• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দক্ষ অভিনেত্রী হলেও টলিউডে দেখা মেলে না আর! কোথায় হারিয়ে গেলেন প্রসেনজিতের নায়িকা অরুনিমা ঘোষ?

অভিনয়ের জগতে হাজারও তারকাদের ভিড়ে কিছু এমন অভিনেতা অভিনেত্রী থাকেন যাদের প্রতিভা ও দক্ষতার কোনো অভাব নেই। তবুও ইন্ডাস্ট্রি তাদের যথাযথ সুযোগ বা সন্মান দেয় না। টলিউডের এমনই এক অভিনেত্রী অরুণিমা ঘোষ (Arunima Ghosh)। ভালোমত কাজের সুযোগ থাকলে হয়তো আজ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির (Bengali Film Industry) প্রথমসারির নায়িকা হতেই তিনি। কিন্তু বর্তমানে অভিনেত্রী অরুনিমা একপ্রকার নিখোঁজ টলিউডে।

বাঙালি পরিচালক অজয় করের নাতনি অরুনিমা ঘোষ। ১৯৮৪ সালে জন্ম হয়েছিল অভিনেত্রীর। বড় হওয়ার পর কেরিয়ারের শুরুতে মডেলিং থেকে সিরিয়ালে দেখা গিয়েছিল তাকে। এরপর ২০০৪ সালে ‘সূর্য’ ছবিতে প্রসেনজিৎ চ্যাটার্জীর সাথে কাজের সুযোগ আসে। কিন্তু শুরুতেই ইন্ডাস্ট্রির মেগাষ্টার প্রসেনজিতের সাথে কাজ করেও পরবর্তীকালে কাজের সুযোগ মেলেনি সেভাবে।

   

অরুনিমা ঘোষ Arunima Ghosh

‘সূর্য’ এর পর কয়েকটি সিনেমায় কাজ করেছিলেন, কিন্তু সেভাবে খ্যাতি মেলেনি। চার বছর পর ‘হচ্ছেটা কি’ ছবিতে আবারও প্রসেনজিতের সাথে কাজ করেন। কিন্তু এরপরেও ইন্ডাস্ট্রির বাকি নায়িকাদের মত সেভাবে জনপ্রিয়তা পাননি অভিনেত্রী! কেন বাংলা সিনেমার প্রথম সারির অভিনেত্রী হয়ে উঠলেন না অরুনিমা?

আরও পড়ুনঃ ‘অনেক চেষ্টা করেছিলাম…’! সম্বন্ধ এলেও কেন বিয়ে হয়নি সাবিত্রী-পরাণের? এতদিনে ফাঁস অজানা কাহিনী

ভালো সিনেমা যে একেবারে নেই তা কিন্তু একেবারেই নয়! ‘নীলাচলের কিরীটি’, ‘ষড়রিপু’, ‘ভাড়াটে’, ‘এলার চার অধ্যায়’, ‘ আসছে আবার শবর’, ‘ঈগলের চোখ’ এর মত একাধিক ছবিতে অভিনয় করেছেন অরুনিমা। কিন্তু গোটা সিনেমায় যেটুকু সময়ের জন্য দেখা মিলেছে সেটা চরিত্রের গুরুত্ব ফুটিয়ে তুলতে পারেনি।

টলিউড অভিনেত্রী অরুনিমা ঘোষ 
 Tollywood Actress Arunima Ghosh

অনেকের ধারণা, বিখ্যাত পরিচালকের নাতনি হওয়ায় কাজের সুযোগ এলেও সিনেমা বাছাই করার ক্ষেত্রে কিছুটা নাক উঁচু মনোভাবাপন্ন ছিলেন অরুনিমা। এই কারণে প্রচুর ভালো সিনেমা হাতছাড়া হয়েছে। অবশ্য কিছু জনের মতে, টলিউডের অন্দরের রাজনীতির শিকার হয়েছেন অরুনিমা।

আরও পড়ুনঃ সিনেমা ছেড়ে সোজা ছোটপর্দায়! ৮ বছর পেরিয়ে সিরিয়ালে কামব্যাক করছেন টলিপাড়ার লাস্যময়ী নায়িকা

শেষবার অভিনেত্রীকে দেখা গিয়েছিল অভিমন্যু মুখোপাধ্যায় পরিচালিত ‘কীর্তন’ সিনেমায়। গল্পে ‘মনিমালা’ চরিত্রে দেখা গিয়েছিল অরুনিমাকে। তবে এভাবে কতদিন ইন্ডাস্ট্রিতে টিকে থাকা যায় সেটা আগামী দিনেই দেখা যাবে।