• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সতীন এন্ট্রি নিতেই স্বামী-স্ত্রী থেকে বাবা-মেয়ে! রোহিত-ফুলকির নতুন রূপ দেখে অবাক দর্শকেরা

Published on:

Zee Bangla Bengali serial Phulki fame Abhishek Bose and Divyani Mondal became father daughter

খুব বেশিদিন হয়নি জি বাংলার (Zee Bangla) পর্দায় ‘ফুলকি’র (Phulki) পথচলা শুরু হয়েছে। প্রথমদিন থেকেই টিআরপি তালিকায় ছক্কা হাঁকাচ্ছে এই সিরিয়াল। নবাগতা অভিনেত্রী দিব্যানি মণ্ডল (Divyani Mondal) এবং অভিষেক বসু (Abhishek Bose) অভিনীত এই মেগার জনপ্রিয়তা দর্শকমহলে দেখার মতো। রোহিত-ফুলকির দুষ্টুমিষ্টি রসায়ন দেখতে ভীষণ পছন্দ করেন সকলে।

‘ফুলকি’র নিয়মিত দর্শকরা জানেন, পরিস্থিতির চাপে বাধ্য হয়ে সাত পাকে বাঁধা পড়েছিল রোহিত এবং ফুলকি। যদিও বিয়ের পর আস্তে আস্তে কাছাকাছি আসতে শুরু করেছিল দু’জনে। স্বামীর জন্মদিনে ফুলকি নিজের হাতে তাকে পায়েস খাওয়াতে যাবে ঠিক তখন এন্ট্রি হয় শালিনীর। প্রাক্তন স্ত্রীকে চোখের সামনে দেখে অবাক হয়ে যায় রোহিত (Rohit)। আর সতীনের এন্ট্রি হতে না হতেই এবার বদলে গেল রোহিত-ফুলকির সম্পর্কের সমীকরণ!

Phulki serial Rohit and Phulki, Abhishek Bose and Divyani Mondal

স্বামী-স্ত্রী থেকে বাবা-মেয়ে হয়ে গেল রোহিত-ফুলকি!

‘ফুলকি’তে সদ্য দেখানো হয়েছে, রোহিতের জীবনে ফিরে এসেছে তার প্রাক্তন স্ত্রী। আর শালিনী ফেরা মাত্রই স্বামী-স্ত্রী থেকে বাবা-মেয়ে হয়ে গিয়েছে রোহিত-ফুলকি। না চমকে উঠবেন না। কারণ ধারাবাহিকে এমনটা দেখানো হবে না। বরং চলতি বছর জি বাংলার মহালয়ায় এমনটা দেখতে পাবেন আপনি।

আরও পড়ুনঃ তোমার মা হওয়ার দায় ডাক্তারবাবুর নয়! দীপার ধমক শুনেই সন্তানের অধিকার দাবি মিশকার

Phulki serial Rohit and Phulki, Abhishek Bose and Divyani Mondal

আরও পড়ুনঃ মেয়ের মৃত্যুর দুমাসের মাথায় ছাদনা তলায় কাবো! ‘সারেগামাপা’ প্রতিযোগীর ভিডিও দেখে শোরগোল নেটপাড়ায়

কীভাবে বদলাল রোহিত-ফুলকির সম্পর্ক?

আসলে চলতি বছর মহালয়ায় মা লক্ষ্মীর চরিত্রে দেখা যাবে ‘ফুলকি’ নায়িকা দিব্যানিকে। অপরদিকে মহাদেবের চরিত্রে অভিনয় করছেন ‘রোহিত’ অভিনেতা অভিষেক। তাই সেদিক থেকে দেখলে, শিব-পার্বতীর কন্যা হল মা লক্ষ্মী। অর্থাৎ রিল লাইফ স্বামী-স্ত্রীকেই এবার বাবা-মেয়ের চরিত্রে দেখতে চলেছেন দর্শকরা। ইতিমধ্যেই প্রকাশ্যে এসে গিয়েছে দিব্যানি-অভিষেকের লুক।


প্রসঙ্গত, চলতি বছর জি বাংলার মহালয়ায় মা দুর্গা হিসেবে দেখা যাবে ‘জগদ্ধাত্রী’ নায়িকা অঙ্কিতা মল্লিককে। এছাড়াও দেবীর আরও নানান রূপে ধরা দেবে চ্যানেলের বাকি ধারাবাহিকের নায়িকাদের। ফুলকি, শিমুল থেকে শুরু করে পর্ণা, গৌরী- দেবী রূপে সকলের লুক ইতিমধ্যেই প্রকাশ্যে এসে গিয়েছে। আপাতত মহালয়ার দিন সম্পূর্ণ অনুষ্ঠান দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥