• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সেরা ডাক্তার হওয়ার মঞ্চেই ফাঁস সোনা-রূপার জন্মপরিচয়! ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র সুপার ধামাকা পর্ব

Updated on:

Star Jalsha Bengali serial Anurager Chhowa Surjya gets best doctor award

এই মুহূর্তে বাংলা টেলিভিশনের সবচেয়ে একঘেয়ে ধারাবাহিক (Bengali Serial) কোনটি? এই প্রশ্নটি জিজ্ঞেস করা হলে অনেকেই একবাক্যে স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’র (Anurager Chhowa) নাম নেবেন। প্রায় এক বছর হতে চলল সূর্য-দীপার মধ্যে ভুল বোঝাবুঝি চলছে। দর্শকদের হাজার অনুরোধ সত্ত্বেও তাদের মিল দেখানো হচ্ছে না। বরং যত সময় যাচ্ছে ততই বাড়ছে নায়ক-নায়িকার মনোমালিন্য।

‘অনুরাগের ছোঁয়া’র সাম্প্রতিক পর্বে দেখানো হয়েছে, সূর্য (Surjya) জানতে পেরে গিয়েছে সোনা (Sona)-রূপা (Rupa) আসলে দীপার মেয়ে। তবে সে ভাবে, তাদের বাবা হল কবীর। বেস্ট ফ্রেন্ড মিশকার (Mishka) কথায় বিশ্বাস করে সূর্য এখনও ভাবে তার বাবা হওয়ার ক্ষমতা নেই। অপরদিকে দীপাও (Deepa) এবার নিজের সন্তানদের পিতৃপরিচয় দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। মিশকার মুখোশ খুলে দেওয়ার ব্যাপারে সে বদ্ধপরিকর।

Anurager Chhowa, Anurager Chhowa Surjya best doctor award

ধারাবাহিকের আসন্ন পর্বে যেমন দেখানো হবে, সূর্যকে সেরা ডাক্তার পুরস্কারের (Best Doctor Award) জন্য নির্বাচিত করা হয়েছে। এই খবর জানতে পারার পর স্বাভাবিকভাবেই সেনগুপ্ত বাড়ির সবাই প্রচণ্ড খুশি হয়ে গিয়েছে। সোনা, রূপা, দীপা থেকে শুরু করে ঊর্মি, জয় প্রত্যেকে সেই অনুষ্ঠানে উপস্থিত হয়। এমনকি কুটনি মিশকাও থাকে সেই অনুষ্ঠানে।

আরও পড়ুনঃ নতুনের ভিড়ে কোণঠাসা অনুরাগের ছোঁয়া! ফুলকি না জগদ্ধাত্রী টপার হল কে? চমকে দিচ্ছে TRP তালিকা

এরপর সেরা ডাক্তার পুরস্কার পাওয়ার পর সূর্য মঞ্চে উঠে সকলকে বাদ দিয়ে সোনার নাম নেয়। রূপা সেই অনুষ্ঠানে উপস্থিত থাকা সত্ত্বেও সূর্য তার নাম নেয়নি। আর সেটা দেখেই রেগে যায় সোনা। সবার সামনে চিৎকার করে সে সূর্যকে বলে, তোমার দুই মেয়ে বাবা, তুমি রূপার নাম কেন নিলে না?

আরও পড়ুনঃ ভাঙছে শাশুড়ি-বৌমার সুন্দর সম্পর্ক, সন্ধ্যাকে বৌ করে আফসোস বিজয়া মাঠানের! ফাঁস আগাম পর্ব

Anurager Chhowa, Anurager Chhowa Surjya best doctor award

অনুষ্ঠানের মধ্যে মেয়ের মুখে এমন কথা শুনে সূর্য খানিক হতভম্ব হয়ে যায়। সঙ্গে সঙ্গে দীপাকে এবং তাকে ঘিরে ধরে সাংবাদিকরা। অপরদিকে এই পরিস্থিতিতেও সূর্যর কান ভাঙাতে থাকে মিশকা। দর্শকদের অনুমান, এরপরেই হয়তো অনুষ্ঠানে এন্ট্রি নেবে লাবণ্য। মিশকাকে থামিয়ে সবার সামনে তার মুখোশ খুলে দেবে। অপরদিকে সব সত্যি জানার পর সূর্যও দীপার কাছে ক্ষমা চেয়ে তাকে আপন করে নেবে। এবার দেখা যাক, দর্শকদের অনুমানের সঙ্গে ধারাবাহিকের আগামী ট্র্যাক মেলে কিনা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥