• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ে মিটতেই সতীন হাজির! ফুলকি-রোহিতের সংসারে আগুন লাগাতে এন্ট্রি নিচ্ছে নতুন নায়িকা

Published on:

Zee Bangla,Bengali serial,Phulki,Rohit,Ex wife,Serial,TV serial,Television,Entertainment,Entertainment news,Megha Daw,জি বাংলা,বাংলা সিরিয়াল,ফুলকি,প্রাক্তন স্ত্রী,সিরিয়াল,টেলিভিশন,টিভি সিরিয়াল,মেঘা দাঁ,বিনোদন,বিনোদনের খবর

Zee Bangla Phulki Serial New Character Entry: শুরু থেকেই টিআরপি তালিকায় (TRP List) রাজত্ব করছে জি বাংলার (Zee Bangla) নতুন সিরিয়াল (Bengali Serial) ‘ফুলকি’ (Phulki)। প্রথম সপ্তাহেই প্রাক্তন বেঙ্গল টপার ‘জগদ্ধাত্রী’কে হারিয়ে দিয়েছিল এই ধারাবাহিক। ফুলকি-রোহিতের (Rohit) দুষ্টু-মিষ্টি রসায়ন দারুণ পছন্দ দর্শকদের। এবার এই সিরিয়ালেই আসতে চলেছে একটি বিরাট টুইস্ট। ফুলকি-রোহিতের জীবনে ঝড় তুলতে সিরিয়ালে এন্ট্রি হতে চলেছে রোহিতের প্রাক্তন স্ত্রীয়ের।

মূলত বক্সিংকে কেন্দ্র করে তৈরি হয়েছে ‘ফুলকি’। সিরিয়ালের নায়িকা বক্সার হওয়ার স্বপ্ন দেখে। অপরদিকে নায়ক একসময় বক্সিং করলেও, কোনও একটি ঘটনার কারণে বক্সিং ছেড়ে দেয়। যদিও এখন ধারাবাহিকে বক্সিং ছেড়ে রোহিত-ফুলকির সাংসারিক জীবনের ওপর বেশি ফোকাস করা হয়েছে।

Phulki serial Rohit Phulki marriage photo goes viral

ইতিমধ্যেই সাত পাকে বাঁধা পড়েছে রোহিত এবং ফুলকি। বিয়ের পর থেকেই ফুলকির জীবনে নানান রকম ওঠাপড়া আসছে। অনেকেই চায়, রোহিত-ফুলকির সংসার ভেঙে যাক। এবার সেই ইচ্ছাই মনে হয় পূরণ হতে চলেছে। কারণ শোনা যাচ্ছে, শীঘ্রই সিরিয়ালে এন্ট্রি নিতে চলেছে রোহিতের প্রাক্তন স্ত্রী। সেই চরিত্রে আবার দেখা যাবে জি বাংলারই এক জনপ্রিয় নায়িকাকে।

‘ফুলকি’ যারা নিয়মিত দেখেন তাঁরা জানেন, রোহিতের আগেও একবার বিয়ে হয়েছিল। কিন্তু বক্সিং সম্পর্কিত কোনও একটি স্ক্যান্ডেলে জড়িয়ে পরায় রোহিতের স্ত্রী শালিনী তাঁকে ছেড়ে চলে যায়। মৃত্যু হয় রোহিতের দাদার। এই ঘটনার জন্য বাড়ির অনেকেই রোহিতের প্রতি অসন্তুষ্ট।

আরও পড়ুনঃ উত্তমকুমারের পর সেরা অভিনেতা, নতুন ‘ব্যোমকেশ’ দেব-র প্রশংসায় পঞ্চমুখ ‘অজিত’ অম্বরীশ

Megha Daw, Megha Daw might enter Phulki as Rohit's ex wife

আরও পড়ুনঃ ফুলশয্যা কাণ্ডের পর জোর করে শারীরিক সম্পর্ক গড়ার চেষ্টা! যোগ্য জবাবে স্বামীর মুখে ঝামা ঘষল শিমূল

তবে এবার এতসময় পর আবার রোহিতের জীবনে ফিরতে চলেছে শালিনী। গুঞ্জন শোনা যাচ্ছে, এই চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ‘পিলু’ ধারাবাহিকের নায়িকা মেঘা দাঁকে। তবে টুইস্টের শেষ এখানেই হয়নি। ধারাবাহিকের গল্পে আরও একটি নতুন মোড় আনতে চলেছেন নির্মাতারা।

শোনা যাচ্ছে, সিরিয়ালে দেখানো হবে, এতদিন ধারাবাহিকে ফুলকির মা-বাবা হিসেবে যাদের দেখানো হয়েছে তাঁরা আসএল ফুলকির আসল মা-বাবা নয়। তাঁরা ফুলকিকে কুড়িয়ে এনে বড় করেছেন। ফুলকি আসলে রোহিতের প্রাক্তন স্ত্রী শালিনীর বোন। অর্থাৎ নিজের শ্যালিকাকেই বিয়ে করেছে রোহিত। সিরিয়ালের এই দুই আসন্ন টুইস্ট রোহিত-ফুলকির সম্পর্ককে কোন মোড়ে এসে দাঁড় করায় সেটাই এবার দেখার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥