দেখতে দেখতে বেশ কয়েকমাস হয়ে গেল জি বাংলার (Zee Bangla) পর্দায় পথচলা শুরু হয়েছে ‘ফুলকি’র (Phulki)। নবাগতা অভিনেত্রী দিব্যানি মণ্ডল (Divyani Mondal) এবং অভিষেক বসু (Abhishek Bose) অভিনীত এই সিরিয়াল খুব কম সময়ের মধ্যেই স্থান করে নিয়েছে দর্শকমনে। বাংলার সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে দিব্যানির পরিচিতি এখন ‘ফুলকি’ নামেই বেশি।
মুর্শিদাবাদের মেয়ে দিব্যানি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী। ছোট থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন তিনি। ‘ফুলকি’তে কাজের সুযোগটাও আচমকাই আসে। আর বলাই বাহুল্য, প্রথম সিরিয়ালেই বাজিমাত করে দেখিয়েছেন তিনি। টিআরপি তালিকায় প্রত্যেক সপ্তাহে ছক্কা হাঁকাচ্ছে দিব্যানির সিরিয়াল।
যদিও ‘ফুলকি’ প্রথম নয়, এর আগেও ক্যামেরার সামনে কাজ করেছেন দিব্যানি। বাংলা টেলি দুনিয়ার পরিচিত মুখ আয়ুষের সঙ্গে একটি মিউজিক ভিডিওয় দেখা গিয়েছিল অভিনেত্রীকে। সেই ভিডিওই নজরে পড়ে চ্যানেল কর্তৃপক্ষের। এরপরেই ঘুরে যায় দিব্যানির ভাগ্যের চাকা। ইতিমধ্যেই ‘ফুলকি’তে অভিনয় করে বাংলার প্রায় প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন তিনি। জনপ্রিয়তার সঙ্গে দিব্যানি পাচ্ছেন আকাশছোঁয়া পারিশ্রমিকও (Fees)।
আরও পড়ুন- আর ডাক্তারবাবু নয়, সূর্যকে ‘বাবা’ ডাকার অধিকার পেল রূপা! বাবা-মেয়ের মুহূর্ত দেখে চোখে জল দর্শকদের
ছোটপর্দায় কাজ করলে যে ভালো পারিশ্রমিক পাওয়া যায় সেকথা অনেকেই জানেন। বহু তারকাও জনসমক্ষে একথা স্বীকার করে নিয়েছেন। আর যে কোনও ধারাবাহিকের মূল আকর্ষণই হল নায়ক-নায়িকা। তাই স্বাভাবিকভাবেই তাঁদের পারিশ্রমিকটাও হয় অনেকটা বেশি। পর্দার ফুলকি এবং রোহিত (Rohit) তথা দিব্যানি এবং অভিষেকও ভালো রকমের বেতনই পান।
আরও পড়ুন- বাংলা সিনেমার মন্দাকিনী নাকি শ্রীলেখা! পাহাড়ি ঝরনার নীচে ভিজে গায়ে জলকেলিতে ব্যস্ত নায়িকা
একটি নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ‘গঙ্গারাম’ সিরিয়ালের জন্য প্রত্যেক মাসে ২ লাখ ৭০ হাজার টাকা নিতেন অভিষেক। ‘ফুলকি’র জন্য মাসিক ৩ লাখ ২৫ হাজার টাকা চার্জ করেন অভিনেতা। অপরদিকে প্রথম সিরিয়াল হিসেবে বেশ ভালোই পারিশ্রমিক পান দিব্যানি। একই মিডিয়া রিপোর্ট থেকে জানা গিয়েছে, জি বাংলা এই সিরিয়ালে অভিনয় করে প্রত্যেক মাসে ৬০ হাজার টাকা পান দিব্যানি। তবে ভবিষ্যতে সিরিয়ালের জনপ্রিয়তা বৃদ্ধির সঙ্গে অভিনেত্রীর পারিশ্রমিকটাও যে বৃদ্ধি পাবে সেকথা কিন্তু পরিষ্কার।