• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সস্তায় মাছ কিনতে কিসের টোপ দেয়? রচনার সামনে অলিভিয়ার ‘কীর্তি’ ফাঁস করল প্রিয় বান্ধবী

Published on:

Didi No 1 Alivia Sarkar and her friend share funny incident about their friendship

সম্প্রতি প্রিয় বন্ধুদের নিয়ে ‘দিদি নম্বর ওয়ানে’র (Didi No 1) মঞ্চে উপস্থিত হয়েছিলেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় সব অভিনেত্রীরা। প্রিয় বান্ধবী সৌমী দত্তর সঙ্গে হাজির হয়েছিলেন অলিভিয়া সরকার (Alivia Sarkar)। অভিনেত্রী বলেন, তিনি এবং সৌমী, দু’জনেই অসুস্থ! সেই সঙ্গেই রচনার সঙ্গে ভাগ করে নেন নিজেদের নানান ‘কীর্তি’র কথা।

সম্প্রতি ‘দিদি নম্বর ওয়ানে’র মঞ্চে প্রিয় বান্ধবীকে পাশে নিয়ে উপস্থিত হয়েছিলেন অলিভিয়া। অভিনেত্রী বলেন, তাঁরা দু’জনেই অসুস্থ হওয়ার কারণে তাঁদের বন্ধুত্বটা টিকে গিয়েছে। এদিন সৌমী বলেন, ‘আমিও ওই গ্রহেই থাকি। আমরা এভাবেই একে অন্যের সঙ্গে জুড়ে গিয়েছে যে ওরও মাথার ঠিক নেই, আমারও মাথায় ঠিক নেই’।

Alivia Sarkar and Soumi Dutta in Didi No 1

একথা শুনে হাসতে শুরু করেন রচনা ব্যানার্জী (Rachana Banerjee)। এরপর ফের সৌমী বলেন, ‘এভাবেই নয় বছর কেটে গেল। বাকি যারা ছিল তাঁরা কেউ আর নেই। সবাই চলে গিয়েছে। কারণ তাঁরা তো সুস্থ। তাঁরা তাঁদের মতো বেরিয়ে গিয়েছে। আমরা দু’জন অসুস্থ তাই আমরা থেকে গিয়েছি। একে অপরকে ছাড়িনি’।

আরও পড়ুনঃ জ্যাস-পর্ণা ফিনিশ! রাস্তায় আলোর পড়ে IAS হওয়ার গল্প বলতে আসছে ‘যোগমায়া’, ভাইরাল ফার্স্ট প্রোমো

সৌমী বলেন, অলিভিয়া নাকি বেশ দায়িত্ববান এবং ম্যাচিওর মেয়ে। তবে সেটা নিজেকে নিয়ে নয়, বাকি সকলকে নিয়ে। মাঝেমাঝে অলিভিয়া এতটাই দায়িত্ববাণ হয়ে পড়েন যে সেটা ভাষায় বয়ান করা মুশকিল। তাঁর কথায়, ‘ও এমন এমন দায়িত্ব নিয়ে নেয় যে মানুষ বলে এতটাও তো ভাবিনি। আর আমি হচ্ছি ওর বিবেক’।

Alivia Sarkar Soumi Dutta

এরপর অলিভিয়া জানান, একবার সমুদ্রে বেরাতে গিয়ে জেলেদের সেলফির লোভ দেখিয়ে সস্তায় মান কিনেছিলেন তাঁরা। একথা শুনে সেখানে উপস্থিত প্রত্যেকে হাসতে শুরু করেন। সৌমী-অলিভিয়ার এই কাণ্ডকারখানা শুনে হেসে গড়াগড়ি খাওয়ার জোগাড় হয় রচনারও।

আরও পড়ুনঃ কেন কাঞ্চনের প্রতি বারবার আকৃষ্ট হন হাঁটুর বয়সী মেয়েরা? ফাঁস করলেন প্রাক্তন স্ত্রী পিঙ্কি

প্রসঙ্গত, বাংলা টেলিভিশনের অন্যতম পুরনো এবং জনপ্রিয় রিয়্যালিটি শো হল ‘দিদি নম্বর ওয়ান’। বছরের পর বছর ধরে সাফল্যের সঙ্গে এই শো সঞ্চালনা করছেন রচনা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেক সপ্তাহে সোমবার থেকে শনিবার বিকেল ৫টায় জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত হয় ‘দিদি নম্বর ওয়ান’। অন্যদিকে রবিবার রাত ৮টা থেকে বিশেষ পর্ব দেখানো হয়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥