• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আমার ডিভোর্স চাই! ফুলশয্যা মিটতেই পাল্টি খেল সৃজন, টিভির আগেই ফাঁস আজকের দুর্ধর্ষ পর্ব

Published on:

Zee Bangla,Bengali serial,Neem Phooler Madhu,Anniversary,Divorce,Serial,Television,TV serial,Bengali television,Bangla television,Srijan,Parna,জি বাংলা,বাংলা সিরিয়াল,নিম ফুলের মধু,বিবাহবার্ষিকী,ডিভোর্স,সিরিয়াল,টেলিভিশন,টিভি সিরিয়াল,সৃজন,পর্ণা,বাংলা টেলিভিশন

চলতি সপ্তাহে বেঙ্গল টপারের শিরোপা আদায় করে সকলকে চমকে দিয়েছে জি বাংলার (Zee Bangla) ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu) ধারাবাহিকটি। যদিও সিরিয়ালের প্রত্যেকটি এপিসোড এখন দারুণ জমজমাট হচ্ছে। সৃজন-পর্ণার ডিভোর্স হবে নাকি হবে না সেই চিন্তায় দিন কাটছে এখন সিরিয়ালপ্রেমী দর্শকদের। এসবের মাঝেই সিরিয়ালে (Bengali Serial) চলে এল তুলকালাম পর্ব।

‘নিম ফুলের মধু’র গত পর্বে, সৃজন-পর্ণার বিবাহবার্ষিকীর (Anniversary) সাক্ষী থেকেছেন দর্শকরা। নাতি-নাতবৌয়ের ডিভোর্স আটকাতে দত্ত বাড়িতে ধুমধাম করে অনুষ্ঠানের আয়োজন করেছিলেন হেমনলিনী দেবী। ‘শ্রীপর্ণা’র বিবাহবার্ষিকীর সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিল রোহিত-ফুলকিরাও। সারাটা দিন বেশ আনন্দে কাটে সৃজন (Srijan)-পর্ণার (Parna)।

Neem Phooler Madhu Srijan Parna Celebrate Wedding Anniversary then goes to Flowerbed

শুধু তাই নয়, বিবাহবার্ষিকীর রাতে বিচ্ছেদ ভুলে কাছাকাছি এসেছিল দু’জনে। মান-অভিমান ঘুচিয়ে আবার একে অপরকে কাছে টেনে নিয়েছিল বাবু আর বাবুর বউ। তাদের রোম্যান্স দেখে চোখ জুড়িয়েছিল দর্শকদের। অনেকেই ভেবেছিলেন, এবারের মতো ডিভোর্সটা (Divorce) আটকে গেল তাদের। কিন্তু তেমনটা মোটেই হল না।

আরও পড়ুনঃ ডিভোর্স অতীত, বিয়ে করে ফুলশয্যা সেরে ফেলল বাবুউউ আর পর্ণা! টিভির আগেই ফাঁস তুলকামাল পর্ব

বিবাহবার্ষিকীর রাতে ঘনিষ্ঠ হওয়ার পরেই পাল্টি খেল সৃজন। দূরত্ব ঘুচিয়ে পর্ণার কাছাকাছি আসলেও পরমুহূর্তেই তার থেকে ডিভোর্স চেয়ে বসে সৃজন। স্বামীর মুখ থেকে সেকথা শুনে কান্নায় ভেঙে পড়ে পর্ণা। আজকের পর্বে এই দৃশ্যের সাক্ষী থাকবেন দর্শকরা।

Neem Phooler Madhu Parna crying

‘নিম ফুলের মধু’র আজকের এপিসোডে দেখা যাবে, সৃজন বলছে তাদের মধ্যে ঘনিষ্ঠতা না হলেই ভালো হতো। সৃজন বলে, কাল আমাদের ডিভোর্স আর আজ রাতে এমন একটা ঘটনা ঘটা একেবারেই উচিত হয়নি। সৃজনের থেকে একথা শুনে দু’চোখ বেয়ে জল পড়তে থাকে পর্ণার।

আরও পড়ুনঃ পরাগের থেকে ৫ লাখ পেতেই বিরাট সিদ্ধান্ত শিমুলের, হতবাক মধুবালা! টিভির আগেই ফাঁস ধুন্ধুমার পর্ব

ধারাবাহিকের এই দৃশ্য দেখেই প্রচণ্ড রেগে গিয়েছে দর্শকদের একাংশ। এত সুন্দর একটা দিনের শেষে সৃজনের থেকে এমন ব্যবহার আশা করেনি কেউই। তবে সৃজন সেটাই করলো। এবার দেখা যাক, শেষ পর্যন্ত আদালতে গিয়ে বাবুর মন গলে কিনা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥