• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জিতে গেল মিশকা, দীপাকে ডিভোর্স দিয়ে নিজেকে শেষ করতে গেল সূর্য! ফাঁস আজকের তুলকালাম পর্ব

Published on:

Anurager Chhowa Surja Deepa will get divorced because of Mishka

স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) ধারাবাহিকে এখন টানটান উত্তেজনার পর্ব চলছে। মিশকার চক্রান্তে আস্তে আস্তে ফের দূরত্ব তৈরি হচ্ছিল সূর্য-দীপার মধ্যে। অবশেষে বিবাহবিচ্ছেদের পথে হাঁটলো দু’জনে। সূর্যকে ডিভোর্স দিয়ে চিরকালের মতো সেনগুপ্ত বাড়ি ছেড়ে চলে গেল দীপা।

ধারাবাহিকের (Bengali Serial) গত পর্বে দেখানো হয়েছিল, মিশকার বাবা এসে রীতিমতো শাসিয়ে যায় লাবণ্যকে। সূর্য-দীপার ডিভোর্স না হলে মিশকা এবং নিজের নাতিকে নিয়ে চলে যাওয়ার হুমকি দেন তিনি। শেষমেষ অনেক ভাবনাচিন্তা করে সূর্য-দীপার ডিভোর্স করানোর সিদ্ধান্ত নেন লাবণ্য সেনগুপ্ত (Labanya)

Star Jalsha Bengali serial Anurager Chhowa Labanya decides to separate Surjya Deepa

আজকের পর্বে দেখতে পাবেন, সূর্যকে (Surjya) ডিভোর্সের জন্য রাজি করাতে গিয়ে অনেক কাঠখড় পোড়াতে হয় লাবণ্যকে। সে সূর্যকে বলে, কয়েকদিনের জন্য দীপার থেকে তাকে আলাদা থাকতে হবে। পরিস্থিতি ঠিক হয়ে গেলে ফের সেনগুপ্ত বাড়িতে ফিরে আসবে দীপা, সোনা আর রূপা। কিন্তু একথায় রাজি হয় না সূর্য । শেষ পর্যন্ত নিজের মাথায় দিব্যি দেয় লাবণ্য।

আরও পড়ুনঃ রাতের অন্ধকারে মেঘের চরম সর্বনাশ করবে রূপ! টিভির আগেই ফাঁস আজকের ধুন্ধুমার পর্ব

মায়ের কাণ্ড দেখে সূর্য জিজ্ঞেস করে এই দিব্যি না মানলে কি লাবণ্য মরে যাবে? তাহলে তার চেয়ে ভালো সে নিজে মরে যাক। ছেলের মুখে একথা শুনে তাকে ঠাটিয়ে থাপ্পড় মারে লাবণ্য। অন্যদিকে দীপা (Deepa) নীচে আসার পর লাবণ্য হাত জোড় করে তাকে ডিভোর্স (Divorce) পেপারে সই করে দেওয়ার কথা বলে। তা দেখে পালক রুখে দাঁড়ায়।

আরও পড়ুনঃ ‘সন্ধ্যাতারা’র গল্প চুরি করেছে মিতুলের সিরিয়াল! ‘মিঠিঝোরা’র প্রোমো দেখেই ‘টুকলি’র অভিযোগ দর্শকদের

Anurager Chhowa Deepa crying

লাবণ্য তখন বলে, আজ সবাই তাকে দোষী ভাবলেও একদিন বুঝতে পারবে সে কেন এটা করছে। এরপর সূর্য ডিভোর্সের কাগজে সই করে দেয়। স্বামীর সিদ্ধান্তে হতবাক হয়ে যায় দীপা। সে বারবার সূর্যকে জিজ্ঞেস করতে থাকে, এমনটা কেন করলো? কোনও জবাব না দিয়ে দীপাকে সজোরে ধাক্কা মেরে বেরিয়ে যায় সূর্য। তাতে মাথা ফেটে যায় দীপার।

শেষ পর্যন্ত দীপাও ডিভোর্সের কাগজে সই করে দেয়। সূর্য ওপর থেকে সবটা দেখে নিঃশব্দে দীপার থেকে ক্ষমা চেয়ে নেয়। সেই সময় সেনগুপ্ত বাড়িতে আসে দীপার বাবা-মা। মেয়ের অবস্থা দেখে রত্নাদেবী সাফ বলে দেয়, দীপার আর কোনোদিন এই বাড়িতে ফিরবে না। তাহলে কি এভাবেই ভেঙে যাবে সূর্য-দীপার সাজানো সংসার? লাবণ্যর একটা ভুল সিদ্ধান্তে তছনছ হয়ে যাবে সবটা? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বগুলিতে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥