• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ছোটপর্দা থেকে বড়পর্দায় সুযোগ, জগদ্ধাত্রী ছাড়লেন নায়িকা! মাথায় হাত ভক্তদের

Published on:

Jagaddhatri serial Koushiki AKA Rupsha Chakraborty will be seen in Dev starrer Pradhan movie

বাংলা টেলিভিশনের অত্যন্ত পরিচিত মুখ হলেন রূপসা চক্রবর্তী (Rupsha Chakraborty)। একাধিক হিট বাংলা সিরিয়ালে (Bengali Serial) তাঁকে দেখেছেন দর্শকরা। পার্শ্বচরিত্রে তুখোড় অভিনয় করে বারবার দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি। এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) টপার ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’তে (Jagaddhatri) অভিনয় করছেন তিনি। দর্শকমহলে এখন তাঁর পরিচিতি ‘কৌশিকী’ (Koushiki Mukherjee) নামেই বেশি।

অঙ্কিতা মল্লিক, সৌম্যদীপ মুখোপাধ্যায় অভিনীত ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকটির জনপ্রিয়তা দর্শকমহলে দেখার মতো। গোয়েন্দা কাহিনী ভিত্তিক এই সিরিয়ালের অন্যতম আকর্ষণ হলেন রূপসা। জ্যাস এবং কৌশিকীর (Koushiki) যুগলবন্দি দেখতে ভীষণ পছন্দ করেন দর্শকরা। এবার সেই কৌশিকী তথা রূপসা শীঘ্রই নতুন অধ্যায় শুরু করতে চলেছেন।

Rupsha Chakraborty, Rupsha Chakraborty will be seen in Pradhan movie

রূপসাকে অতীতে বহু জনপ্রিয় মেগায় অভিনয় করতে দেখেছেন সিরিয়ালপ্রেমী মানুষরা। একাধিকবার ননদ-বৌদি চরিত্রে অভিনয় করে তাক লাগিয়েছেন তিনি। তবে এবার সম্পূর্ণ ভিন্ন রূপে দর্শকদের সামনে হাজির হতে চলেছেন পর্দার কৌশিকী। কেরিয়ারের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তিনি। যদিও নতুন অধ্যায় বলা ভুল হবে, কারণ অতীতেও বহুবার বড়পর্দায় কাজ করেছেন তিনি।

আরও পড়ুনঃ রাজপুত্রের জন্মদিন, ফাঁস হতেই ভাইরাল ইউভানের এলাহী বার্থডে সেলিব্রেশনের ভিডিও

ছোটপর্দার এই জনপ্রিয় অভিনেত্রী শীঘ্রই বড়পর্দায় হাজির হতে চলেছেন। ‘জগদ্ধাত্রী’তে কাজ করতে করতেই ফের সিনেদুনিয়ায় কাজের সুযোগ এসেছে রূপসার কাছে। এখন নিশ্চয়ই ভাবছেন, কোন ছবিতে দেখা যাবে তাঁকে? তাহলে বলে রাখি, টলি সুপারস্টার দেবের (Dev) আগামী ছবি ‘প্রধান’এ (Pradhan) অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে।

আরও পড়ুনঃ মেঘকে জ্বালাতে নতুন নাটক! নীল-ময়ূরীর বেহায়াপনা দেখে ছি ছি করছে নেটপাড়া

Rupsha Chakraborty, Rupsha Chakraborty will be seen in Pradhan movie

দেবের এই ছবির হাত ধরেই বড়পর্দায় ডেবিউ করতে চলেছেন ‘মিঠাই’ নায়িকা সৌমিতৃষা কুণ্ডু। বর্তমানে উত্তরবঙ্গে চুটিয়ে শ্যুটিং করছে টিম ‘প্রধান’। তবে দেব ছাড়াও এই সিনেমায় দেখা যাবে টলিউডের আর এক জনপ্রিয় অভিনেতা সোহম চক্রবর্তীকেও। একটি নামী সংবাদমাধ্যমে প্রকাশীত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ‘প্রধান’এ সোহমের দিদির চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ‘কৌশিকী’ থুড়ি রূপসাকে। তবে তাই বলে ছোটপর্দাকে বিদায় জানাচ্ছেন না তিনি। ‘জগদ্ধাত্রী’তেও থাকবেন রূপসাকে। তবে অভিনেত্রীর কেরিয়ারের নিরিখে ‘প্রধান’ যে একটি বিরাট মাইলফলক হতে চলেছে তা বেশ পরিষ্কার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥