নতুন সিরিয়ালের ভিড়ে চলতি বছর স্টার জলসার একাধিক জনপ্রিয় মেগার (Bengali Serial) পথচলা শেষ হয়েছে। এমনই একটি ধারাবাহিক হল ‘নবাব নন্দিনী’ (Nabab Nandini)। ৮ মাস দর্শকদের বিনোদনের রসদ জোগানোর পর শেষ হয় এই মেগার সফর। টিআরপি তালিকায় তেমন কামাল না দেখাতে পারার জন্য অকালে কপাল পুড়েছিল রেজওয়ান রব্বানি শেখ এবং ইন্দ্রাণী পালের (Indrani Paul) ধারাবাহিকের।
‘নবাব নন্দিনী’র রেটিং খুব একটা আকর্ষণীয় না হলেও রেজওয়ান এবং ইন্দ্রাণীর রসায়ন নজর কেড়েছিল দর্শকদের। ‘নবাব’ এবং ‘নন্দিনী’ রূপে অল্প সময়েই তাঁরা স্থান করে নিয়েছিলেন প্রত্যেকের মনে। কিন্তু ধারাবাহিক চলার জন্য নায়ক-নায়িকার রসায়নের থেকে বেশি জরুরি হল টিআরপি (TRP)। রেটিং তেমন ভালো না হওয়ায় তাই অসময়েই শেষ হয়ে যায় ‘নবাব নন্দিনী’র সফর।
এই সিরিয়াল শেষ হওয়ার পর বেশ কয়েকমাস কেটে গেলেও ইন্দ্রাণীকে ছোটপর্দায় দেখা যায়নি। ইতিমধ্যেই বহু জনপ্রিয় টেলি অভিনেত্রী নায়িকা কিংবা সাইড রোলে কামব্যাক করলেও দেখা যায় “নবাব নন্দিনী’ নায়িকাকে। মাঝেমধ্যে তাঁর কামব্যাকের খবর শোনা গেলেও, পরে জানা গিয়েছে সেসব খবর আদতে ভুয়ো। কিন্তু কেন টেলি দুনিয়া থেকে মুখ ফিরিয়ে রেখেছেন অভিনেত্রী?
জেসমিন রায়, রুকমা রায় থেকে শুরু করে সোহিনী গুহ রায়, প্রিয়া মণ্ডল- বাংলা টেলিভিশনের একাধিক জনপ্রিয় অভিনেত্রী পুরনো সিরিয়াল শেষ হওয়ার পর নতুন ধারাবাহিকের হাত ধরে কামব্যাক করেছেন। তবে স্টার জলসা কিংবা জি বাংলা নয় কালার্স বাংলা-সান বাংলার মতো চ্যানেলে দেখা যাচ্ছে তাঁদের।
কিন্তু বাকি টেলি অভিনেত্রীদের সিরিয়াল আসলেও ইন্দ্রাণীকে কেন দেখা যাচ্ছে না ছোটপর্দায়? অনেকদিন ধরেই এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল দর্শকমনে। অবশেষে মিললো সেই উত্তর। অভিনেত্রীর ঘনিষ্ঠমহলকে উদ্ধৃত করে এক সংবাদমাধ্যমে লেখা হয়েছে, ইন্দ্রাণী কম জনপ্রিয় কোনও চ্যানেলের হাত ধরে কামব্যাক করতে চান না। স্টার জলসা, জি বাংলার মতো জনপ্রিয় চ্যানেলের হাত ধরেই ফের ছোটপর্দায় ফিরতে চান তিনি। আর সেই কারণেই সঠিক সুযোগের অপেক্ষায় আছেন ইন্দ্রাণী।