• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ডিভোর্স অতীত, বিয়ে করে ফুলশয্যা সেরে ফেলল বাবুউউ আর পর্ণা! টিভির আগেই ফাঁস তুলকামাল পর্ব

Published on:

Neem Phooler Madhu Srijan Parna Celebrate Wedding Anniversary then goes to Flowerbed

বর্তমানে হিট বাংলা সিরিয়ালের (Bengali Serial) মধ্যে অন্যতম একটি ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিক শুরু থেকেই সুপারহিট। সম্প্রতিকালে টিআরপিও (TRP) তাই বলছে। ‘বাবুউউ’ সৃজন আর তাঁর মাকে সামলাতে গিয়ে একেরপর এক কান্ড ঘটে চলেছে। তবে বুদ্ধির জেরে প্রতিবারেই বাজিমাত করে চলেছে পর্ণা। তাই তো পর্ব দেখার জন্য মুকিয়ে বসে থাকেন দর্শকেরা।

যারা নিয়মিত দর্শক তাঁরা জানান, সৃজন পর্ণার ডিভোর্সের জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছিল বাবুউউ’র মা। সৃজনের মন ভোলাতে ইশাকেও হাজির করেছিল। কিন্তু তাতেও খুব একটা লাভ হয়নি, তার কাটতেই ইশাকে শায়েস্তা করেছে পর্ণা। আর এবার চয়নকে উদ্ধার করে আনার পর ডিভোর্স অতীত, আবারও পর্ণাকে বিয়ে করে ফেললো সৃজন।

Neem Phooler Madhu Srijan Parna Wedding Anniversary

কিছুদিন আগেই পর্ণার সাথে ডিভোর্সের জন্য শেষ চেষ্টা করেছিল কৃষ্ণা। কিন্তু আগে থেকেই মতলব বুঝতে পেরে ডিভোর্সের জন্য ৫০ লক্ষ টাকা খোরপোশ দাবি করে সে। টাকার অঙ্ক শুনেই ভিরমি খায় মা-ছেলে সহ গোটা দত্ত বাড়ি। তারপরেই দেখা যাচ্ছে বিচ্ছেদ ভুলে বিবাহবার্ষিকী উৎযাপন মেতে উঠেছে সবাই।

আরও পড়ুনঃ নাগিন থেকে সোজা ‘মিস গোবর দেবী’, প্রকাশ্যে সুস্মিতার নতুন মেগা ‘কথা’র প্রথম প্রোমো

বিবাহবার্ষিকীতেই সৃজন-পর্ণার বিয়ের আয়োজন করা হয়েছে। হলুদ মাখানো থেকে মালাবদল, সাত পাকে ঘোড়া শুভদৃষ্টি সবই হচ্ছে। তাও আবার কৃষ্ণার সামনেই। এখানেই শেষ নয়, স্পেশাল পর্বে হাজির হয়েছে ফুলকিও। এরপর অনুষ্ঠান শেষে আবারও একসাথেই ঘরে ঢুকেছে দুজনে। যা দেখে কৃষ্ণার রীতিমত মাথায় হাত উঠে গিয়েছে।

আরও পড়ুনঃ বিয়ের কথা দিয়ে সর্বনাশ করেছে নীল, ময়ূরী নোংরা অপবাদ দিতেই ফর্মে ফিরল মেঘ! ফাঁস দুর্ধর্ষ পর্ব

Neem Phooler Madhu Parna on her wedding anniversary

ছেলেকে বৌমার সাথে ঘরে ঢুকতে দেখেই দৌড়ে সেখানে হাজির কৃষ্ণা, সাথে ঈশা আর মৌমিতা। কিন্তু পর্ণা জানিয়ে দেয় কাল সকাল হলে আপনার ছেলেকে ছেড়ে দেব আপাতত ওর সাথে কিছু কথা আছে বলে দরজা বন্ধ করে দেয়। এরপর দীর্ঘদিনের জমে থাকা মান অভিমান রাগ সমস্ত উজাড় করে দুজনেই কেঁদে ফেলে। শেষে নিজেদের ভুল শুরে সরিয়ে একেঅপরকে কাছে টেনে নেয় সৃজন পর্ণা।

Neem Phooler Madhu Srijan Parna Celebrate Wedding Anniversary then goes to Flowerbed

আজকের পর্বের শেষের দিকে দ্বিতীয়বার ফুলশয্যার মুডে দেখা গিয়েছে দুজনকে। কিন্তু সব শেষ শোনা যায় যে যেটা হল সেটা ভালো হল না, কাল ডিভোর্সের কেসের ডেট। তাহলে? আর কি ডিভোর্স হবে নাকি ডিভোর্স ভুলে পর্ণাকেই আবারও স্ত্রী হিসাবে কাছে টেনে নেবে সৃজন? এর উত্তর মিলবে আগামী পর্বে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥