• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

না উড়ে না ঘাড়ে পড়ে! রাগের মাথায় সিঁদুর পরিয়ে বিয়ে, ফাঁস ‘তোমাদের রানী’র অদ্ভুতুড়ে বিয়ের পর্ব

Published on:

Tomader Rani Durjay Marries Rani in rage Upconing Track Schocked Netizens

ষ্টার জলসার (Star Jalsha) নবাগত হলেও বেশ জনপ্রিয় সিরিয়াল ‘তোমাদের রানী’ (Tomader Rani)। একঝাঁক হিট মেগার ভিড়ে ইতিমধ্যেই নিজের জায়গা পাকা করে ফেলেছে দুর্জয় ও রানীর কাহিনী। হবে নাই বা কেন? কূটকচালি, পরকীয়া থেকে একেবারে হটকে এক মেয়ের মা ও ডাক্তার হওয়ার কাহিনী মনে ধরেছে সকল দর্শকদের।

টার্গেট রেটিং পয়েন্টের (Target Rating Point) তালিকার দিক থেকে দেখলে সেরা দশের তালিকাতেও দেখা যায় ধারাবাহিকটিকে। তবে এতদিন ঠিক চললেও এবার টিআরপি তুলতে বাড়াবাড়ি করেই ফেললো ‘তোমাদের রানী’। অন্ততন সদ্য প্রকাশ্যে আসা প্রমো (New Promo) থেকে সেটাই মনে হচ্ছে।

Star Jalsha Tomader Rani Durjoy Rani Romance

ধারাবাহিকে নায়ক ও নায়িকা দুজনেই নবাগত, দুর্য্যের চরিত্রে আছেন অর্কপ্রভ রায় (Arkaprabha Roy)। অন্যদিকে নায়িকা রানীর চরিত্রে দেখা যাচ্ছে অভিকা মালাকারকে (Avika Malakar)। এই রানী বাকি মেয়েদের থেকে একেবারেই আলাদা। চেষ্টা আর ইচ্ছাশক্তি থাকলে জীবনে ত্যাগ না করেও অনেক কিছু পাওয়া যায়, এটাই বিশ্বাস তাঁর।

আরও পড়ুনঃ মিশকার সন্তানের বাবা হতেই আবারও আলাদা হচ্ছে সূর্য-দীপা! ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র আসন্ন ট্র্যাক

বর্তমানে সিরিয়ালে দেখা যাচ্ছে, মিডিয়াতে দুর্জয়-রানীর সম্পর্ক নিয়ে রীতিমত হইহই পরে গিয়েছে। ইতিমধ্যেই খবর পৌঁছেছে দুর্জয়ের বাড়িতেও। এরপর নিজের অধিকার দাবি করতেই দুর্জয়ের মা রানীকে বাড়ি থেকেই তাড়িয়ে দিতে যায়। তখন রানী সোজা পুলিশের ভয় দেখিয়ে দেয়।

আরও পড়ুনঃ সত্যিই বেহায়া! ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও দেখিয়ে নীলকে বিয়ে করবে ময়ূরী, ফাঁস ‘ইচ্ছে পুতুল’র আগাম পর্ব

TOmader Rani Durjay Marries Rani

এমন সময় দুর্জয় এসে হাজির হতেই রানীর সোজা প্রশ্ন, এতদিন যা কিছু করেছে সবটাই শুধু এট্রাকশন ছিল? ভালোবাসা কি একেবারেই ছিল না? এই শুনেই রাগের মাথায় সিঁদুর নিয়ে রানীর সিঁথি রাঙিয়ে দেয় দুর্জয়। যেটা দেখে উপস্থিত সকলে তো বটেই দর্শকেরাও রীতিমত আকাশ থেকে পড়েছে।

বেশ কিছুদিন পর সিরিয়ালের এমন আজব বিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে হট টপিকে পরিণত হয়েছে। এর আগে উড়ন্ত সিঁদুর, উড়ন্ত মালা বদল হয়ে বিয়ে হয়েছে। এমনকি লালন-ফুলঝুরির লিপস্টিক বিয়ে দেখেও হাসি থামানো দায় হয়ে পড়েছিল সকলের। তবে সব কিছুকে চাপিয়ে এবারের বিয়ে সত্যিই নতুন রেকর্ড তৈরী করল বলেই মন্তব্য নেটিজেনদের।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥