• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আর ডাক্তারবাবু নয়, সূর্যকে ‘বাবা’ ডাকার অধিকার পেল রূপা! বাবা-মেয়ের মুহূর্ত দেখে চোখে জল দর্শকদের

স্টার জলসার (Star Jalsha) টপার ধারাবাহিক (Bengali Serial) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) দেখতে এখন দর্শকদের ভীষণ ভালোলাগছে। গত কয়েকমাস ধরে বেঙ্গল টপারের শিরোপা জিতলেও এই সিরিয়াল ঘিরে দর্শকদের একরাশ অভিযোগ ছিল। সূর্য-দীপার মধ্যেকার একঘেয়ে ভুল বোঝাবুঝি দেখতে দেখতে রীতিমতো তিতিবিরক্ত হয়ে গিয়েছিলেন তাঁরা। কিন্তু এবার সেই ভুল বোঝাবুঝি মিটেছে। দীপা যে সত্যিই নির্দোষ এত বছর পর তা জানতে পেরেছে সূর্য।

কবীর বাবা হতে পারবে না একথা জানার পারার পর সোনা-রূপার সঙ্গে নিজের ডিএনএ পরীক্ষা করায় সূর্য (Surjya)। সেই টেস্টের রিপোর্টে দেখা যায় তিনজনের ডিএনএ মিলে গিয়েছে। সেই সঙ্গেই প্রমাণিত হয়ে যায় এত বছর ধরে কোনও মিথ্যে বলেনি দীপা (Deepa)। সোনা-রূপা সত্যিই তার সন্তান। ইতিমধ্যেই ধারাবাহিকে দেখানো হয়েছে, দীপা এবং দুই মেয়েকে সেনগুপ্ত বাড়িতে সসম্মানে ফিরিয়ে নিয়ে এসেছে সে।

   

Anurager Chhowa, Anurager Chhowa Surjya Deepa Sona and Rupa

যদিও দীপা এখনও সূর্যকে তার ভুলের জন্য ক্ষমা করেনি। শ্বশুরবাড়ি ফিরে এলেও সূর্য-দীপার মধ্যেকার দূরত্ব রয়েই গিয়েছে। তবে সূর্য শুধু দীপার একার দোষী নয়। সে সোনা (Sona)-রূপারও দোষী। বিশেষ করে রূপাকে প্রচণ্ড কষ্ট দিয়েছে সে। ছোট্ট রূপাকে (Rupa) এতদিন ‘বাবা’ বলে ডাকার অধিকারটাও সূর্য দেয়নি।

আরও পড়ুনঃ ভাগ্য করে এমন শাশুড়ি পেতে হয়! ছেলে নয় বৌমা দীপার পাশে দাঁড়াল লাবণ্য, ফাঁস দুর্ধর্ষ পর্ব

সোনা দীপাকে ‘মা’ বলে ডাকলেও রূপা এতদিন সূর্যকে ‘ডাক্তারবাবু’ বলেই ডেকে এসেছে। কারণ সূর্য তার সন্তানকে ‘বাবা’ ডাকার অধিকার থেকে বঞ্চিত করে রেখেছিল। তবে সত্যি জানার পর সে নিজেই রূপাকে ‘বাবা’ ডাকার অধিকার ফিরিয়ে দিল।

Anurager Chhowa, Anurager Chhowa Surjya and Rupa

আরও পড়ুনঃ বাপুজি কেক, মোমবাতি দিয়ে জন্মদিন! অরিজিৎ সিংয়ের গোপন কাহিনী জানালেন ‘শ্রীকান্ত’ অভিনেতা

‘অনুরাগের ছোঁয়া’র সাম্প্রতিক পর্বে দেখানো হয়েছে, রূপা প্রথমবার সূর্যকে ‘বাবা’ বলে ডাকে। মেয়ের মুখ থেকে এই ডাক শুনে চোখে জল চলে আসে সূর্যর। সেই সঙ্গেই কাঁদতে দেখা যায় রূপাকেও। বাবা-মেয়ের মধ্যেকার এই মিষ্টি মুহূর্ত দেখে চোখ ভিজেছে অনেক দর্শকেরও। পাশাপাশি দিব্যজ্যোতি দত্ত এবং খুদে শিল্পী সৃষ্টি মজুমদারের তুখোড় অভিনয়ের তারিফও করেছেন প্রত্যেকে। তাঁদের অভিনয় গুণে যে এই দৃশ্যটি অন্য মাত্রা পেয়েছে একথা অস্বীকার করার সত্যিই কোনও উপায় নেই।

site