• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ইশা নয় পর্ণার সিঁথিতে সিঁদুর দিল সৃজন, কেঁদে ভাসাচ্ছে বাবুউউর মা! টিভির আগেই ফাঁস সুপার ধামাকা পর্ব

Updated on:

Zee Bangla Bengali serial Neem Phooler Madhu Srijan will marry Parna again

দত্ত বাড়ির তারকাটা বৌমা পর্ণা যে বেশ বুদ্ধিমতী তা ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu) প্রায় সকল দর্শকই জানেন। বুদ্ধির জোরে অতীতে বহুবার সৃজনকে বিপদের হাত থেকে বাঁচিয়েছে সে। এবারও অন্যথা হল না। ঈশার যাবতীয় ষড়যন্ত্র ভেস্তে ফের সৃজনের স্ত্রী হওয়ার সকল অধিকার ফিরে পেল সে!

জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিকে (Bengali Serial) এই মুহূর্তে সৃজন-পর্ণার বিচ্ছেদের ট্র্যাক চলছে। যদিও স্বেচ্ছায় নয়, বরং মা এবং পরিবারের কথা ভেবে ডিভোর্স পেপারে সই করেছে সৃজন। ঈশার নোংরা ষড়যন্ত্রের শিকার হয়েছে বাবুউউ। যদিও পর্ণা সবটা মুখ বুজে সহ্য করতে নারাজ। সৃজন আচমকা কেন ডিভোর্সের সিদ্ধান্ত নিল তা জানার জন্য জব্বর প্ল্যান করেছে সে।

Zee Bangla Bengali serial Neem Phooler Madhu Srijan gets jealous seeing Parna’s marriage arrangements

গত পর্বেই দেখা গিয়েছে, সৃজনের (Srijan) মুখ থেকে আসল সত্যি বের করার জন্য মিথ্যে বিয়ের নাটক শুরু করেছে পর্ণা (Parna)। ইতিমধ্যেই তাকে দেখতে পাত্র এসেছে দত্ত বাড়িতে। পর্ণা সৃজনকে সাফ বলে দিয়েছে, অতীত ভুলে সে এবার নতুনভাবে জীবন শুরু করতে চায়। এরপর পাত্রকে দেখে বিয়ের জন্য হ্যাঁ বলে দেয় সে।

আরও পড়ুনঃ দক্ষ অভিনেত্রী হলেও টলিউডে দেখা মেলে না আর! কোথায় হারিয়ে গেলেন প্রসেনজিতের নায়িকা অরুনিমা ঘোষ?

এটা শোনার পর প্রচণ্ড অস্থির হয়ে ওঠে সৃজন। এসবের মাঝেই সৃজনের ঠাকুমা পর্ণার বিয়ের দিনক্ষণও ঠিক করে ফেলেন। কয়েকদিনের মধ্যে পর্ণা অন্য কারোর হয়ে যাবে এটা ভেবে নিজেকে ঠিক রাখতে পারে না বাবুউউ।

Neem Phooler Madhu Srijan Parna

ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, চোখের সামনে পর্ণার বিয়ে হয়ে যাবে দেখে ভেঙে পড়ে সৃজন। ভালোবাসার মানুষকে আটকাতে ডিভোর্স দেওয়ার আসল কারণ ফাঁস করে দেয় সে। শুধু তাই নয়, সবার সামনে ফের একবার সিঁদুর দিয়ে পর্ণার সিঁথি রাঙিয়ে দেয় বাবুউউ।

আরও পড়ুনঃ সূর্যর টাকা শোধ দিতে নতুন লড়াই শুরু! আগাম পর্ব ফাঁস হতেই দীপাই ‘সেরা মা’ বলছে দর্শকেরা

দর্শকদের অনুমান, এই দিকেই এগোতে চলেছে ‘নিম ফুলের মধু’র গল্প। খুব শীঘ্রই দত্ত বাড়ি থেকে ঈশার পাট চুকতে চলেছে। পর্দা ফাঁস হতেই তাকে পত্রপাট বিয়ে দেবে সৃজন-পর্ণারা। এবার দেখা যাক, দর্শকদের এই অনুমানের সঙ্গে সিরিয়ালের আগাম ট্র্যাক মেলে কিনা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥