দিন কয়েক আগেই প্রকাশ্যে এসেছিল জি বাংলার নতুন ধারাবাহিক ‘যোগমায়া’র (Jogomaya Serial) প্রোমো। নেহা আমনদীপ এবং সৈয়দ আরেফিনের আনকোরা জুটি নজর কেড়ে নেয় দর্শকদের। সেই সঙ্গেই ভিন্ন স্বাদের কনসেপ্টের দৌলতে আদায় করে নেয় প্রশংসা। এবার ঘোষণা হয়ে গেল ‘যোগমায়া’র সম্প্রচার শুরুর দিনক্ষণ।
নেহা-আরেফিনের ধারাবাহিকের (Bengali Serial) প্রোমো প্রকাশ্যে আসার পর থেকেই দর্শকদের একাংশ বেশ চিন্তায় ছিলেন। কোন ধারাবাহিকের কপাল পুড়বে? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল অনেকের মনে। অবশেষে সামনে এল সেই নাম। জি বাংলার (Zee Bangla) এই অত্যন্ত চর্চিত মেগার (Serial) জায়গা নিতে চলেছে ‘যোগমায়া’।
অনেকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul) শেষ হওয়ার জল্পনা শোনা যাচ্ছে। ‘যোগমায়া’র সম্প্রচার শুরুর দিনক্ষণ প্রকাশ্যে আসার পর একপ্রকার সেই খবরে শিলমোহর পড়ে গেল। আগামী মার্চ মাস থেকে শুরু হতে চলেছে নেহা-আরেফিনের সিরিয়াল। জল্পনা মতো, ‘ইচ্ছে পুতুলে’র জায়গাই নিতে চলেছে এই মেগা।
আরও পড়ুনঃ জ্যাস-পর্ণা ফিনিশ! রাস্তায় আলোর পড়ে IAS হওয়ার গল্প বলতে আসছে ‘যোগমায়া’, ভাইরাল ফার্স্ট প্রোমো
সম্প্রতি জি বাংলার তরফ থেকে ’যোগমায়া’র (Jogomaya) সম্প্রচার শুরুর দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। আগামী ১১ মার্চ থেকে শুরু হবে এই মেগা। সোম থেকে রবি সন্ধ্যা ৬টার স্লটে দেখা যাবে এই সিরিয়াল। অর্থাৎ আগামী ১০ মার্চ হয়তো ‘ইচ্ছে পুতুলে’র অন্তিম পর্ব টেলিকাস্ট হবে।
বহুদিন ধরেই মেঘ-নীলের ধারাবাহিক শেষের জল্পনা চলছিল নেটপাড়ায়। যেভাবে চটজলদি মেঘ-নীলের বিয়ে দেখানো হল, তা দেখে অনেকেরই অনুমান ‘হ্যাপি এন্ডিং’ দেখিয়েই শেষ হবে এই মেগা। তবে ‘ইচ্ছে পুতুল’ টিমের তরফ থেকে একাধিকবার বলা হয়েছে, এখনই সিরিয়াল শেষের কোনও খবর পাওয়া যায়নি। তাই সত্যি এই সিরিয়াল শেষ হবে নাকি স্লট বদল হবে তা এখনই নিশ্চিত হয়ে বলা যাচ্ছে না।
View this post on Instagram
অন্যদিকে ‘যোগমায়া’র কথা বলা হলে, নিম্নবিত্ত পরিবারের মেয়ের ইউপিএসসি পাশ করে বড় অফিসার হয়ে ওঠার কাহিনী ফুটে উঠবে এই সিরিয়ালে। দীর্ঘদিন পর এই সিরিয়ালের হাত ধরে ছোটপর্দায় কামব্যাক করছেন নেহা আমনদীপ। দেখা যাক, ভিন্ন স্বাদের এই মেগা দর্শকমনে স্থান করে নিতে পারে কিনা।