• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রোহিতকে কষ্ট দেওয়া! ভাঙা কাঁচের বোতল নিয়ে শালিনীকে তাড়া ফুলকির, টিভির আগে ফাঁস ধুন্ধুমার পর্ব

জি বাংলার (Zee Bangla) ‘ফুলকি’ (Phulki) ধারাবাহিকটি (Bengali Serial) এখন বেশ জমে উঠেছে। শুরু হয়েছে খুব বেশিদিন না হলেও ইতিমধ্যেই দর্শকমনে পাকাপাকি স্থান করে নিয়েছে রোহিত-ফুলকিরা। টিআরপি তালিকাতেও এই মেগার স্থান প্রথম সারিতেই। রোহিতকে নিয়ে ফুলকি-শালিনীর দড়ি টানাটানি দেখতে বেশ উপভোগ করছেন দর্শকরা।

‘ফুলকি’র নিয়মিত দর্শকরা জানেন, সিরিয়ালের নায়িকা হার না মানা লড়াকু একটি মেয়ে। বক্সিং এবং রোহিতকে (Rohit) ঘিরেই আবর্তিত হয় তার জীবন। ধারাবাহিকে বর্তমানে দেখানো হচ্ছে, আচমকাই রোহিতের জীবনে ফিরে এসেছে তার প্রাক্তন স্ত্রী শালিনী (Shalini)। যদিও রোহিতকে ভালোবেসে কাছে পাওয়ার জন্য নয়, বরং রুদ্রর সঙ্গে চক্রান্ত করে রোহিত-ফুলকির সংসার ভাঙার জন্যই আবার ফিরে এসেছে সে।

   

Phulki serial new promo

নিজের লক্ষ্য পূরণ করতে ফুলকিকে বিপদের মুখে ঠেলে দিতেও দ্বিধাবোধ করে না শালিনী। যদিও ফুলকি সেই বিপদ কাটিয়ে এখন অনেকটা সুস্থ হয়ে উঠছে। শুধু তাই নয়, এরপর আস্তে আস্তে কাছাকাছি আসতে শুরু করেছে ফুলকি-রোহিত। প্রাক্তন স্ত্রীকে ভুলে একটু একটু করে ফুলকিকে ভালোবাসতে শুরু করেছে রোহিত। আর সেটাই সহ্য করতে পারছে না শালিনী।

আরও পড়ুনঃ ‘সন্ধ্যাতারা’য় জব্বর টুইস্ট, লক্ষীপূজোর পরেই ফিরছে সন্ধ্যার হারানো দিদি! ফাঁস নতুন অভিনেত্রীর নাম

ধারাবাহিকের আসন্ন পর্বে দেখতে পাবেন, প্রাক্তন স্ত্রীয়ের কার্যকলাপ দেখে ভীষণ কষ্ট পায় রোহিত। আর সেটা দেখেই মাথার তার কেটে যায় ফুলকির। শালিনীকে মারার জন্য ভাঙা কাঁচের বোতল হাতে তার পিছনে ছুটতে থাকে সে। ফুলকি রুদ্ররূপ ধারণ করেছে দেখে প্রাণপনে রাস্তা দিয়ে দৌড়তে থাকে শালিনী।

আরও পড়ুনঃ নামেই নায়ক! অত্যাচারী চরিত্রের দৌলতে হিরো হয়েও দর্শকদের নজরে ভিলেন এই ৪ টেলি অভিনেতা

Phulki serial Rohit and Shalini

কুটনি শালিনীকে শায়েস্তা করতে ফুলকি যে পন্থা অবলম্বন করেছে তা বেশ ভালোলেগেছে দর্শকদের। স্বামীকে কষ্ট দেওয়ায় সতীনকে জব্দ করতে রীতিমতো রুদ্ররূপ ধারণ করেছে সে। বাংলা সিরিয়ালের অন্য নায়িকাদের মতো মুখ বুজে সব অন্যায় সহ্য না করে ফুলকি যেভাবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায় সেটা দেখতে ভীষণ পছন্দ করে সকলে। ফুলকির আগুন এভাবেই জ্বলতে থাকুক, সেটাই কামনা প্রত্যেকের।