• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রাতের অন্ধকারে মেঘের চরম সর্বনাশ করবে রূপ! টিভির আগেই ফাঁস আজকের ধুন্ধুমার পর্ব

জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত চর্চিত ধারাবাহিকগুলির (Bengali Serial) মধ্যে একটি হল ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul)। এখনও পর্যন্ত বেঙ্গল টপার না হতে পারলেও, বেশ কয়েকবার স্লট লিডার হয়েছে এই সিরিয়াল। মেঘ, নীল, ময়ূরীর জীবনের টানাপোড়েন দেখতে ভীষণ পছন্দ করেন দর্শকরা। বিশেষত এখন যেভাবে গাঙ্গুলী বাড়ির সদস্যরা মেঘের কদর করছে তা বেশ ভালোলাগছে প্রত্যেকের।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, গিনিকে রূপের (Rup) বাড়ি থেকে উদ্ধার করে এনে নীলের বাড়ির সবার পছন্দের পাত্রী হয়ে উঠেছে মেঘ (Megh)। যদিও রূপ বেজায় খাপ্পা তার ওপর। সেই জন্য জামিন পাওয়ার পর থেকে মেঘের ক্ষতি করার জন্য মরিয়া হয়ে উঠেছে সে। নিজের কার্যসিদ্ধি করতে আবারো হাত মিলিয়েছে ময়ূরীর (Mayuri) সঙ্গে। এদিনের পর্বে দেখা যাবে মেঘের চরম ক্ষতি করতে উদ্যত হয়েছে রূপ।

   

Icche Putul Rup Gets Bail in court threats Megh Gini

আজকের পর্বে দেখতে পাবেন, মেঘ এবং অনিন্দ্য একসঙ্গে ঠাকুর দেখতে বেরিয়েছে। প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে ঠাকুর দেখা, ফুচকা খাওয়া- সব মিলিয়ে বেশ মজায় কাটছিল বাবা-মেয়ের সময়। তবে কিছুক্ষণের মধ্যেই মেঘ বুঝতে পারে রূপ তার পিছু নিয়েছে। অনিন্দ্যকে একথা বললে চিন্তা করবে ভেবে সে চুপ করে থাকে।

আরও পড়ুনঃ ‘সন্ধ্যাতারা’র গল্প চুরি করেছে মিতুলের সিরিয়াল! ‘মিঠিঝোরা’র প্রোমো দেখেই ‘টুকলি’র অভিযোগ দর্শকদের

অন্যদিকে নীলের বাড়িতেও উৎসবের আবহ। এই প্রথমবার গাঙ্গুলী পরিবারের সদস্যরা পাড়ার প্যান্ডেলে উপস্থিত হয়। পাশাপাশি বাড়ির ছেলেমেয়েরা মিলে ঠাকুর দেখতে যাবে বলে ঠিক করে। এত বছর এই স্বাভাবিক বিষয়গুলো না ঘটলেও, এবার তা ঘটায় বেশ অবাক হয়ে যায় নীলের বাবা।

আরও পড়ুনঃ কাজ মিলছে না বড়পর্দায়! ছোটপর্দায় আদর্শ শাশুড়ি হয়ে কামব্যাক করছেন চুমকি চৌধুরী

Icche Putul serial Megh

এরপর দেখা যায়, ঠাকুর দেখে ফিরে মেঘ ফ্রেশ হয়ে নিজের ঘরে ঘুমোতে যায়। ঘরের দরজা বন্ধ করা মাত্রই ময়ূরী রূপকে ফোন করে বলে, মেঘের ঘরের দরজা বন্ধ হয়ে গিয়েছে। লাইট নেভালে সে খবর দেবে। এরপর দেখা যায়, মেঘ ঘুমিয়ে গিয়েছে আর তখন দরজা খুলে তার ঘরে প্রবেশ করেছে রূপ। তাহলে কি ঘুমের ঘোরেই মেঘের চরম কোনও ক্ষতি করবে রূপ?