• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রাজপুত্রের জন্মদিন, ফাঁস হতেই ভাইরাল ইউভানের এলাহী বার্থডে সেলিব্রেশনের ভিডিও

Published on:

Subhashree Ganguly,Raj Chakraborty,Yuvaan Chakraborty,Birthday,Party,Birthday party,Tollywood,Tollywood news,Batman,শুভশ্রী গঙ্গোপাধ্যায়,রাজ চক্রবর্তী,ইউভান চক্রবর্তী,জন্মদিন,পার্টি,জন্মদিনের পার্টি,টলিউড,ব্যাটম্যান,টলিউডের খবর,Yuvaan Chakraborty birthday,ইউভান চক্রবর্তীর জন্মদিন

Yuvaan Chakraborty Birthday : বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির (Tollywood) জনপ্রিয় স্টারকিডদের মধ্যে একজন হল ইউভান চক্রবর্তী (Yuvaan Chakraborty)। ইন্ডাস্ট্রির ‘পাওয়ার কাপল’ রাজ চক্রবর্তী (Raj Chakraborty) এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhashree Ganguly) একমাত্র ছেলে নেটিজেনদের নয়নের মণি। বয়স সবে ৩। কিন্তু ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তাঁর ফ্যান ফলোয়িং দেখার মতো। সম্প্রতি ধুমধাম করে পালিত হল সেই ইউভানের জন্মদিন (Birthday)

দেখতে দেখতে জীবনের তিনটি বসন্ত পার করে ফেলল ইউভান। মঙ্গলবার ছিল ‘রাজশ্রী’র ছেলের তৃতীয় জন্মদিন (Yuvaan Chakraborty Birthday)। সকাল থেকেই আয়োজন চলছিল চক্রবর্তী বাড়িতে। সোশ্যাল মিডিয়ায় বইছিল শুভেচ্ছার বন্যা। ছেলের জন্মদিন প্রসঙ্গে রাজ এক নামী সংবাদমাধ্যমের কাছে বলেছিলেন, ইউভানের স্কুলের বন্ধুবান্ধব আসবে। তাদের সঙ্গে ছেলে কেক কাটবে। ব্যস, এটুকুই।

Raj Chakraborty Subhashree Ganguly and Yuvaan Chakraborty, Yuvaan Chakraborty birthday

তবে রাজ-পুত্রের জন্মদিনের পার্টি যে অতটাও ছিমছাম ছিল না, তা দেখা গেল ছবি-ভিডিওতেই। ইনস্টাগ্রামে পার্টির বেশ কিছু ছবি-ভিডিও শেয়ার করেছেন রাজ-শুভশ্রী। সেখানেই দেখা গিয়েছে, ইউভানের প্রিয় ব্যাটম্যান (Batman) থিমে সাজানো হয়েছিল গোটা পার্টি। ইউভান এবং তার মা-বাবাও ‘ড্রেস কোড’ মেনে সেজে উঠেছিলেন কালো রঙের পোশাকে।

আরও পড়ুনঃ খালি গলায় কিশোর কুমারের গান, খরাজ মুখার্জীর কণ্ঠের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা

Raj Chakraborty Subhashree Ganguly and Yuvaan Chakraborty, Yuvaan Chakraborty birthday

আরও পড়ুনঃ জাতীয় মঞ্চেও বাঙালির জয়! রইল হিন্দি ‘ সারেগামাপা’র ১২ জনের মধ্যে ৬ বাঙালি শিল্পীর তালিকা

ইউভানের জন্মদিনের কেক থেকে শুরু করে পার্টির থিম, সব কিছুতে ছিল ‘ব্যাটম্যান টাচ’। বার্থডে বয় ধরা দিয়েছিল ব্যাটম্যান রূপে। সেই সঙ্গেই ডান্স ফ্লোরে এসেছিল ক্যাপ্টেন আমেরিকা, স্পাইডারম্যান, হাল্করাও। অন্তঃসত্ত্বা অবস্থাতেও ছেলের সঙ্গে তাল মেলাতে দেখা গিয়েছিল শুভশ্রীকে। জানা গিয়েছে, পার্টিতে ছিল ফুচকা সহ আরও নানান ধরণের খাওয়াদাওয়ার ব্যবস্থা।


ছেলের জন্মদিনের আয়োজন প্রসঙ্গে রাজ এক জনপ্রিয় সংবাদমাধ্যমের কাছে বলেছিলেন, ‘তেমন ধুমধাম করার কোনও আমাদের পরিকল্পনা নেই। আবাসনে ইউভানের কিছু বন্ধু থাকে, তারা আসবে। পাশাপাশি ওর স্কুলের বন্ধুদেরও আসার কথা আছে। বন্ধুদের সঙ্গে বিকেলে ও কেক কাটবে। ব্যস, এটুকুই’। প্রসঙ্গত, শীঘ্রই চক্রবর্তী পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। শুভশ্রী সাত মাসের অন্তঃসত্ত্বা। আপাতত ইউভানের খেলার সঙ্গী আসার অপেক্ষাতেই দিন গুনছে চক্রবর্তী এবং গঙ্গোপাধ্যায় পরিবারের সকলে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥