• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ইশার মুখে ঝামা! পর্ণা প্রপোজ করতেই বাবুউউ পুরো ফ্ল্যাট, আজকের আগাম পর্ব না দেখলে চরম মিস

দত্ত বাড়ির তারকাটা বৌমা পর্ণা (Parna) এবং সৃজনের (Srijan) গল্প দেখতে ভীষণ পছন্দ করেন দর্শকরা। সেই জন্য তো রাত ৮টা বাজলেই ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu) দেখতে বসে পড়েন প্রত্যেকে। দত্ত বাড়ির কাহিনী একদিনও মিস করতে চান না কেউ। বিশেষত সিরিয়ালে এখন যে ট্র্যাক দেখানো হচ্ছে তা ভীষণ ভালোলাগছে সকলের।

জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিকের (Bengali Serial) বর্তমান প্লট অনুযায়ী, দীর্ঘদিন ধরে চয়ন-রুচিরার সম্পর্ক নিয়ে দত্ত বাড়িতে টানাপোড়েন চলছিল। তাদের সম্পর্ক মেনে নিতে রাজি ছিল না কেউ। পর্ণা ছাড়া চয়ন-রুচিরার ভালোবাসার পক্ষে আর কেউ ছিল না। এমনকি এই সম্পর্ককে সমর্থন করায় স্ত্রীকে ডিভোর্স অবধি দিতে চেয়েছিল সৃজন।

   

Neem Phooler Madhu Chayan Ruchira enters Dutta House after Getting Married

তবে এত কিছুর পরেও হার মানেনি পর্ণা। চয়ন-রুচিরার মিল করাতে সে বদ্ধপরিকর। সেই কারণে সৃজনের সঙ্গে হানিমুনে না গিয়ে রুচিরার বাবার সঙ্গে কথা বলতে যায় সে। তাকে বুঝিয়ে চয়ন এবং রচিরাকে মন্দিরে নিয়ে আসে বাবুউউর বউ। এরপর সেখানেই দু’জনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়।

আরও পড়ুনঃ নষ্টের গোড়াকেই শেষ করে দেব, নেশার ঘোরে মিশকাকে মারতে গেল সূর্য! টিভির আগেই ফাঁস ধুন্ধুমার পর্ব

নবদম্পতি চয়ন এবং রুচিরাকে নিয়ে এরপর দত্ত বাড়িতে ফিরে আসে পর্ণা। বাড়ির সবার অমতে গিয়ে ভাই রুচিরাকে বিয়ে করেছে দেখে ভীষণ রেগে যায় সৃজন। উপরন্তু পর্ণা এই বিষয়ে জড়িয়ে থাকায় তার রাগ আরও বেড়ে যায়। আর এই সুযোগটাকেই কাজে লাগায় কৃষ্ণা এবং ঈশা।

Neem Phooler Madhu Parna proposes Srijan

সৃজন আবার পর্ণার ওপর রাগ করেছে দেখে ছেলের কানে বিষ ঢালা শুরু করে বাবুউউর মা। অপরদিকে সৃজনের এই অভিমানকে হাতিয়ার করে তার এবং পর্ণার সম্পর্ক চিরকালের মতো ভেঙে দেওয়ার ফন্দি আঁটে ঈশা (Isha)

আরও পড়ুনঃ শুরুর আগেই লালবাতি, টাকার অভাবে সম্প্রচার হবে না আসন্ন এই ধারাবাহিক! মাথায় বাজ দর্শকদের

ধারাবাহিকের আগামী পর্বে দেখতে পাবেন, ঈশা সকলকে বলে অনেক বড় একজন ক্লায়েন্ট এসেছে এবং তারা সৃজনকে নিমন্ত্রণ করেছে। যদিও এই ক্লায়েন্টের কথাটা সম্পূর্ণ ভুয়ো। আর ঈশার তৈরি করে দেওয়া এই সুযোগটাকেই লুফে নেয় পর্ণা। সেখানে গিয়ে হাঁটু মুড়ে সৃজনকে প্রোপোজ করে সে। তাহলে কি এবার সব দূরত্ব ঘুচিয়ে কাছাকাছি আসবে সৃজন-পর্ণা?