• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ফুলশয্যা কাণ্ডের পর জোর করে শারীরিক সম্পর্ক গড়ার চেষ্টা! যোগ্য জবাবে স্বামীর মুখে ঝামা ঘষল শিমূল

Published on:

Zee Bangla,Bengali serial,Kar Kache Koi Moner Kotha,Shimul,Parag,TV serial,Television,Entertainment,Entertainment news,জি বাংলা,বাংলা সিরিয়াল,কার কাছে কই মনের কথা,শিমূল,পরাগ,টিভি সিরিয়াল,টেলিভিশন,বিনোদন,বিনোদনের খবর

জি বাংলার (Zee Bangla) নতুন ধারাবাহিক (Bengali Serial) ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha) নিয়ে দর্শকমহলে চর্চার অন্ত নেই। সিরিয়ালের ট্র্যাক দেখে কেউ বলছেন, একেবারে বাস্তবধর্মী গল্প দেখানো হচ্ছে। কারোর আবার দাবি, শালীনতার মাত্রা অতিক্রম করে ফেলছে। কয়েকদিন আগে ‘মা ছেলের ফুলশয্যা’ দেখিয়ে সমাজমাধ্যমে ব্যাপক ট্রোলড হয়েছিল এই সিরিয়াল।

এবার সেই রেশ কাটতে না কাটতেই আবার ‘কার কাছে কই মনের কথা’র একটি দৃশ্য নিয়ে চর্চা শুরু হয়েছে নেটপাড়ায়। ফুলশয্যার খাটে মা-ছেলের একসঙ্গে শোওয়ার পর এবার ধারাবাহিকে দেখানো হয়েছে, জোর করে শিমূলের (Shimul) সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করার চেষ্টা করছে তাঁর স্বামী  পরাগ (Parag)। এবার এই দৃশ্য দেখে চটে গিয়েছেন দর্শকদের একাংশ।

Kar Kache Koi Moner Kotha, Kar Kache Koi Moner Kotha Shimul and Parag

‘কার কাছে কই মনের কথা’র সাম্প্রতিক পর্বে দেখানো হয়েছে, ফুলশয্যার রাত নষ্ট করার প্রতিশোধ নেবে বলে ঠিক করে শিমূল। একদিকে পরাগ শিমূলের জন্য ঘরে অপেক্ষা করতে থাকে। কিন্তু শিমূল ইচ্ছা করে স্বামীর অপেক্ষার সীমা পার করে ঘরে ঢোকে। এরপর সে বলে, ‘কাল তোমার মা যেমন আমাদের ফুলশয্যার রাতটা নষ্ট করেছিলেন, আজ আমি তেমন তোমার অপেক্ষার রাতটা নষ্ট করে দিলাম’।

স্ত্রীয়ের মুখে একথা শোনার পর জোর করে শিমূলের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করার চেষ্টা করে পরাগ। স্বামীর এই কীর্তি দেখে প্রতিবাদী হয়ে ওঠে শিমূল। পরাগের উদ্দেশে সে প্রশ্ন করে, আগেরদিন রাতে তাঁর পুরুষ সিংহ রূপ আর এই তৃষ্ণা কোথায় ছিল?

Kar Kache Koi Moner Kotha, Kar Kache Koi Moner Kotha Shimul and Parag

শিমূল পরাগকে মুখের ওপর বলে দেয়, ‘মন ছাড়া কারোর শরীর পাওয়া যায় না। আর তুমি যে অসভ্যতা করে চলেছ এরপর আস্তে আস্তে আমার মনটাই মরে গিয়েছে। এরপর তুমি না পাবে আমার মন, আর না পাবে শরীর’।

‘মা-ছেলের ফুলশয্যা’র দৃশ্যের রেশ কাটতে না কাটতেই শিমূলের সঙ্গে জোর করে পরাগের এই শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টাকে অনেকেই ভালো চোখে দেখেননি। দর্শকদের একাংশের দাবি, সিরিয়ালের নাম পরিবর্তন করে ‘কার কাছে কই নষ্টামির কথা’ রাখা হোক।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥