• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ের পর হাজতবাস হবে প্রিয়াঙ্কার, শতদ্রুর হাত ধরে সংসার ছাড়বে শিমুল! ফাঁস তোলপাড় করা টুইস্ট

শতদ্রুর হাত ধরে নতুন জীবন শুরুর শপথ নিল ‘কার কাছে কই মনের কথা’র (Kar Kache Koi Moner Kotha) শিমুল। পরাগের অত্যাচার সহ্য করতে করতে এখন সে ক্লান্ত হয়ে পড়েছে। শতদ্রুকে মিথ্যে গয়না চুরির অপবাদে জেলে পাঠানোটা একেবারেই মেনে নিতে পারেনি সে। তাই এবার শতদ্রুর হাত ধরেই শ্বশুরবাড়ি ছেড়ে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিল শিমুল।

জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিকের (Bengali Serial) বর্তমান প্লট অনুযায়ী, প্রতীক্ষার গয়না চুরির অপবাদ দেওয়া হয়েছে শতদ্রুর ওপর। যে কারণে পুলিশ তাকে ধরে নিয়ে যায়। তবে শিমুল জানে, শতদ্রু এমন কোনও কাজ করেনি। এর পিছনে রয়েছে পরাগ, পলাশ, প্রতীক্ষারা। সেই জন্য এবার আসল দোষীদের শাস্তি দেওয়ার জন্য উঠেপড়ে লেগেছে সে।

   

Zee Bangla Bengali serial Kar Kache Koi Moner Kotha Shimul tries to help Shatadru

আজকের পর্বে দেখতে পাবেন, শতদ্রু শিমুলকে (Shimul) মুখের ওপর বলে সে যেন আর কোনও যোগাযোগ না রাখে। কারণ তাকে ফাঁসানোর জন্যই সম্পূর্ণ প্ল্যান করা হয়েছিল। তখন শিমুল বলে, সে আর পরাগের (Parag) সংসারে থাকবে না। এতকিছু হওয়ার পর আর সেখানে থাকতে পারবে না সে। শতদ্রু (Shatadru) জেল খাটবে আর সে সুখে সংসার করবে এমনটা কিছুতেই হবে না বলে জানায় শিমুল।

আরও পড়ুনঃ মৃত্যুর মুখে মেঘ, ভালোবাসার নাটক করতেই ময়ূরীকে সপাটে চড় নীলের! প্রকাশ্যে হাইভোল্টেজ প্রোমো

অন্যদিকে বাড়িতে সবাই শিমুলকে নিয়ে বাজে বাজে কথা বলতে থাকে। সেই সময় রুখে দাঁড়ায় পুতুল আর তার কাকিমা। এমনকি প্রিয়াঙ্কার (Priyanka) কথা শুনে তাকে মারতে অবধি যায় পুতুল (Putul)। এসবের মাঝেই সেখানে পুলিশ নিয়ে উপস্থিত হয় শিমুল, বিপাশারা।

Kar Kache Koi Moner Kotha Priyanka scared

এরপর সবাইকে হাতের ছাপ দিতে বলা হয়। সেকথা শুনে ভয়ে পেয়ে যায় প্রিয়াঙ্কা। হাতের ছাপ দেওয়ার সময় সে বেঁকে বসে। তা দেখে পুলিশ অফিসার সাফ বলেন, প্রিয়াঙ্কা যদি হাতের ছাপ না দেয় তাহলে তাকে গ্রেফতার করতে বাধ্য হবেন তিনি।

আরও পড়ুনঃ বড় চ্যানেল না হলে…! ছোটপর্দায় কামব্যাক প্রসঙ্গে সাফ জবাব পর্দার ‘নবাব নন্দিনী’ ইন্দ্রাণীর

অন্যদিকে শতদ্রুর বেল করিয়ে তাকে জেল থেকে বের করে আনে শিমুল। সে বলে, সবটা প্রমাণ করার পর পরাগের বাড়ি ছেড়ে বেরিয়ে আসবে সে। আর এই কাজটা শতদ্রুর হাত ধরেই করবে। প্রাক্তন প্রেমিকার মুখে এমন কথা শুনে অবাক হয়ে যায় শতদ্রু।