• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘সন্ধ্যাতারা’য় জব্বর টুইস্ট, লক্ষীপূজোর পরেই ফিরছে সন্ধ্যার হারানো দিদি! ফাঁস নতুন অভিনেত্রীর নাম

স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় সিরিয়ালের (Serial) তালিকায় রয়েছে ‘সন্ধ্যাতারা’ (Sandhyatara) সিরিয়ালটি। বোনের জন্য আরেক বোনের আত্মত্যাগের গল্প। শুরুতেই দর্শকদের নজর কেড়েছিল এই গল্প। তবে দর্শকমহলে সমালোচনাও কম হয়নি উক্ত সিরিয়ালটিকে ঘিরে। একাংশ দর্শক মনে করেছিলেন তারা হয়ত পরবর্তীকালে দিদির সংসারে ভিলেন হবে। তবে গল্পের গতিবিধি তা ভুল প্রমান করেছে। তারা দিদির সতীন হয়ে উঠতে চায়নি। বরং কিভাবে দিদির সংসার সুখের করে তোলা যায় সেই চেষ্টায় ব্রতী।

এক অন্যরকম পরিস্থিতিতে পরে আকাশনীল মায়ের কথা রাখতে সন্ধ্যাকে বিয়ে করে। কিন্তু তার মন বাঁধা আছে কেবল তারার কাছে। আর অন্যদিকে তারা যখন জানতে পারে তার দিদির জন্য আকাশনীলের সন্মন্ধ এসেছে। আর সন্ধ্যা এক দেখাতেই আকাশকে ভালোবেসে ফেলেছে। তারা দিদির সুখ কেড়ে নিতে চায়নি। বলতে চেয়েও নিজের মনের কথা লুকিয়ে নিয়েছে মা সমান দিদির কাছ থেকে।

   

Star Jalsha Bengali serial Sandhyatara special two episode promo is out now

সন্ধ্যা তারার জন্য মায়ের সমান সে যেমন বোনের জন্য সব করতে পারে। তারাও তার দিদি সন্ধ্যার জন্য সব কিছু করতে পারে। তাই নিজের ভালোবাসার মানুষকে দিদির হতে দেখেও চুপিসারে সরে গিয়েছিল তাদের জীবন থেকে। সম্প্রতি, আকাশনীল সব সত্যিটা জানতে পেরেছে আর তারাকে নিজের যন্ত্রনাটা দেখাতে না পেরে এক অন্যরকম খেলায় মেতেছে।

আরও পড়ুনঃ নামেই নায়ক! অত্যাচারী চরিত্রের দৌলতে হিরো হয়েও দর্শকদের নজরে ভিলেন এই ৪ টেলি অভিনেতা

তারার সামনে আকাশ প্রমান করতে চায় সন্ধ্যা তার কাছে কখনই ভালো থাকবেনা। কিন্তু আকাশ যে সন্ধ্যাকে কখন ভালোবাসতে শুরু করেছে তা সে নিজেও বুঝতে পারেনি। তবে সেই ভালোবাসা চোখ এড়ায়নি তারার। সে হিংসা না করে গোপনে আকাশকে সন্ধ্যার প্রতি তার ভালোবাসা উপলব্ধি করতে সাহায্য করে চলেছে। যা আকাশ এখনও বোঝেনি।

আরও পড়ুনঃ বোনের কপালে দিলাম ফোঁটা! বোনফোঁটা উদযাপন করতেই পর্দার ‘লাবণ্য’ রূপাঞ্জনার প্রশংসা নেটিজেনদের

Sandhyatara Serial Sandhya Mess Bhog Cooking

সম্প্রতি, ধারাবাহিকের জনপ্রিয়তায় একটু ভাঁটা পড়েছে। তাই ষ্টুডিও পাড়ার সূত্রের খবর অনুযায়ী, শোনা যাচ্ছে খুব শীঘ্রই এক নতুন চরিত্রের এন্ট্রি হতে চলেছে ধারাবাহিকে। সেই চরিত্র হবে সন্ধ্যা-তারাদের আরেক বড় বোন। তাকে দিয়েই গল্পে নতুন টুইস্ট আনা হবে।

আর এই চরিত্রে দেখা যাবে টলিপাড়ার এক জনপ্রিয় অভিনেত্রী সোনালী চৌধুরীকে। যাকে শেষ দেখা গিয়েছিল জি বাংলার ‘বোধিসত্বের বোধবুদ্ধি’ সিরিয়ালে। তবে এই খবর কতটা সত্যি সেটা আগামী পর্ব দেখলেই জানা যাবে।