• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মা ছেলেকে জব্বর টাইট, কোর্টে পর্ণার দাবি শুনেই অক্কা পেল বাবুউউর মা! ফাঁস দুর্ধর্ষ পর্ব

Updated on:

Zee Bangla Bengali serial Neem Phooler Madhu Srijan Parna divorce promo out now

জি বাংলার (Zee Bangla) ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu) ধারাবাহিকে ‘টক, ঝাল, মিষ্টি’ সব স্বাদই পাওয়া যায়। এখানে যেমন সাংসারিক কুটকচালি, স্বামী-স্ত্রীর ভুল বোঝাবুঝি রয়েছে, তেমনই আবার আছে কমেডির ছোঁয়াও। সেই জন্যই দিন দিন সিরিয়ালপ্রেমী মানুষদের মধ্যে বাড়ছে এই ধারাবাহিকের (Bengali Serial) জনপ্রিয়তা। সম্প্রতি যেমন এই মেগার নতুন প্রোমো প্রকাশ্যে এসেছে যা দেখে ফের হাসির রোল উঠেছে দর্শকমহলে।

‘নিম ফুলের মধু’র নিয়মিত দর্শকরা জানেন, চয়ন এবং রুচির সম্পর্কে খুশি নয় দত্ত বাড়ির অনেক সদস্য। এমনকি সৃজনের (Srijan) নামও রয়েছে সেই তালিকায়। তবে দেওর এবং প্রিয় বান্ধবীর মিল করানোর বিষয়ে পর্ণাও (Parna) বদ্ধপরিকর। বাবুউর বউ চয়ন-রুচিকে কথা দিয়েছে, যাই হয়ে যাক সে দু’জনের মিল করাবেই।

Neem Phooler Madhu, Neem Phooler Madhu Srijan Parna divorce promo

ডিভোর্সের দাবিতে কোর্টে সৃজন ও বাবুউউর মা

যদিও বৌয়ের এই কথা শোনামাত্রই সৃজনও বলে দেয়, চয়ন-রুচির মিল করালে পর্ণাকে দত্ত বাড়ি ছেড়ে চলে যেতে হবে। স্বামীর থেকে এত বড় ‘হুমকি’ পেয়েও অবশ্য পর্ণা দমেনি। ‘নিম ফুলের মধু’র নতুন প্রোমোয় (Promo) দেখা গিয়েছে, ডিভোর্স (Divorce) চেয়ে আদালত অবধি পৌঁছে গিয়েছে সৃজন এবং পর্ণা।

আরও পড়ুনঃ রিল বানিয়েই ভাইরাল! টলি নায়িকাদের মধ্যে কার রিলের অপেক্ষায় থাকে ভক্তরা? চমকে দেবে উত্তরটা

সোমবার জি বাংলার তরফ থেকে ধারাবাহিকের নতুন প্রোমো শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, আদালতে দাঁড়িয়ে রয়েছে সৃজন-পর্ণা। এরপর সৃজনের উকিল জজসাহেবকে বলে, ‘ধর্মাবতার আমার মক্কেল ডিভোর্স চান’। সেকথা শুনে পর্ণাও বলে, ‘আমি ডিভোর্স দিতে রাজি, কিন্তু আমার খোরপোষ চাই’।

আরও পড়ুনঃ ‘দ্যা শো মাস্ট গো অন’! বাবার মৃত্যু দিনেও ছাড় নেই, দর্শকদের ব্যবহার নিয়ে আক্ষেপ কুমার শানুর

Neem Phooler Madhu, Neem Phooler Madhu Srijan Parna divorce promo

কোর্টে পর্ণার দাবি শুনেই হাল খারাপ সৃজন ও কৃষ্ণার

স্ত্রীয়ের মুখে একথা শুনে বাবু বলে ওঠে, ‘দেব খোরপোষ। কত টাকা চাই তোমার?’ সঙ্গে সঙ্গে বাবুউউর মা-ও উঠে দাঁড়িয়ে বলে, ‘হ্যাঁ বলো বলো, কত চাই তোমার বলো?’ তখনই বোমা ফাটায় পর্ণা। কিছুক্ষণ কর গোনার পর সে বলে, ‘বেশি না’। এরপরেই টাকার অঙ্কটা ফাঁস করে সে।

পর্ণার টাকার ডিম্যান্ড শুনে চোখ বড় বড় হয়ে যায় সৃজনের। অপরদিকে ‘বাবুউউ’ বলে চিৎকার করে জ্ঞান হারায় কৃষ্ণা। স্বামী-শাশুড়ির এই অবস্থা দেখে মুচকি হাসে পর্ণা। নতুন প্রোমো দেখেই পরিষ্কার ডিভোর্স আটকাতে পর্ণা বিশাল অঙ্কের খোরপোষ চেয়েছে। আর তা শুনেই মাথায় বাজ পড়েছে বাবুউউ আর তার মায়ের। বুদ্ধি খাটিয়ে যেভাবে সকলের সামনে স্বামী-শাশুড়িকে জব্দ করেছে পর্ণা সেটা দেখেই মুগ্ধ হয়ে গিয়েছে সকলে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥