• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভিক্ষা করতে গিয়ে দুষ্কৃতির কবলে, পাচার হয়ে যাবে অয়ন-মৌমিতা! পর্ণা কি পারবে বাঁচাতে?

Published on:

Zee Bangla Bengali serial Neem Phooler Madhu will Parna save Ayan Moumita from Bhoga

জি বাংলার (Zee Bangla) টপার ধারাবাহিক ‘নিম ফুলের মধু’তে (Neem Phooler Madhu) এখন জমজমাট পর্ব চলছে। একদিকে নিজের কুকর্মের কথা স্বীকার করে গ্রেফতার হয়েছে ঈশা। অন্যদিকে ‘ঘর শত্রু বিভীষণ’ অয়ন-মৌমিতাকে দত্ত বাড়ি থেকে বিতাড়িত করেছে ধ্যাষ্টামো জেঠু অখিলেশ। বাড়ি থেকে ঘাড় ধাক্কা খেয়ে এখন রাস্তায় রাস্তায় ভিক্ষা করছে দু’জনে।

ধারাবাহিকের (Bengali Serial) গত পর্বে দেখানো হয়, অয়ন-মৌমিতার (Ayan Moumita) থাকা-খাওয়ার জন্য যথাসাধ্য ব্যবস্থা করে দেয় পর্ণা। তবে ‘কুঁডে’ অয়ন ভিক্ষাবৃত্তির পথ বেছে নেয়। অল্প সময়ে ভালো টাকা আয়ের জন্য ভিক্ষাবৃত্তিই সবচেয়ে ভালো কাজ, মনে হয় তার! এবার এই চক্করেই বড়সড় বিপদে পড়তে চলেছে দু’জনে!

Neem Phooler Madhu Ayan Moumita begging

‘নিম ফুলের মধু’তে গতকাল দেখানো হয়েছে, ভিক্ষা করতে করতে নিজেদের পাড়ায় চলে আসে অয়ন-মৌমিতা। দত্ত বাড়ির ছেলে-বৌমার এমন দশা দেখে ছিঃ ছিঃ করতে থাকে পাড়া-প্রতিবেশীরা। এদিকে বাড়ির বড় ছেলে, বড় বৌমার কৃতকর্মের জন্য মাথা নীচু হয়ে যায় বাড়ির সকলের। পর্ণা (Parna) অনেক অনুরোধ করে অখিলেশের (Akhilesh) কাছে। কিন্তু তা সত্ত্বেও সে নিজের সিদ্ধান্তে অনড় থাকে।

আরও পড়ুনঃ ‘যোগমায়া’ আসতেই লালবাতি! আচমকাই শেষ হচ্ছে জি বাংলার এই জনপ্রিয় মেগা, মাথায় বাজ দর্শকদের

এদিকে কর্মক্ষেত্রে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয় পর্ণা। উত্তর কলকাতার একটি বিশেষ এলাকা থেকে ভিখারি গায়েব হয়ে যাচ্ছে। ওই এলাকার একজন কুখ্যাত গুন্ডা হল ভগা। তার দিকেই সন্দেহের তীর। একজন ব্যক্তি থানায় এসে অভিযোগ দায়ের করেন যে গিরীশ পার্ক এলাকা থেকে রাস্তার ভিখারিরা গায়েব হয়ে যাচ্ছে।

Neem Phooler Madhu Ayan Moumita shocked

এবার সাংবাদিক হিসেবে পর্ণাকে দায়িত্ব দেওয়া হয়, গিরীশ পার্ক এলাকায় মানুষের পাচারের কোনও চক্র চলছে কিনা সেটা খতিয়ে দেখার। অন্যদিকে একটি পাইস হোটেলে খেতে গিয়ে ভগার (Bhoga) সঙ্গে আলাপ হয় অয়ন (Ayan)-মৌমিতার (Moumita)। কথায় কথায় তারা জানতে পারে, ভিক্ষাবৃত্তি করে লাখ লাখ টাকা আয় করে ভগা।

আরও পড়ুনঃ জুড়বে না ‘সুদীপা’র সংসার, ইরার সঙ্গে এক ঘরে রাত কাটালো সূর্য! আগাম পর্ব ফাঁস হতেই চটে লাল দর্শকরা

ভগার হাতে দামি ব্র্যান্ডেড ফোন দেখে বেশ লোভ হয় অয়ন-মৌমিতার। এরপর ভগা তাদের নিজের গাড়ি দেখায়। আসলে তার ব্যবসা হল মানুষ পাচার করা। ভিখারিদের টাকার লোভ দেখিয়ে কোনও প্রকার চক্রে জড়িয়ে ফেলে সে! পর্ণা কি পারবে অয়ন-মৌমিতাকে ভগার হাত থেকে বাঁচাতে?

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥