• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘দ্যা শো মাস্ট গো অন’! বাবার মৃত্যু দিনেও ছাড় নেই, দর্শকদের ব্যবহার নিয়ে আক্ষেপ কুমার শানুর

‘দ্যা শো মাস্ট গো অন’ বহুদিন আগেই রাজ কাপুরের বলে যাওয়া এই কথাটাই অক্ষরে অক্ষরে ফলে যায় বিনোদন জগতের সাথে যুক্ত যে কোন তারকাদের ক্ষেত্রেই। বিশেষ করে মানুষকে মনোরঞ্জন করাই যাঁদের কাজ তাঁদের সুখ হোক বা দুঃখ জীবনের যে কোন পরিস্থিতিতেই কাজ করে যেতে হয় হাসিমুখে। এটাই তাঁদের জীবনের ধ্রুব সত্য। এই কথাটাই সম্প্রতি আরও একবার মনে করিয়ে দিলেন বিখ্যাত গায়ক কুমার শানু (Kumar Sanu)

প্রসঙ্গত নব্বইয়ের দশক থেকেই টলিউডের পাশাপাশি বলিউড (Tollywood & Bollywood) ইন্ডাস্ট্রিতেও দাপিয়ে কাজ করে চলেছেন এই মেলোডি কিং। কুমার শানুর গাওয়া রোমান্টিক গানগুলোই একসময় মুখে মুখে ঘুরতো গোটা দেশের সঙ্গীত প্রেমীদের। কিন্তু এহেন তারকাও রেহাই পাননি নিজের বাবার মৃত্যুর দিনে। অতীতের সেই স্মৃতি হাতড়েই সম্প্রতি এক সাক্ষাৎকারে গায়ক জানিয়েছেন তাঁর বাবা যেদিন মারা গিয়েছিলেন সেদিনও তাঁকে দর্শকদের গান শুনিয়ে যেতে হয়েছিল।

   

কুমার শানু,Kumar Sanu,গান,Music,বলিউড,Bollywood,টলিউড,Tollywood,গসিপ,Gossip,বাবার মৃত্যু,Fathers Death,অজানা কাহিনী,Unknown Story

তাই এ প্রসঙ্গেই রাজ কাপুরের সেই বিখ্যাত উক্তি ধার করে কুমার শানু এদিন বলেছেন ‘দ্যা শো মাস্ট গো অন’ রাজ কাপুরজি এটা একদম ঠিক বলেছিলেন। যখন দর্শকদের সামনে শিল্পীরা যান, তখন তাঁরা তাঁদের ব্যাক্তিগত জীবনে কী চলছে, আদৌ তিনি ঠিক আছে কি না তা নিয়ে বিন্দুমাত্র ভাবেন না। তাঁরা শুধু জানেন, কুমার শানু যখন এসেছেন, তখন তিনি গেয়ে যাবেন।’

আরও পড়ুনঃ দুর্দান্ত অভিনয়ে মুগ্ধ করেছেন প্রতিবার, পুজোয় নতুন রূপে কামব্যাক করছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়

এখানেই শেষ নয় কুমার শানু এদিন আরও জানান, ওইদিনই নাকি তিনি মঞ্চে পড়েও গিয়েছিলেন। কিন্তু তাপরেও তিনি গান গাওয়া থামাননি। গায়কের কথায়, ‘ওই দুঃখের দিনেই, শো চলাকালীন দর্শকরা মঞ্চে এত ফুল ছুড়েছিলেন যে, তাতে পা পিছলে পড়ে যাই’।

আরও পড়ুনঃ জমে ওঠার আগেই প্রেমে ইতি! পুজোর মুখে একেঅপরের থেকে মুখ ফেরালো ঋত্বিক-শ্রীতমা, মনখারাপ ভক্তদের

কুমার শানু,Kumar Sanu,গান,Music,বলিউড,Bollywood,টলিউড,Tollywood,গসিপ,Gossip,বাবার মৃত্যু,Fathers Death,অজানা কাহিনী,Unknown Story

তবে দর্শকরা নাকি কিছুই টের পাননি। গায়কের কথায় ‘তবে দর্শকরা তা বুঝতেও পারেননি। আমি তাও গান করে যাই, তাঁরা বুঝতেও পারেননি যে আমি পড়ে গিয়েছি।’ সবশেষে এদিন কুমার শানুর সংযোজন, ‘পারফরম্যান্স শেষ করে যখন ব্যাক স্টেজে যাই তখন সবাই দৌঁড়ে আমার কাছে আসে, তবে দর্শকরা টেরও পাননি আমার সঙ্গে কী হয়েছে।’