• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জেলের ভেতর ফুলকির ভাসান ডান্স, হাসছে পুলিশ! সিরিয়ালের গাঁজাখুরি দেখে ধুয়ে দিল দর্শকেরা

Published on:

Zee Bangla Bengali serial Phulki again trolled on social media

শুরু হওয়ার পর থেকে একাধিকবার ট্রোলড হয়েছে জি বাংলার ‘ফুলকি’ (Phulki) ধারাবাহিকটি। কখনও উঠেছে ‘মিঠাই’কে কপি করার অভিযোগ, কখনও আবার গাঁজাখুরি দেখিয়ে শুনতে হয়েছে কটাক্ষ। তবে এবার যেন সবকিছুর সীমা অতিক্রম করে ফেলল এই সিরিয়াল (Bengali Serial)। জেলের ভেতর কয়েদীর ভাসান ডান্স দেখিয়ে দর্শকদের কটাক্ষের মুখে পড়েছে এই মেগা।

এমনিতে ‘ফুলকি’র জনপ্রিয়তা দর্শকমহলে বেশ ভালো। একাধিকবার বেঙ্গল টপার হয়েছে জি বাংলার (Zee Bangla) এই মেগা। চলতি সপ্তাহেও ৭.৬ রেটিং সহযোগে দ্বিতীয় স্থান অর্জন করেছে এই সিরিয়াল। তবে টিআরপি তালিকায় ভালো রেজাল্ট করলেও, গল্পের গরু গাছে তুলে বেশ কয়েকবার ট্রোলডও (Trolled) হয়েছে রোহিত-ফুলকিরা।

Divyani Mondal as Phulki Roy Chowdhury in Phulki serial

সম্প্রতি যেমন সোশ্যাল মিডিয়ায় (Social Media) ‘ফুলকি’র একটি দৃশ্য ব্যাপক ভাইরাল (Viral) হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, গারদের পিছনে রয়েছে ফুলকি সহ রোহিতের পরিবারের বেশ কয়েকজন মহিলা। আর সেখানে দাঁড়িয়েই প্রাণ খুলে নাচছেন তারা, বিশেষত ফুলকি। যাকে বলে ভাসান ডান্স করা আর কী!

আরও পড়ুনঃ রিসর্টে এসে জিষ্ণুর সঙ্গে ফুর্তি করছে, ময়ূরীর কথায় ফের মেঘকে ভুল বুঝলো নীল! ফাঁস তুলকালাম পর্ব

তবে চমকের শেষ এখানেই নয়। গারদের পিছনে থাকা আসামীদের নাচ হাসিমুখে দেখছে একজন পুলিশ অফিসার। সোশ্যাল মিডিয়ায় ‘ফুলকি’র এই ক্লিপিং ভাইরাল হতেই হাসির রোল উঠেছে নেটিজেনদের মধ্যে। একের পর এক কমেন্ট করছেন তাঁরা।

Phulki trolled for dancing in lock up

একজন যেমন লিখেছেন, ‘তা গানটা বাজাচ্ছে কে? কনস্টেবলগুলো নাকি?’ দ্বিতীয়জনের আবার মত, ‘এমন কুখ্যাত দৃশ্য জি বাংলার পক্ষেই দেখানো সম্ভব। জেলের মধ্যে কেউ এভাবে নাচে!’ তৃতীয়জন আবার কমেন্ট করেছেন, ‘এসব বাংলা সিরিয়াল আমাদের দেশের বদনাম করছে… আর কিছুই না’।

আরও পড়ুনঃ ইশার মুখে ঝামা! পর্ণা প্রপোজ করতেই বাবুউউ পুরো ফ্ল্যাট, আজকের আগাম পর্ব না দেখলে চরম মিস

প্রসঙ্গত, এই মুহূর্তে ‘ফুলকি’ সিরিয়ালে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন ফাহিম মির্জা। সদ্য ধারাবাহিকে এন্ট্রি হয়েছে তাঁর। তবে শুধু ‘ফুলকি’ই নয়, জি বাংলার আরও একটি সিরিয়ালে এখন দেখা যাচ্ছে অভিনেতাকে। ‘ইচ্ছে পুতুল’ ধারাবাহিকে রূপ হিসেবে তাঁকে দেখছেন দর্শকরা। দুই সিরিয়ালে দু’টি ভিন্ন ধরণের চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা আদায় করে নিয়েছেন ফাহিম।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥