• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মিঠাইয়ের থেকে টুকেই বাড়বে TRP! ‘ফুলকি’র নতুন প্রোমো আসতেই কটাক্ষ দর্শকদের

Published on:

Zee Bangla Bengali serial Phulki is trapped in fire

Phulki New Promo : খুব বেশিদিন হয়নি জি বাংলার (Zee Bangla) পর্দায় নতুন ধারাবাহিক (Bengali Serial) ‘ফুলকি’র (Phulki) পথচলা শুরু হয়েছে। খুব কম সময়ের মধ্যেই দর্শক মনে স্থান করে নিয়েছে এই সিরিয়াল। মুখ্য চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা অভিষেক বসু এবং নবাগতা অভিনেত্রী দিব্যানি মণ্ডল।  ফুলকি এবং রোহিতের দুষ্টুমিষ্টি রসায়ন ভীষণ পছন্দ দর্শকদের।

‘ফুলকি’র নিয়মিত দর্শকরা জানেন, বক্সিং নিয়ে শুরু হয়েছিল এই ধারাবাহিক। তবে এখন বক্সিংয়ের থেকে বেশি সাংসারিক কুটকচালিতে ফোকাস করা হচ্ছে। রুদ্রর চক্রান্তের জেরে প্রায়ই নিত্যনতুন বিপদের মুখে পড়ছে রোহিত-ফুলকি। তবে এবার একেবারে দু’জনকে প্রাণে মারার প্ল্যান কষেছে রুদ্র। ইতিমধ্যেই প্রকাশ্যে এসে গিয়েছে ধারাবাহিকের নতুন প্রোমো (New Promo)।

Phulki, Phulki serial promo

সম্প্রতি জি বাংলার তরফ থেকে ‘ফুলকি’র নতুন প্রোমো শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, রোহিতকে প্রাণে মারার জন্য সুপারস্টোরে আগুন লাগিয়ে দেয় রুদ্র। দাউদাউ করে জ্বলতে থাকা সেই আগুনের মধ্যে ফেঁসে যায় রোহিত। স্বামীর প্রাণ বাঁচাতে আগুনেই ঝাঁপিয়ে পড়ে ফুলকি।

আরও পড়ুনঃ ছোটপর্দা থেকে বড়পর্দায় সুযোগ, জগদ্ধাত্রী ছাড়লেন নায়িকা! মাথায় হাত ভক্তদের

Phulki, Phulki serial, Phulki serial promo

আরও পড়ুনঃ রাজপুত্রের জন্মদিন, ফাঁস হতেই ভাইরাল ইউভানের এলাহী বার্থডে সেলিব্রেশনের ভিডিও

রোহিতকে বাঁচাতে ঘুসি মেরে সুপারস্টোরের একটি কাঁচ ভেঙে ভেতরে ঢোকে ফুলকি। এরপর সেখান থেকে দু’জনের বেরনোর চেষ্টা করে। কিন্তু রোহিত বেরিয়ে গেলেও ভেতরে আটকে পড়ে ফুলকি। তাপ এবং ধোয়ায় আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ে সে। অপরদিকে স্ত্রীয়ের এমন অবস্থা দেখে চিৎকার করে ওঠে রোহিত। সে কি পারবে ফুলকিকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে? আপাতত এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে দর্শকদের মনে।

https://youtu.be/kpWWye9QIys

তবে অনেকে আবার ‘ফুলকি’র এই নতুন প্রোমো দেখে বেশ চটেও গিয়েছেন। দর্শকদের একাংশের দাবি, ফের ‘মিঠাই’য়ের (Mithai) ট্র্যাক কপি করেছে এই সিরিয়াল। আসলে ‘মিঠাই’য়েও একবার দেখানো হয়েছিল, আগুনের মধ্যে আটকে পড়েছে ধারাবাহিকের নায়িকা। এ

বার ‘ফুলকি’তেও সেই একই ট্র্যাক আসছে। আর তা দেখেই ‘ট্র্যাক চুরি’ অভিযোগ তুলেছে দর্শকদের একাংশ। যদিও ‘ফুলকি’ অনুরাগীদের কথায়, দুই সিরিয়ালের ট্র্যাকের মধ্যে মিল রয়েছে তা ঠিক, কিন্তু তাই বলে ‘গল্প চুরি’র অভিযোগ আনা একেবারেই ঠিক নয়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥