• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাংলা সিনেমার মন্দাকিনী নাকি শ্রীলেখা! পাহাড়ি ঝরনার নীচে ভিজে গায়ে জলকেলিতে ব্যস্ত নায়িকা

Published on:

Tollywood actress Sreelekha Mitra's video goes viral

অনেক আগেই বাংলা ইন্ডাস্ট্রির ‘ঠোঁটকাটা’ অভিনেত্রীর তকমা পেয়েছেন শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। এবার তিনিই ধরা দিলেন আদ্যপান্ত সাহসী এক অবতারে। সম্প্রতি শহুরে কোলাহল থেকে ছুটি নিয়ে বেশ কিছুদিনের জন্য পাহাড়ি পরিবেশে চুটিয়ে ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী। সম্প্রতি সেখানেই একটি পাহাড়ি ঝর্নার জলে স্নান করার ভিডিও শেয়ার করেছিলেন অভিনেত্রী।

সোশ্যাল মিডিয়ায় এই সোলো ট্রিপের নানা মুহূর্তের ছবি এবং ভিডিয়ো শেয়ার করে চলেছেন অভিনেত্রী। প্রত্যেক মুহূর্তের ঘটনা শেয়ার করেছেন তিনি। সম্প্রতি অভিনেত্রীর গন্তব্যস্থল ছিল হৃষীকেশ থেকে আরও ৭ কিলোমিটার দূরের পাহাড়ি রাস্তার শেষে থাকা নীড় ঘর জলপ্রপাত। আর সেখানেই ঝর্নার নিচে টলিউডের শ্রীলেখাই যেন হয়ে উঠেছেন বাংলা সিনেমার মন্দাকিনী।

টলিউড,Tollywood,শ্রীলেখা মিত্র,Sreelekha Mitra,মন্দাকিনী,Mandakini,ভাইরাল ভিডিও,Viral Video,ঝরনা,Jharna

দুধ সাদা ঝর্নার জলে স্নান করার আনন্দ ফুটে উঠেছে অভিনেত্রীর চোখে-মুখে। এদিন অভিনেত্রীর পরনে ছিল সাদা শার্ট। আগেই বলেছি সোলো ট্রিপ, তাই অভিনেত্রী নিজেই নিজের সঙ্গী। তাই যারা ভাবছেন স্লো ট্রিপে শ্রীলেখার ফটোগ্রাফার কে? সেই উত্তর দিয়েই  ক্যাপশনে শ্রীলেখা লিখেছেন ‘ মন্দাকিনী না শ্রীলেখা। এখানে উঠতে আমার পা খুলে হাতে চলে এসেছিল। কিন্তু যখন পৌঁছলাম উফ! সোলো ট্রিপের ফটোগ্রাফার এয়ার বিএনবির একটি ছেলে।’

আরও পড়ুন: কাউন্টডাউন প্রায় শেষ, বিয়ের পিঁড়িতে বসছেন রুবেল? শ্বেতার ছবি শেয়ার করে দিলেন বড় আপডেট

বলিউডের অন্যতম আইকনিক সিনেমা ‘রাম তেরি গঙ্গা ময়লি’। এই সিনেমায় একটি সাদা স্বচ্ছ শাড়িতে স্নান করার দৃশ্যে অভিনয়  ঝড় তুলেছিলেন জনপ্রিয় অভিনেত্রী মন্দাকিনী। এদিন অনেকটা মন্দাকিনী স্টাইলেই ঝর্ণার নীচে সাদা পোশাকে স্নান করলেন শ্রীলেখা ঝর্ণার জলের নিচে জলকেলিতে ব্যস্ত শ্রীলেখাকে  দেখে অনেকেরই মনে পড়ে গিয়েছে মন্দাকিনী অভিনীত সেই দৃশ্যের কথা।

 আরও পড়ুন: একেবারে নির্লজ্জ! জাতীয় সঙ্গীত গাওয়ার সময় ‘ছ্যাবলামি’ করিনার, ভিডিও দেখে রাগে ফুঁসছে নেটপাড়া

তবে এই পাহাড়ি পরিবেশ অভিনেত্রীর এতটাই মনে ধরেছে যে তিনি আর সেখান থেকে ফিরতেই চাইছেন না। সেকথা জানিয়েই ঘর থেকে ছবি পোস্ট করে শ্রীলেখা লিখেছেন, ‘না এখানেই থাকব। আমার ছানাগুলোকে পাঠিয়ে দাও তোমরা। শহরের দৌড়ঝাঁপে আর ফিরতে চাই না।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥