• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রিসর্টে এসে জিষ্ণুর সঙ্গে ফুর্তি করছে, ময়ূরীর কথায় ফের মেঘকে ভুল বুঝলো নীল! ফাঁস তুলকালাম পর্ব

মেঘ-নীলের দূরত্ব এই জন্মে বোধহয় শেষ হওয়ার নয়! ময়ূরী আসলে কতখানি ভয়ঙ্কর এটা জানার পরেও প্রত্যেকবার তাকে বিশ্বাস করে ‘ইচ্ছে পুতুল’র (Icche Putul) নীল। তার এই স্বভাবের জন্যই আজ মেঘ তার থেকে অনেকটা দূরে চলে গিয়েছে। কিন্তু তাতেও নীলের শিক্ষা নেই। ফের ময়ূরীর কথায় বিশ্বাস করে মেঘকে চরিত্রহীনা ভাবতে চলেছে সে!

জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিকের (Bengali Serial) বর্তমান প্লট অনুযায়ী, মিথ্যে বদনাম দিয়ে নীলকে জেলে ঢোকানোর চেষ্টা করেছিল ময়ূরী। কিন্তু ঠিক সময় তাকে বাঁচিয়ে দেয় মেঘ। তবে ময়ূরী তো চুপ করে থাকার মেয়ে নয়। সেই জন্য ফের মেঘের ক্ষতি করতে উঠেপড়ে লেগেছে সে। বিশেষত মা মধুমিতার চোখে মেঘের ভালো হয়ে যাওয়াটা একেবারেই মেনে নিয়ে পারছে না ময়ূরী।

   

Icche Putul Madhumita tells Megh Mayuri has became monster

এসবের মাঝেই প্রকাশ্যে চলে এল ‘ইচ্ছে পুতুল’র নতুন প্রোমো (Promo)। সেখানে দেখা যাচ্ছে, কোনও কারণে অসুস্থ হয়ে পড়েছে মেঘ (Megh)। বন্ধুর শরীর খারাপ দেখে তাকে ধরে এক বিছানায় বসে আছে জিষ্ণু। সেই সময়ই হনহনিয়ে দরজা খুলে প্রবেশ করে ময়ূরী (Mayuri)

আরও পড়ুনঃ ইশার মুখে ঝামা! পর্ণা প্রপোজ করতেই বাবুউউ পুরো ফ্ল্যাট, আজকের আগাম পর্ব না দেখলে চরম মিস

Icche Putul new promo

যদিও সে একা ছিল না, বাবা অনিন্দ্য এবং নীলকে (Neel) সঙ্গে নিয়ে এসেছিল। দরজা খুলে ঘরে ঢুকেই ময়ূরী বলে, অনুষ্ঠান করতে আসার নাম করে জিষ্ণুর (Jishnu) সঙ্গে ফুর্তি করছে মেঘ। দু’জনকে একই বিছানায় দেখে বেশ রেগে যায় নীল। তার প্রতিক্রিয়া দেখে পরিষ্কার, ময়ূরীর পাতা ফাঁদে পা দিয়ে দিয়েছে সে।

আরও পড়ুনঃ পরাগের প্রশ্রয়ে বাড়ছে সাহস, শিমুল-শতদ্রুকে নিয়ে নোংরা বদনাম প্রিয়াঙ্কার! ফাঁস তুলকালাম পর্বের ট্র্যাক

নতুন এই প্রোমো দেখে দর্শকরা একপ্রকার নিশ্চিত, খুব তাড়াতাড়ি পাল্টি খেতে চলেছে নীল। একজন নেটিজেন যেমন কমেন্ট করেছেন, ‘আশা করছি নীল ফের মেঘকে ভুল বুঝে নিজের ভুল বোঝাবুঝির রেকর্ডকে একটা নতুন মাত্রা দেবে। এবার মেঘ-জিষ্ণুর মিল চাই’। দ্বিতীয়জন আবার লিখেছেন, ‘আমি চাই নীল আবার মেঘকে ভুল বুঝুক আর জিষ্ণুর সঙ্গে মেঘের বিয়ে হয়ে যাক। নীলের মতো সাইকোর জন্য ময়ূরীর মতো অপরাধীই বেস্ট’।