• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নামেই নায়ক! অত্যাচারী চরিত্রের দৌলতে হিরো হয়েও দর্শকদের নজরে ভিলেন এই ৪ টেলি অভিনেতা

বাংলা টেলিভিশনে এমন অনেক চরিত্র (Bengali Serial Actor) আছে যা দর্শকদের দু’চোখের বিষ। বিশেষত, নায়িকার জীবন অতিষ্ঠ করে তোলা ভিলেনদের যেমন একেবারেই পছন্দ নয় দর্শকদের। তবে শুধু খলনায়ক-খলনায়িকাই (Villain) নয়, বাংলা টেলিভিশনে এমন অনেক নায়কও (Hero) আছেন যারা দর্শকদের দু’চোখের বিষ। বৌকে অবিশ্বাস করে, বৌ জ্বালিয়ে প্রায়শয়ই দর্শকদের রোষের মুখে পড়েন তাঁরা। আজকের প্রতিবেদনে এমনই কয়েকজন টেলি নায়কের নাম তুলে ধরা হল।

সূর্য (Surjya) : ‘অনুরাগের ছোঁয়া’র (Anurager Chhowa) সূর্যর নাম তালিকায় সবার প্রথমে রয়েছে। প্রিয় বান্ধবী মিশকাকে বিশ্বাস করে বছরের পর বছর ধরে দীপাকে ভুল বুঝেছে সূর্য। সব ভুল বোঝাবুঝি মিটিয়ে যখন দু’জনের মিল হয়, তখন প্রেগন্যান্ট হয়ে নতুন ঝড় তোলে মিশকা। সদ্য সূর্যর সন্তানের মা হয়েছে সে। এরপর থেকে মিশকার ছেলেকে ঘিরেই আবর্তিত হচ্ছে সূর্যর জীবন। সব সময় সূর্য যেভাবে দীপাকে কষ্ট দেয় তা একেবারেই পছন্দ নয় দর্শকদের।

   

Bengali serial actor Surjya Anurager Chhowa

পরাগ (Parag) : আদর্শ তো দূরে থাক, স্বামী নামের কলঙ্ক বললেও কম বলা হয় ‘কার কাছে কই মনের কথা’র (Kar Kache Koi Moner Kotha) পরাগকে। বৌ পেটানো থেকে শুরু করে বৈবাহিক ধর্ষণ- পরাগ বাদ দেয় না কিছুই। সম্প্রতি আবার শিমুলকে বিষ খাইয়ে মারার চেষ্টাও করেছিল সে।

আরও পড়ুনঃ বোনের কপালে দিলাম ফোঁটা! বোনফোঁটা উদযাপনের করতেই পর্দার ‘লাবণ্য’ রূপাঞ্জনার প্রশংসা নেটিজেনদের

Bengali serial actor Kar Kache Koi Moner Kotha Parag

আরও পড়ুনঃ খেলনা বাড়ি শেষ ভোলবদলে ফিরছে মিতুল, প্রকাশ্যে জি বাংলার নতুন মেগা ‘মিঠিঝোরা’র প্রথম প্রমো

নীল (Neel) : ‘ইচ্ছে পুতুল’র (Icche Putul) নীলের নাম এই তালিকায় থাকবে না তা কি হয়! ময়ূরীকে বিশ্বাস করে মেঘকে কম কষ্ট দেয়নি সে। ময়ূরী কতখানি খারাপ মেয়ে এটা জানা সত্ত্বেও তার কথায় মেঘকে দুশ্চরিত্রা ভেবেছিল মেঘ। এখন যদিও সব সত্যি জানার পর ফের মেঘকে নিজের জীবনে ফেরানোর জন্য উঠেপড়ে লেগেছে নীল। তবে মেঘ এবার শ্বশুরবাড়ি না ফেরার সিদ্ধান্ত নিয়েছে। স্ত্রীয়ের এই সিদ্ধান্তকে সম্মান দেওয়ার জায়গায় এখন ফের তাকে বাড়ি ফেরানোর জন্য উঠেপড়ে লেগেছে নীল।

Bengali serial actor Icche Putul Souroneel

সৃজন (Srijan) : বিয়ের পরেও মায়ের আঁচল ছেড়ে বেরোতে পারেনি ‘নিম ফুলের মধু’র (Neem Phooler Madhu) সৃজন ওরফে বাবু। এখন মায়ের কথাতেই ওঠে-বসে সে। পান থেকে চুল খসলেই পর্ণাকে ভুল বোঝে সৃজন।

Bengali serial actor Srijan Neem Phooler Madhu

কয়েকদিন আগেই যেমন চয়ন-রুচিরাকে এক করার অপরাধে পর্ণাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সৃজন। যদিও এই প্রথম নয়, অতীতেও বহুবার পর্ণাকে ভুল বুঝেছে সে।