• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘এত রোগা কেন?’ ‘দিদি নম্বর ১’র মঞ্চে রচনাকে ধমক খুদে প্রতিযোগীর, চমকে দেওয়া প্রতিক্রিয়া সঞ্চালিকার

Updated on:

Didi No 1,Rachana Banerjee,Scold,Zee Bangla,Reality show,Bangla television,Bengali television,TV show,দিদি নম্বর ১,রচনা বন্দ্যোপাধ্যায়,বকা,জি বাংলা,রিয়্যালিটি শো,বাংলা টেলিভিশন,টিভি শো,didi no 1 today episode,didi no 1 audition questions

‘দিদি নম্বর ১’র (Didi No 1) মঞ্চে দাঁড়িয়ে খোদ দিদিকেই বকা! এত বছর ধরে টেলিভিশনের পর্দায় রাজত্ব করছে রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee) সঞ্চালিত এই শো। এক-আধবার রচনাকে কোনও প্রতিযোগী অথবা তাঁর বাড়ির লোককে কিছু জিনিস বোঝাতে দেখা গিয়েছে। কিন্তু দিদিকে কেউ কখনও বকেননি! তবে এবার সেই উলটপুরাণের সাক্ষী থাকলেন দর্শকরা।

সম্প্রতি জি বাংলার (Zee Bangla) তরফ থেকে ‘দিদি নম্বর ১’র নতুন পর্বের একটি প্রোমো শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, সঞ্চালিকাকে রীতিমতো ধমকাচ্ছে এক খুদে প্রতিযোগী। আদো আদো কথায় সে রচনাকে জিজ্ঞেস করে, ‘তুমি এত রোগা কেন?’ ছোট্ট প্রতিযোগীর প্রশ্ন শুনে প্রথমে খানিক চমকে ওঠেন খোদ রচনা।

Rachana Banerjee, Why Rachana Banerjee did not give divorce to her husband

এরপর সে ফের বলে, ‘আমি ফোনে খবর পেয়েছি তুমি একেবারেই স্বাস্থ্যকর খাবার খাও না। দুধ খাও না’। সেকথা শুনে রচনা বলেন, ‘হ্যাঁ আমি তো দুধ খাই না। দুধ তো বাচ্চারা খায়’। সঞ্চালিকার জবাব শুনে খুদে প্রতিযোগী ফের বলে ওঠে, ‘তুমি কমলালেবু খাও না, আপেলও খাও না’। খুদে প্রতিযোগীর রচনাকে শাসন করা দেখে হেসে ফেলেন সকলে।

আরও পড়ুনঃ জিতে গেল মিশকা, দীপাকে ডিভোর্স দিয়ে নিজেকে শেষ করতে গেল সূর্য! ফাঁস আজকের তুলকালাম পর্ব

Rachana Banerjee Didi No 1

‘দিদি নম্বর ১’র মঞ্চে দাঁড়িয়ে কোনও প্রতিযোগী যে খোদ দিদিকেই শাসন করবে তা এতদিন কেউ ভাবতে পারেনি। তবে এবার সেটাই করে দেখালো কথামৃতা রায় নামের সেই খুদে। স্বাভাবিকভাবেই এই ভিডিও দেখে বেশ মজা পেয়েছেন দর্শকরা। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়ে গিয়েছে এই ভিডিও। তা দেখে নানান রকম কমেন্ট করছেন সোশ্যাল মিডিয়া ইউজাররা।

আরও পড়ুনঃ রাতের অন্ধকারে মেঘের চরম সর্বনাশ করবে রূপ! টিভির আগেই ফাঁস আজকের ধুন্ধুমার পর্ব

একজন নেটিজেন লিখেছেন, ‘ঠিক, এতদিনে একেবারে সঠিক প্রশ্ন করা হয়েছে’। দ্বিতীয়জনের আবার বক্তব্য, ‘কী মিষ্টি ভাবে বকা দিচ্ছে রে বাবা! ছোটদের মুখে এমন পাকা পাকা কথা শুনতে বেশ ভালোলাগে’। সব মিলিয়ে, রচনাকে বকা দিয়ে ইতিমধ্যেই নেটিজেনদের নজরে চলে এসেছে ছোট্ট কথামৃতা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥