• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মৃত্যুর মুখে মেঘ, ভালোবাসার নাটক করতেই ময়ূরীকে সপাটে চড় নীলের! প্রকাশ্যে হাইভোল্টেজ প্রোমো

Published on:

Zee Bangla Bengali serial Icche Putul Neel slaps Mayuri promo is out now

চরিত্রহীন তকমা সহ্য করতে না পেরে চরম সিদ্ধান্ত নিয়েছে ‘ইচ্ছে পুতুল’র (Icche Putul) মেঘ। ময়ূরীর চক্রান্তে বারবার অপমানিত হতে হতে এবার সে ক্লান্ত হয়ে পড়েছে। অসম্মানের হাত থেকে বাঁচতে তাই মৃত্যুর পথ বেছে নেয় সে। আজকের পর্বেই সেই দৃশ্য দেখেছেন দর্শকরা।

জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিকের (Bengali Serial) বর্তমান প্লট অনুযায়ী, রূপ-ময়ূরীর চক্রান্তে পুরো দুনিয়ার কাছে ‘খারাপ মেয়ে’ হয়ে গিয়েছে মেঘ। সবাই এখন তার চরিত্র নিয়ে চর্চা করছে। কেউ কেউ তো বাড়ি বয়ে এসে অপমান করে যাচ্ছে। এমনকি সংবাদপত্রের পাতাতেও মেঘের বেশ কিছু আপত্তিকর ছবি প্রকাশিত হয়, যা দেখে ভেঙে পড়ে সে।

Zee Bangla Bengali serial Icche Putul Megh tries to kill herself

কঠিন এই পরিস্থিতিতে নিজেকে বড্ড অবাঞ্ছিত লাগে মেঘের (Megh)। যে কারণে শেষ পর্যন্ত নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় সে। এসবের মাঝেই প্রকাশ্যে চলে এল ‘ইচ্ছে পুতুল’র নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে, মেঘকে মৃত্যুশয্যায় দেখে ময়ূরীকে (Mayuri) ঠাটিয়ে এক থাপ্পড় মারে নীল (Neel)।

আরও পড়ুনঃ চরিত্রহীন অপমান সহ্য না করতে পেরে আত্মঘাতী মেঘ! ফাঁস ‘ইচ্ছে পুতুল’র চোখে জল আনা পর্ব

মেঘের এই অবস্থার জন্য যে ময়ূরী দায়ী সেটা আগেই বুঝে গিয়েছিল নীল। তবে এবার ভালোবাসার মানুষকে মৃত্যুশয্যায় দেখে নিজেকে ঠিক রাখতে পারে না সে। ভালোমানুষির নাটক করতেই ময়ূরীর গালে সপাটে এক চড় বসায় সে।

Icche Putul Megh Mayuri and Neel

আরও পড়ুনঃ বড় চ্যানেল না হলে…! ছোটপর্দায় কামব্যাক প্রসঙ্গে সাফ জবাব পর্দার ‘নবাব নন্দিনী’ ইন্দ্রাণীর

প্রোমোয় (Promo) দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় শুয়ে আছে মেঘ। এই পরিস্থিতিতেও নীলের হাত ধরে নাটক করতে যায় ময়ূরী। তা দেখে মাথা গরম হয়ে যায় নীলের। ময়ূরীর হাত ছাড়িয়ে সে সপাটে একটা থাপ্পড় মারে তাকে।

ভালোবাসার মানুষের হাতে চড় খেয়ে প্রথম কিছুক্ষণ গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে ময়ূরী। এরপর মনে মনে বলে, তুমি খুব বড় ভুল করলে নীল। এবার দেখো ময়ূরী কী করে! তাহলে কি ফের মেঘের কোনও ক্ষতি করার ফন্দি আঁটছে ময়ূরী? নাকি এবার তার নিশানায় রয়েছে নীল? জানা যাবে ‘ইচ্ছে পুতুল’র সাড়া জাগানো সাত দিনের পর্বে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥