বাংলা রিয়েলিটি শোয়ের (Reality Show) মধ্যে অন্যতম একটি হল জি বাংলা এর ডান্স বাংলা ডান্স (Dance Bangla Dance)। এক সে এক নাচের পারফর্মেন্স সাথে ভরপুর মজা মিলিয়ে ফুল বিনোদনের পাওয়ার প্যাকেজ এই রিয়েলিটি শোটি। সম্প্রতি অনুষ্ঠিত হল ডান্স বাংলা ডান্স সিজেন ১২ এর গ্রান্ড ফিনালে (Dance Bangla Dance Grand Finale)। চলুন দেখে নেওয়া যাক কে হল বিজেতা (DBD 12 Winner)?
এবছরের ১১ই ফেব্রুয়ারি শুরু হয়েছিল জি বাংলার ডান্স বাংলা ডান্স। মহাগুরু মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty), থেকে শুরু করে সুন্দরী বিচারকমন্ডলী আর সাথে অঙ্কুশ হাজরার সঞ্চালনায় একেবারে জমজমাট অনুষ্ঠান। এর সাথে হাম্পটি থাকায় মঞ্চে খুনসুটিও হত বেশ। তবে দেখতে দেখতে দীর্ঘ আটমাসের যাত্রা শেষ হল।
গত ২৯শে অক্টোবর রবিবার আয়োজিত হয়েছিল ডান্স বাংলা ডান্স এর গ্রান্ড ফিনালে। সেই সাথে নতুন ডিবিডি ১২ বিজেতা বেল বাংলা। এর আগে যে কজন বিজেতা হয়েছেন, প্রত্যেকেরই ভাগ্য বদলে গিয়েছে। তাই ডান্স বাংলা ডান্স ১২ বিজেতারও যে ভাগ্য পাল্টে সেটা আর বলার অপেক্ষা রাখে না।
এবারের গ্র্যান্ড ফিনালের অনুষ্ঠানে প্রতিযোগীরা দুটি দলে বিভক্ত ছিল। ছোটদের মধ্যে ছিল, রাজন্যা , সুমন , স্নেহাশ্রিতা , পৃথ্বীরাজ , সুকৃতি, দীপানিতা। আর বড়দের মধ্যে ছিল স্নেহা, ভূমিকা, প্রিয়াঙ্কা , দিশা। দশ প্রতিযোগীর দমদার পারফরমেন্সে মেতে উঠেছিল গোটা বাংলা। এদিন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গৌরব চক্রবর্তী ও ঊষসী রায়।
জানলে অবাক হবে, ডান্স বাংলা ডান্স ১২ এ এক বা দুজন নয় বরং একসাথে চারজন বিজেতা হয়েছেন। ছোটদের দল থেকে স্নেহাশ্রিতা, সুমন ও রাজন্যা আর বড়দের তরফ থেকে দিশা ছিনিয়ে নিয়েছে বিজয়ীর মুকুট।
আসলে সেরা দশের প্রত্যেকেরই নাচ ছিল চোখ ধাঁধানো। তাই কাকে ছেড়ে কাকে করা হবে সেরার সেরা তাই নিয়ে দ্বিধায় পড়েগিয়েছিলেন খোদ বিচারকেরাই। শুভশ্রীর মতে, ‘ছোটদের মধ্যে বিজেতা নির্বাচন ভীষণই কঠিন। প্রত্যেকেই দারুন পারফর্ম করেছে। সেই কারণেই স্নেহাশ্রিতা, সুমন ও রাজন্যাকে বিজেতা করা হয়েছে’।