• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

উত্তমকুমারের পর সেরা অভিনেতা, নতুন ‘ব্যোমকেশ’ দেব-র প্রশংসায় পঞ্চমুখ ‘অজিত’ অম্বরীশ

Ambarish Bhattacharya praise Dev: টলিপাড়ার (Tollywood) ব্যোমকেশদের (Byomkesh) তালিকায় শীঘ্রই যুক্ত হতে চলেছে সুপারস্টার দেবের (Dev) নাম। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির এই নামী অভিনেতা এবার শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টিকে বড়পর্দায় ফুটিয়ে তুলতে চলেছেন। এই ছবিতে সত্যান্বেষীর সহকারী অজিতের চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য (Ambarish Bhattacharya)। সম্প্রতি তিনি দেবকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।

দেখতে দেখতে টলিউডে বেশ অনেকটা সময় কাটিয়ে ফেলেছেন দেব। মূলধারার বাণিজ্যিক ছবির নায়ক হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন তিনি। এখন অবশ্য ভিন্ন ধারার ছবির দিকে ঝুঁকছেন অভিনেতা। অভিনয়ের পাশাপাশি প্রযোজনার কাজও সামলাচ্ছেন। টলিউডে এক দশকেরও বেশি সময় কাটিয়ে দেওয়ার পর এবার ব্যোমকেশ বক্সী রূপে দর্শকদের সামনে আসতে চলেছেন তিনি।

   

Dev Byomkesh, Dev as Byomkesh, Byomkesh O Durgo Rahasya

দেব ব্যোমকেশ হচ্ছেন এই খবর সামনে আসা মাত্রই সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং শুরু হয়ে গিয়েছিল। কিন্তু নেতিবাচক মন্তব্যকে পাত্তা না দিয়ে নিজের কাজ করে গিয়েছেন অভিনেতা। তবে ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’র (Byomkesh O Durgo Rahasya) টিজার প্রকাশ্যে আসার পরই দর্শকদের ধারণা অনেকটা বদলেছে। এবার টলিপাড়ার নতুন ব্যোমকেশকে দরাজ সার্টিফিকেট দিলেন তাঁর অজিত তথা অম্বরীশ।

দেবের সঙ্গে এর আগেও কাজ করেছেন অম্বরীশ। তবে অজিত চরিত্রটির গুরুত্ব যে আলাদা তা সকলেরই জানা। এতদিনের অভিজ্ঞতা থেকে অম্বরীশ বলেন, ‘মহানায়ক’ উত্তম কুমারের (Uttam Kumar) পর ব্যোমকেশ হিসেবে দেবই সেরা।

আরও পড়ুনঃ কুটনি ময়ূরীর মুখে ঝামা, রূপের মুখোশ খুলে দেবে মেঘ! মোড়ঘোরানো পর্ব আসছে ‘ইচ্ছে পুতুল’ সিরিয়ালে

Dev Byomkesh, Dev as Byomkesh, Byomkesh O Durgo Rahasya

আরও পড়ুনঃ সিনেমার ভোলাভালা নায়ক, বাস্তবে মদ্যপ! টলিউড থেকে দূরে কেমন আছেন লোকেশ ঘোষ?

দেবের সম্বন্ধে কথা বলার সময় অম্বরীশ বলেন, তিনি নিজের কাজে কখনওই সন্তুষ্ট হন না। প্রত্যেকদিন কিছু না কিছু শেখেন তিনি। পর্দার অজিতের কথায়, তাঁর চেনা জানা এমন অনেক অভিনেতা রয়েছেন যারা আত্মতুষ্টি পর্যায়ে চলে গিয়েছেন। কিন্তু দেব ব্যতিক্রম।

একই সঙ্গে অম্বরীশ এও বলেন, অভিনেতা হিসেবে তাঁর প্রিয় হলেন অনির্বাণ ভট্টাচার্য। তবে ব্যোমকেশ হিসেবে উত্তম কুমারের পর দেবকেই সেরা মনে করেন ছোটপর্দার ‘পটকা’। এবার দেখা যাক, ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ রিলিজের পর দর্শকরাও অম্বরীশের সঙ্গে সহমত হন কিনা।

site