• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রাগ অভিমান মিটিয়ে অবশেষে ফুলশয্যা! রোহিতের গালে চুমু দিয়েই …, ফাঁস ‘ফুলকি’র স্পেশাল পর্ব

Updated on:

Zee Bangla Phulki Fulsojja Special Promo

Phulki Serial Fulsojja Special Promo : খুব বেশিদিন হয়নি জি বাংলার (Zee Bangla) পর্দায় নতুন ধারাবাহিক ‘ফুলকি’র (Phulki) পথচলা শুরু হয়েছে। মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিষেক বসু (Abhishek Bose) এবং নবাগতা অভিনেত্রী দিব্যানি মণ্ডল (Divyani Mondal)। ভিন্ন স্বাদের গল্প দেখিয়ে খুব কম সময়ের মধ্যেই দর্শকমনে স্থান করে নিয়েছে এই সিরিয়াল। বিশেষত রোহিত-ফুলকির দুষ্টুমিষ্টি রসায়ন দেখতে ভীষণ পছন্দ করেন দর্শকরা।

‘ফুলকি’র নিয়মিত দর্শকরা জানেন, ইতিমধ্যেই সাত পাকে বাঁধা পড়েছে রোহিত (Rohit)-ফুলকি। যদিও ভালোবেসে নয়, বরং পরিস্থিতির চাপে পড়ে ফুলকিকে বিয়ে করতে বাধ্য হয়েছে রোহিত। তার মনে এখনও প্রাক্তন স্ত্রী শালিনীর জন্য ভালোবাসা রয়েছে। সেই জন্য এখনও ফুলকিকে মন থেকে মেনে নিতে পারেনি সে। তবে এবার আস্তে আস্তে অতীত ভুলে ফুলকিকে আপন করে নিতে চলেছে রোহিত। ধারাবাহিকের নতুন প্রোমোয় (Promo) সেই আঁচই মিলেছে।

Phulki, Phulki and Rohit, Phulki new promo

সম্প্রতি জি বাংলার তরফ থেকে ‘ফুলকি’র নতুন প্রোমো শেয়ার করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে, রোহিত-ফুলকির ফুলশয্যার তোরজোড় করেছে পারমিতারা। অপরদিকে মদ্যপান করতে করতে রোহিতের কান ভাঙাচ্ছে রুদ্র।

আরও পড়ুনঃ সেরা ডাক্তার হওয়ার মঞ্চেই ফাঁস সোনা-রূপার জন্মপরিচয়! ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র সুপার ধামাকা পর্ব

Phulki, Phulki and Rohit, Phulki new promo

প্রোমোয় দেখা যাচ্ছে, রুদ্র রোহিতকে বলছে, শালিনী ফের রোহিতের জীবনে ফিরতে চায়। কিন্তু ফুলকি আছে বলে সেটা সম্ভব হচ্ছে না। যতদিন রোহিতের জীবনে ফুলকি থাকবে ততদিন শালিনীর ইচ্ছা থাকলেও সে রোহিতের জীবনে ফিরতে পারবে না। একথা শুনে রোহিত বলে ফুলকির থেকে আমায় চিরকালের মতো দূরে সরে যেতে হবে। এরপর সে বাড়ির উদ্দেশে রওনা দেয়।

আরও পড়ুনঃ নতুনের ভিড়ে কোণঠাসা অনুরাগের ছোঁয়া! ফুলকি না জগদ্ধাত্রী টপার হল কে? চমকে দিচ্ছে TRP তালিকা

কিন্তু রোহিত ঘরে ঢুকতেই ফুলকি ছুটে এসে তার গালে চুমু দেয়। বৌয়ের কাণ্ড দেখে অবাক হয়ে যায় রোহিত। অপরদিকে লাজুক হাসি হাসে ফুলকি। ধারাবাহিকের এই নতুন প্রোমো দেখে বেজায় খুশি হয়েছেন দর্শকরা। তাহলে কি এবার আস্তে আস্তে শালিনীকে ভুলে ফুলকির প্রেমে ডুব দেবে রোহিত? এভাবেই জ্বলে উঠবে তাদের ভালোবাসার ফুলকি? উত্তর মিলবে ধারাবাহিকের আগাম পর্বগুলিতে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥