• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মেয়ের মৃত্যুর দুমাসের মাথায় ছাদনা তলায় কাবো! ‘সারেগামাপা’ প্রতিযোগীর ভিডিও দেখে শোরগোল নেটপাড়ায়

Updated on:

Albert Kaboo Lepcha,Marriage,Puja Chetri,SaReGaMaPa,Singer,Music,Reality show,Zee TV,Promo,অ্যালবার্ট কাবো লেপচা,বিয়ে,পূজা ছেত্রী,সারেগামাপা,গায়ক,সঙ্গীত,রিয়্যালিটি শো,জি টিভি,প্রোমো,Entertainment,Entertainment news,Bangla khobor,Albert Kaboo Lepcha marriage,Albert Kaboo Lepcha wife,Albert Kaboo Lepcha Puja Chetri,বিনোদন,বিনোদনের খবর,বাংলা খবর,অ্যালবার্ট কাবো লেপচার বিয়ে,অ্যালবার্ট কাবো লেপচার স্ত্রী,অ্যালবার্ট কাবো লেপচা পূজা ছেত্রী

নিজের সুরেলা কণ্ঠে জি বাংলার ‘সারেগামাপা’র (SaReGaMaPa) মঞ্চে ঝড় তুলেছিলেন অ্যালবার্ট কাবো লেপচা (Albert Kaboo Lepcha)। বাংলা কাঁপিয়ে কালিম্পংয়ের এই ট্যুরিস্ট গাইড এখন পৌঁছে গিয়েছেন জাতীয় স্তরে। নিজের তুখোড় গায়কীর মাধ্যমে দর্শকদের পাশাপাশি জয় করে নিয়েছেন বিচারকদের মন। সম্প্রতি সেই শোয়ের মঞ্চে ফের সাত পাকে বাঁধা পড়লেন গায়ক।

গত সপ্তাহেই রোম্যান্টিক হিন্দি গান গেয়ে ‘সারেগামাপা’র মঞ্চে ঝড় তুলেছিলেন এই বঙ্গ তনয়। কাবোর গলায় ‘আপনা বানা লে’ গানটি শুনে নিজের আসন ছেড়ে মঞ্চে উঠে এসেছিলেন স্বয়ং অনু মালিক। সম্প্রতি জি টিভির (Zee TV) তরফ থেকে শোয়ের একটি নতুন প্রোমো (Promo) শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, শোয়ের মঞ্চেই ফের বিয়ে করছেন কাবো।

Albert Kaboo Lepcha marriage, Albert Kaboo Lepcha SaReGaMaPa, Albert Kaboo Lepcha and Puja Chetri

কার সঙ্গে সাত পাক ঘুরলেন কাবো?

হিন্দি ‘সারেগামাপা’র অডিশন দিতে গিয়ে কেঁদে ফেলেছিলেন বাংলার এই গায়ক। চোখের জল মুছতে মুছতে বলেছিলেন, সদ্য মেয়েকে হারিয়েছেন তিনি। সেই জন্য এই বছর শোয়ে আসার বিশেষ ইচ্ছে ছিল না তাঁর। যদিও শেষ অবধি স্ত্রী পূজার (Puja Chetri) কথায় সন্তানশোক বুকে চেপে ‘সারেগামাপা’র অডিশন দিতে আসেন কাবো। আসন্ন পর্বে দেখা যাবে, ‘সারেগামাপা’র মঞ্চে ফের পূজার সঙ্গেই কাবোর বিয়ে (Marriage) দিচ্ছেন জনপ্রিয় পরিচালক সুরজ বরজাতিয়া।

আরও পড়ুনঃ পূজিত হন দেবীরূপে, লতা মঙ্গেশকরের নাম মন্দির বানিয়ে চমকে দিলেন ভক্ত, রইল ঠিকানা

মেয়ের প্রয়াণের দুমাসের মাথায় বিয়ে করলেন কাবো

গত জুলাই মাসে ৮ মাসের কন্যা এভিলিনকে হারান কাবো এবং পূজা। মেয়েকে হারিয়ে দু’জনেই প্রচণ্ড ভেঙে পড়েছিলেন। তবে এবার মেয়ের মৃত্যুর দু’মাসের মাথায় ‘সারেগামাপা’র মঞ্চে ফের নতুন ভাবে জীবন শুরু করলেন তাঁরা। বিচারক, সহ প্রতিযোগীদের সাক্ষী রেখে ফের গাঁটছড়া বাঁধলেন কাবো এবং পূজা।

আরও পড়ুনঃ একটা-দুটো নয়, মহালয়ায় দেখা দেবেন তিন মহাদেব, কোন চ্যানেলে কে? রইল পর্দার শিবেদের আসল পরিচয়

Albert Kaboo Lepcha marriage, Albert Kaboo Lepcha SaReGaMaPa, Albert Kaboo Lepcha and Puja Chetri

জি টিভির তরফ থেকে শেয়ার করা ভিডিওয় দেখা যাচ্ছে, সাদা রঙের শেরওয়ানি পরে রয়েছেন কাবো। মাথায় বাঁধা গোলাপি রঙের পাগড়ি। অপরদিকে পূজার পরনে রয়েছে ম্যাচিং লেহেঙ্গা। প্রথমে দু’জন মালা বদল করেন। এরপর সাত পাক ঘোরেন।

মঞ্চে দাঁড়িয়েই কাবো এবং পূজার বিয়ে দেখেন সুরজ বরজাতিয়া সহ বাকি প্রতিযোগীরা। নবদম্পতির দিকে ফুলও ছুঁড়তে দেখা যায় তাঁদের। বিয়ের সময় সুরজ বরজাতিয়াকে বলেন, ‘বেদির চারপাশে তো সবাই ঘোরে। কিন্তু জীবনের আগুনে জ্বলে যে সম্পর্ক সফল হয় সেটাই হল আসল বিয়ে’। কাবোর জীবনের প্রতিটি লড়াইয়ে পাশে থেকেছেন পূজা। শক্ত করে ধরে রেখেছেন স্বামীর হাত। তাঁদের জীবনের এই নতুন শুরু শুভ হোক এই কামনা রইল আমাদের তরফ থেকে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥