• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জুড়বে না ‘সুদীপা’র সংসার, ইরার সঙ্গে এক ঘরে রাত কাটালো সূর্য! আগাম পর্ব ফাঁস হতেই চটে লাল দর্শকরা

Published on:

Star Jalsha Bengali serial Anurager Chhowa Surjya to spend a night with Ira

দীর্ঘদিন গ্রামে থাকার পর সম্প্রতি কলকাতায় ফিরেছে ‘অনুরাগের ছোঁয়া’র (Anurager Chhowa) সূর্য। না, পরিবারের সঙ্গে দেখা করতে নয়, বরং হেলথ সেন্টারের কিছু জিনিস নেওয়ার প্রয়োজনে শহরে এসেছে সে। তার পিছু পিছু ইরাও চলে এসেছে এখানে। কলকাতায় এসে দীপাকে দেখতে পায় সূর্য (Surjya)। সেই সঙ্গেই ফের ভুল বোঝে তাকে।

স্টার জলসার (Star Jalsha) এই ধারাবাহিকের (Bengali Serial) বর্তমান প্লট অনুযায়ী, অতীতের পিছুটান ভুলে নতুনভাবে বাঁচতে শুরু করেছে সূর্য। সেই কারণে কলকাতা থেকে দূরে ছোট্ট একটা গ্রামে চলে গিয়েছে সে। এতদিন সেখানে কাটানোর পর এই প্রথম কলকাতায় ফিরলো। শহরে ফিরতেই পরিবারের সঙ্গে দেখা করার ইচ্ছে জাগে তার মনে। এরপর দীপাকে (Deepa) হাসপাতালে দেখে বাড়ির সবাই ঠিক আছে কিনা তা নিয়ে চিন্তায় পড়ে যায় সে।

Anurager Chhowa Surjya Deepa in hospital

তবে অর্জুনের চেম্বারের ভেতরের দৃশ্য দেখে মন ভেঙে যায় সূর্যর। সে ভাবে, দীপা নিজের জীবনে অনেকটা এগিয়ে গিয়েছে। সোনা-রূপার (Sona Rupa) মনেও তার জন্য কোনও জায়গা নেই। তাকে ভুলে এখন অর্জুনকে (Arjun) ‘বাবা’ বলে ডাকতে শুরু করেছে তারা। এসব দেখে কেঁদে ফেলে সূর্য।

আরও পড়ুনঃ পাপের সাজা! দত্ত বাড়ি থেকে ঘাড় ধাক্কা খেয়ে ভিক্ষা করছে অয়ন-মৌমিতা, ফাঁস ধামাকাদার আগাম পর্ব

আর না দাঁড়িয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যায় সে। তবে যাওয়ার পথে ইরার (Ira) কথা ভুলে যায়। এরপর ইরার ফোনে বুধিয়ার ফোন আসার পর সূর্যর মনে পড়ে সে ইরাকে ফেলে এসেছে। ফের গাড়ি ঘুরিয়ে হাসপাতালে ফিরে আসে সে। এদিকে ডাক্তারবাবু তাঁকে ভুলে যায়নি দেখে ইরা মনে মনে বেশ খুশি হয়। সে ভাবে, সূর্যরও হয়তো তার প্রতি কোনও ভালোলাগা রয়েছে।

Anurager Chhowa Surjya in Ira in hotel room

এরপর ঝড়-বৃষ্টি কারণে হাইওয়ে দিয়ে গ্রামে ফেরার রাস্তা বন্ধ হয়ে যায়। একটা রাস্তায় গাছ পড়ে গিয়েছে এবং আরেকটিতে জল জমে দরুন কোনোভাবেই গ্রামে যাওয়া সম্ভব নয়। শেষমেষ বাধ্য হয়ে হাইওয়ের ধারের একটি হোটেলে রাত কাটানোর সিদ্ধান্ত নেয় সূর্য।

আরও পড়ুনঃ মা-ছেলের ফুলশয্যা থেকে দেওর-বৌদির প্রেম! ‘কার কাছে কই মনের কথা’ দেখে ছিঃ ছিঃ করছে দর্শকরা

ইরাকে নিয়ে একটি হোটেলে যায় সে। কিন্তু সেখানে বাধে আর এক বিপত্তি। গোটা হোটেলে শুধুমাত্র একটি ঘর রয়েছে। এদিকে সূর্য কিছুতেই ইরার সঙ্গে রাত কাটাতে চায় না। তাই সে বলে, ইরা ঘরে থাকুক, সে গাড়িতে রাত কাটিয়ে দেবে। কিন্তু ইরা এবং হোটেলের মালিক জোর করে তাকে ঘরে থাকার জন্য রাজি করায়। এরপর কোনদিকে মোড় নেবে ‘অনুরাগের ছোঁয়া’র গল্প? জানতে হলে আপনাকে চোখ রাখতে হবে টেলিভিশনের পর্দা এবং বং ট্রেন্ডের প্রতিবেদনে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥