• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মিশকার সন্তানের বাবা হতেই আবারও আলাদা হচ্ছে সূর্য-দীপা! ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র আসন্ন ট্র্যাক

Updated on:

Star Jalsha Bengali serial Anurager Chhowa Deepa doubts Surjya after seeing the bond paper

স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) ধারাবাহিকে (Bengali Serial) রোজ কোনও না কোনও টুইস্ট আসছে। আর তাতেই পাল্টে যাচ্ছে গল্পের মোড়। নিত্যনতুন চমক এবং টুইস্ট এনে সপ্তাহের পর সপ্তাহ ধরে বেঙ্গল টপারও হচ্ছে এই মেগা (Serial)। সম্প্রতি যেমন দেখানো হয়েছে, মিশকার অবৈধভাবে গর্ভবতী হওয়ার কথা জানতে পেরে গিয়েছে দীপা। কিন্তু তা সত্ত্বেও ফের দূরত্ব তৈরি হতে চলেছে সূর্য-দীপার মধ্যে!

ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে দেখানো হয়েছে, যে ডাক্তার হাত করে মিশকা (Mishka) গর্ভবতী হয়েছে সেই ডাক্তারকে ধরে ফেলে দীপা (Deepa)। চাপের মুখে পড়ে সবার সামনে সব দোষ কবুল করে নেয় সে। এরপর তাকে গ্রেফতার করে পুলিশ। আজকের পর্বে দেখা যাবে, প্রেগন্যান্সির রহস্যভেদ করার পর মিশকার সঙ্গে দেখা করতে গিয়েছে দীপা।

Star Jalsha Bengali serial Anurager Chhowa Deepa catches Mishka’s doctor in disguise

সে মিশকাকে বলে, ডাক্তার নিজের ভুল স্বীকার করে নিয়েছে। তবে এটা জেনেও ভয় পাওয়ার বদলে হাসতে থাকে মিশকা। সে বলে, সন্তানের বাবা সূর্য (Surjya) আর সেই পরিচয়ে সে বন্ডে সই করে দিয়েছে। এই বিষয়ে দীপা কিছু জানতো না, সেই জন্য মিশকার মুখ থেকে একথা শুনে খানিক থতমত খেয়ে যায় সে।

আরও পড়ুনঃ সত্যিই বেহায়া! ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও দেখিয়ে নীলকে বিয়ে করবে ময়ূরী, ফাঁস ‘ইচ্ছে পুতুল’র আগাম পর্ব

প্রথমে মিশকার কথায় সে বিশ্বাস করে না। কিন্তু পরে বাইরে গিয়ে সে ফাইল দেখার পর জানতে পারে এবার মিশকা মিথ্যে বলেনি। এরপর দীপার মনে আস্তে আস্তে সন্দেহ দানা বাঁধতে শুরু করে। তাহলে কি আগে থেকেই সব জানতো সূর্য? উঁকি দেয় এই প্রশ্নও।

আরও পড়ুনঃ ছেলের নামে কলঙ্ক! মা-বৌকে নাচতে দেখে নোংরা কটাক্ষ পরাগ-পলাশের, ফাঁস আজকের দুর্ধর্ষ পর্ব

Anurager Chhowa Deepa sad

অন্যদিকে দেখা যায়, সেনগুপ্ত বাড়িতে লক্ষ্মীপুজোর আয়োজন করা হয়েছে। সেই সময় খুব শান্তভাবে বাড়িতে প্রবেশ করে দীপা। তাকে দেখে লাবণ্য বুঝতে পারে কিছু একটা হয়েছে। যদিও এরপর কথা না বাড়িয়ে চুপচাপ নিজের ঘরে চলে যায় দীপা।

এরপর সূর্য রেডি হয়ে এসে দীপার সঙ্গে কথা বলার চেষ্টা করলেও সে একেবারে চুপ থাকে । তখন সূর্য পাল্টা সূর্য জিজ্ঞেস করে তার কী হয়েছে। তখন দীপা বলে, আপনি কিছুই করেননি না? সেকথা শুনে সূর্য পাল্টা জিজ্ঞেস করে, দীপা কাউকে কিছু না জানিয়ে কোথায় গিয়েছিল? তখন দীপা বলে মিশকার সঙ্গে দেখা করতে। তাহলে কি ফের মিশকার সৌজন্যে দূরত্ব তৈরি হচ্ছে সূর্য-দীপার মধ্যে? উত্তর মিলবে আসন্ন পর্বগুলিতে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥