আর তা দেখেই বেশ কনফিউজড হয়ে পড়েছেন অনুরাগীরা।

আরও পড়ুনঃ অল্প বয়সেই বিরাট সাফল্য! মিঠাই-উচ্ছেবাবুর পর এবার টলিউডে কাঁপাতে চলেছে পর্দার ‘মিঠি’ অনুমেঘা

এদিন রণিতা এবং সৌম্য দু’জনকে টুইনিং করে পোশাক পরতে দেখা যায়। দুই তারকার গায়েই ছিল কালো রঙের পোশাক। অভিনেতার বাহুডোরে দেখা যায় অভিনেত্রীকে। আলোর উৎসবে একসঙ্গে প্রদীপও জ্বালান তাঁরা। এই ছবিগুলি পোস্ট করে যা ক্যাপশন লেখা হয়েছে সেটাই প্রেমের জল্পনা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।

আরও পড়ুনঃ ভয়টাই সত্যি হল, জামিন পেয়ে ময়ূরীর সাথে মেঘ-গিনির সর্বনাশের করবে রূপ! ফাঁস তুলকালাম আগাম পর্ব

Ranieeta Dash and Soumya Mukherjee

সৌম্যর সঙ্গে এই ছবিগুলি পোস্ট করে পর্দার ‘বাহামণি’ লেখেন, ‘এসব শুনে হয়তো রাগই করবে। ঘণ্টা তিনেক তাকাবে না, ডাকলে শুনতে পাবে না। জল চাইলে আধগেলাস ঠক করে রেখে চলে যাবে টেবিলের ওপর। তবু সত্যি বলছি, তোমার জন্য যোদ্ধা হওয়ার সাধ হয় না, ইচ্ছে করে না রাজ্যজয় করে বীরদর্পে হরণ করে আনি তোমাকে। আটপৌরে বর হওয়ার শখ হয় না, মনে হয় না বাজার থেকে চুলের ফিতে, গন্ধতেল কিনে আনি, মান ভাঙাতে। ইচ্ছে করে আলো হয়ে যাই, তোমার আঙিনায় প্রদীপের আলো, ওই চিবুক বেয়ে সোনা হয়ে গলে পড়ি। একি খুব অন্যায় চাওয়া বলো?’

এটা সৌম্য-রণিতার আগামী কোনও প্রজেক্ট সংক্রান্ত পোস্ট নাকি বাস্তবেই তাঁরা একে অপরের সঙ্গে প্রেম করছেন তা এখনও জানা যায়নি। তবে এমনিতে তাঁরা বহুদিনের বন্ধু। একসঙ্গে একটি টেলিফিল্মেও কাজ করেছেন দু’জনে। সেই বন্ধুত্বই প্রেমের আকার নিল কিনা সেটা এখনই বোঝা যাচ্ছে না।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥