• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

তোমার মা হওয়ার দায় ডাক্তারবাবুর নয়! দীপার ধমক শুনেই সন্তানের অধিকার দাবি মিশকার

এমনি এমনিই বেঙ্গল টপার হয়না স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। এই সিরিয়ালে এখন প্রতিদিনই চলছে একের পর এক ধামাকা এপিসোড। এতদিনের অপেক্ষার পর দর্শকরা তাঁদের মনের মতো পর্ব দেখছেন এই সিরিয়ালে। অবশেষে সূর্যের সামনে খুলে গিয়েছে মিশকার (Mishka) আসল চেহারা। দেখা গিয়েছে মান অভিমান ভুলে সবেমাত্র কাছাকাছি এসেছিল সূর্য-দীপা।

ঠিক তখনই সেনগুপ্ত বাড়িতে এসে বোমা ফাটিয়ে মিশকা জানায় সে সূর্যের সন্তানের মা হতে চলেছে। যদিও মিশকার দেখানো কাগজের প্রমাণ দেখেও দীপা মানতে নারাজ তার ডাক্তারবাবু এমন কিছু করেছেন। দীপা খুব ভালো করেই জানে, মিশকা কতটা নিচে নামতে পারে। তাই সে নিশ্চিত এটাও মিশকার কোন নতুন নোংরা খেলা। এবার আগামী পর্বে দেখা যাবে মিশকা সত্যিই প্রেগন্যান্ট কিনা তা জানার জন্য দীপা শিবানী বৌদিকে নিয়ে মিশকার বাড়ি যাবে।

   

Deepa will slaps Mishka as she claims she is carrying Surjo's Baby

এদিন দীপা মিশকাকে খুব ভালো করে বুঝিয়ে দিয়ে আসবে সে যতই চেষ্টা করুক না কেন সূর্যকে পাওয়া তো দূরের কথা সে নিজের নোংরা উদ্দেশ্যে কোনো ভাবেই  সফল হবে না। এদিন দীপা মিশকার গায়ে হাত পর্যন্ত তুলতে গিয়েছিল। কিন্তু তখন তাকে থামিয়ে দিয়েছিল শিবানী বৌদি।

আরও পড়ুনঃ ভুল বুঝতে পেরে ক্ষমাপ্রার্থী নীল! এবার কি করবে ময়ূরী? ফাঁস ‘ইচ্ছে পুতুল’র বিচ্ছেদ স্পেশাল পর্ব

তবে এদিন দীপা, মিশকাকে বলে আসবে হাজারটা প্রমাণ কেন স্বয়ং ভগবান এসে বললেও সে কিছুতেই বিশ্বাস করবে না যে তার ডাক্তারবাবু এমন কোন কাজ করেছেন। কিন্তু এদিন হাতে কোন প্রমাণ না থাকায় এদিনের মতো মিশকার বাড়ি থেকে বেরিয়ে আসবে দীপা। এরপরে দেখা যাবে যে ডাক্তার বেআইনিভাবে মিশকাকে সাহায্য করেছেন তিনি এসে তার বাকি টাকাটা চাইবেন।

আরও পড়ুনঃ ‘এক্কা দোক্কা’ শেষ হতেই সুখবর! নতুন নায়কের সাথে কামব্যাক করছেন সোনামণি, উচ্ছসিত ভক্তরা

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,মিশকা,Mishka,আসন্ন পর্ব,Upcoming Episode

কিন্তু মিশকা তাকে ধমক দিয়ে চুপ করিয়ে দেবে এবং বলবে যে যদি সে আর টাকা চায় তাহলে তাকে জ্যান্ত পুঁতে দেবে। অন্যদিকে দীপা কিছুতেই বুঝতে পারছে না মিশকা এত বড় একটা ষড়যন্ত্র করছে কীসের ভিত্তিতে? কিভাবে সে প্রেগনেন্ট হয়ে সূর্যের নামে দোষ দিচ্ছে? তাই এখন দর্শকদের মনেও একটাই প্রশ্ন তা হল মিশকার মা হওয়ার আসল সত্যিটা কিভাবে সকলের সামনে আসবে?