• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এতকিছুর পরেও নির্লজ্জ্ব, মেঘ-নীলের ফুলশয্যা পণ্ড করতে ষড়যন্ত্র ময়ূরীর! ফাঁস চমকে দেওয়া পর্ব

Updated on:

Zee Bangla Bengalis serial Icche Putul Mayuri ruins Megh Neel wedding night

‘ইচ্ছে পুতুল’ (Icche Putul) সিরিয়ালে (Bengali Serial) সদ্য মেঘ-নীলের বিবাহ সম্পন্ন হয়েছে। নীলের হাত ধরে ফের গাঙ্গুলী বাড়ি ফিরে এসেছে মেঘ। আবারো সবটা নতুন করে শুরু করছে তারা। অন্যদিকে নিজের কৃতকর্মের জন্য ময়ূরীর ঠাই হয়েছে জেলে। তবে শ্রীঘরে গিয়েও শিক্ষা হয়নি তার। মেঘ-নীলের বিয়ে আটকাতে না পারলেও তাদের ফুলশয্যা নষ্ট করতে মারাত্মক ষড়যন্ত্র করলো সে।

জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, সদ্য শ্বশুরবাড়িতে গৃহপ্রবেশ হয়েছে মেঘের (Megh)। অতীত ভুলে সবটা নতুন করতে শুরু করতে চাইছে নীল (Neel)। মীনাক্ষী থেকে শুরু করে গাঙ্গুলী পরিবারের সকল সদস্য এবার খোলামনে মেঘকে স্বাগত জানিয়েছে। তবে বোনের এই আনন্দ কিছুতেই মানতে পারছে না ময়ূরী (Mayuri)

Icche Putul Megh nd Neel marriage

বিয়ের মণ্ডপে মেঘকে তাক করে গুলি চালিয়েছিল ময়ূরী। তবে সৌভাগ্যবশত মেঘের সেই গুলি লাগেনি। তবে বড় মেয়ের এই কাজে ভীষণ রেগে যায় মধুমিতা (Madhumita)। সে বলে দেয়, এবার তাকে শাস্তি পেতেই হবে। তিনি নিজে ময়ূরীর বিরুদ্ধে সাক্ষী দেবেন। এরপর ময়ূরীকে ধরে নিয়ে যায় পুলিশ।

আরও পড়ুনঃ সস্তায় মাছ কিনতে কিসের টোপ দেয়? রচনার সামনে অলিভিয়ার ‘কীর্তি’ ফাঁস করল প্রিয় বান্ধবী

সম্পূর্ণ ঘটনার জেরে বেশ ভেঙে পড়ে অনিন্দ্য (Anindya)। যতই হোক ময়ূরী তার প্রথম সন্তান! এরপর মেয়ের সঙ্গে দেখা করতে জেলে যান তিনি। ময়ূরীকে অনেক বোঝানোর চেষ্টা করে অনিন্দ্য। তবে ময়ূরী বাবাকে দূরে ঠেলে দিয়ে বলে, আমি একাই ভালো আছি। এরপর ফের মেঘ-নীলকে (Megh Neel) আলাদা করার পরিকল্পনা করতে থাকে সে।

Icche Putul serial megh and Mayuri

এবার দেখা যাক, মেঘ-নীলের ফুলশয্যার দিন তাদের কাছে একটা ফোন এসেছে। তাদের জানানো হয়, ময়ূরী ভীষণ অসুস্থ হয়ে পড়েছে। একথা শোনা মাত্রই নীলকে নিয়ে হন্তদন্ত হয়ে হাসপাতালে ছোটে মেঘ। সেখানে সে বলে, তার অবস্থা একেবারেই ভালো নয়, রক্ত দিতে হবে।

আরও পড়ুনঃ জ্যাস-পর্ণা ফিনিশ! রাস্তায় আলোর পড়ে IAS হওয়ার গল্প বলতে আসছে ‘যোগমায়া’, ভাইরাল ফার্স্ট প্রোমো

তবে ময়ূরীর নাটক একটু হলেও ধরে ফেলে মেঘ। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে ডাক্তার তাকে দেখে বলে, তেমন কিছুই হয়নি। তখন মধুমিতা মেঘ আর নীলকে বাড়ি চলে যেতে বলে। তবে নিজে থেকে যায় ময়ূরীর সঙ্গে কথা বলবে বলে। তাহলে কি মায়ের বোঝানোতেই ফের সুপথে ফিরবে ময়ূরী? আগামী পর্বে পাওয়া যাবে সেই উত্তর।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥