• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নতুনের ভিড়ে কোণঠাসা অনুরাগের ছোঁয়া! ফুলকি না জগদ্ধাত্রী টপার হল কে? চমকে দিচ্ছে TRP তালিকা

Bengali TV Serials Target Rating Point List 24th August: বৃহস্পতিবার মানেই বাংলা সিরিয়াল ভক্তদের টার্গেট রেটিং পয়েন্ট (Target Rating Point) প্রকাশ্যে আসার অপেক্ষা। ষ্টার জলসা (Star Jalsha) থেকে জি বাংলা (Zee Bangla) দুই জনপ্রিয় চ্যানেলের মধ্যে কে সেরা? এই নিয়ে ঠান্ডা যুদ্ধ লেগেই থাকে। সার্বিক না হলেও আপেক্ষিকভাবে বিজেতা দেখা যায় এই টিআরপি রিপোর্টার (TRP Report) মধ্যে দিয়েই। গত সপ্তাহেই দীর্ঘদিন বেঙ্গল টপার থাকার পর শিরোপা খুইয়েছে অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa)। তাহলে এবার কি হল? চলুন দেখে নেওয়া যাক।

গত সপ্তাহে সামান্য ব্যবধানে অনুরাগের ছোঁয়াকে টেক্কা দিয়েছিল জগদ্ধাত্রী (Jagadhatri)। কিন্তু এবার আবারও নিজের সিংহাসন ছিনিয়ে নীল দীপা। ৮.২ পয়েন্ট পেয়ে আবারও বাংলার সেরা সিরিয়াল হল অনুরাগের ছোঁয়া। অন্যদিকে ৮.১ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে ফিরে ফেল জগদ্ধাত্রী। এর ঠিক পরেই রয়েছে সকলের প্রিয় ফুলকি (Phulki), ৭.৬ পয়েন্ট নিয়ে এবারের তালিকায় তৃতীয়।

   

Target Rating Point List of Bengali Serial Anurager Chhowa Jagaddhatri Gouri Elo

অন্যদিকে জি বাংলার রাঙা বউ কিন্তু কোনো অংশে কম যাচ্ছে না। এবারের তালিকায় ৭.২ পয়েন্ট পেয়ে ফাটিয়ে দিয়েছে রাঙা বউ। শুধু তাই নয়, এবারের তালিকায় দুর্দান্ত পারফর্ম করেছে সন্ধ্যাতারা। সম্প্রতি দেখা গিয়েছে সন্ধ্যাকে বৌমা করে প্রথমবার আফসোস করছেন বিজয়া মাঠান। তাহলে বাকিরা কোথায়? চলুন দেখে নেওয়া যাক সেরা দশের তালিকাঃ

আরও পড়ুনঃ ভাঙছে শাশুড়ি-বৌমার সুন্দর সম্পর্ক, সন্ধ্যাকে বৌ করে আফসোস বিজয়া মাঠানের! ফাঁস আগাম পর্ব

বাংলা সিরিয়ালের সেরা ১০ এর টিআরপি তালিকা (TRP List of Top 10 Bengali Serial) :

অনুরাগের ছোঁয়া  – ৮.২ প্রথম
জগদ্ধাত্রী – ৮.১ দ্বিতীয়
ফুলকি – ৭.৬ তৃতীয়
রাঙা বউ – ৭.২.
সন্ধ্যাতারা – ৬.৯

আরও পড়ুনঃ স্টেজ ভর্তি লোকের সামনে শিমুলকে মারলো শ্বাশুড়ি, তাড়িয়ে দিল স্বামী! ফাঁস আজকের দুর্ধর্ষ পর্ব

নিম ফুলের মধু – ৬.৬
বাংলা মিডিয়াম – ৬.৫
হরগৌরী পাইস হোটেল – ৬.৪
খেলনা বাড়ি – ৬.৩
কার কাছে কই মনের কথা, তুঁতে – ৫.৯

প্রসঙ্গত, টিআরপি কমতেই একাধিক সিরিয়াল শেষের দিকে এগিয়েছে। শুধু তাই নয় ইতিমধ্যেই বেশ কিছু নতুন সিরিয়ালের ঘোষণাও হয়ে গিয়েছে। প্রকাশ্যে এসেছে প্রমো। আগামী ২৮শে অগাস্ট থেকে শুরু হচ্ছে ‘লাভ বিয়ে আজকাল’, যেটা প্রতিদিন রাত ৮.৩০ থেকে দেখা যাবে।

site