• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সূর্যর টাকা শোধ দিতে নতুন লড়াই শুরু! আগাম পর্ব ফাঁস হতেই দীপাই ‘সেরা মা’ বলছে দর্শকেরা

Published on:

Star Jalsha Bengali serial Anurager Chhowa Deepa getting ready for dance competition

সন্তানদের জন্য মায়েরা যে সব করতে পারে তা আরও একবার প্রমাণ করে দিল ‘অনুরাগের ছোঁয়া’র (Anurager Chhowa) দীপা। সোনা-রূপার পড়াশোনার জন্য আজ পর্যন্ত সূর্য যত টাকা খরচ করেছে সব ফেরত দেবে সে। কারোর সাহায্য ছাড়া নিজের দমে এক সপ্তাহের মধ্যে লক্ষাধিক টাকা আয় করার চ্যালেঞ্জ নিয়েছে। আর সেই চ্যালেঞ্জ পূরণ করতেই এক নাচের প্রতিযোগিতায় নাম লেখালো দীপা।

স্টার জলসার (Star Jalsha) এই ধারাবাহিকের (Bengali Serial) বর্তমান প্লট অনুযায়ী, সোনা-রূপার কাস্টডির জন্য আদালতে মুখোমুখি হয়েছে সূর্য-দীপা। মিশকার ছেলের পর এখন দুই মেয়েকেও নিজের কাছে চাই সূর্যর। তবে দীপা এবার নিজের সিদ্ধান্তে অনড়। যাই হয়ে যাক না কেন, সোনা-রূপাকে সে কিছুতেই কাছছাড়া হতে দেবে না।

Anurager Chhowa Deepa and Pritha

ধারাবাহিকের গত পর্বেই দেখানো হয়েছে, দীপাকে সাহায্য করার জন্য অর্জুন তাকে চাকরি দিতে চেয়েছিল। তবে দীপা তা নেয়নি। এমনকি রত্নাদেবী পর্যন্ত নিজের পিএফের টাকা মেয়ের হাতে তুলে দিতে চান। কিন্তু দীপা সেই সাহায্যও গ্রহণ করেনি। শেষ পর্যন্ত একটি নাচের প্রতিযোগিতার বিজ্ঞাপন দেখে সেখানে নাম দেওয়ার সিদ্ধান্ত নেয় সে।

আরও পড়ুনঃ সোনা-রূপোয় মোড়া বেনারসি! দর্শনার বিয়ের শাড়ির দাম শুনে চোখ কপালে নেটিজেনদের

সেই নাচের প্রতিযোগিতা জিতলে পুরস্কারস্বরূপ ৩ লাখ টাকা পাওয়া যাবে। আর সেই প্রতিযোগিতা জিতলে সূর্যর হাতে সব টাকা তুলে দেবে দীপা। এই লক্ষ্য পূরণ করতে পৃথার কাছে নাচের অনুশীলন করছে সে। তবে একদিকে যখন দীপা নিজের মেয়েদের জন্য এত লড়াই করছে, তখন সোনা ফিরে গেল সেনগুপ্ত বাড়িতে।

Anurager Chhowa Surjya and Sona

এমনিতেই সূর্যকে ছাড়া থাকতে সোনার ভীষণ কষ্ট হচ্ছিল। শেষমেষ বাবার কাছে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় সে। রূপাকেও নিজের সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল সূর্য। তবে রূপা নিজের মায়ের সঙ্গে থাকার সিদ্ধান্ত নেয়। শেষ পর্যন্ত এক মেয়েকে নিয়ে বাড়ি ফিরে যায় সূর্য।

আরও পড়ুনঃ দক্ষ অভিনেত্রী হলেও টলিউডে দেখা মেলে না আর! কোথায় হারিয়ে গেলেন প্রসেনজিতের নায়িকা অরুনিমা ঘোষ?

‘অনুরাগের ছোঁয়া’য় দীপার এই লড়াই দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন দর্শকরা। সন্তানদের নিজের কাছে রাখার জন্য সে যা লড়াই করছে তা দেখে কুর্নিশ জানিয়েছে অনেকেই। বাস্তবজীবনেও সন্তানদের জন্য মায়েরা এতখানি লড়াই করে বলছেন ভক্তরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥