• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রিল বানিয়েই ভাইরাল! টলি নায়িকাদের মধ্যে কার রিলের অপেক্ষায় থাকে ভক্তরা? চমকে দেবে উত্তরটা

Updated on:

Tollywood stars most popular Instagram reels from last week

সাধারণ মানুষ থেকে শুরু করে বিনোদন দুনিয়ার তারকা, এখন অনেককেই ইনস্টাগ্রামে রিল (Instagram Reel) ভিডিও বানাতে দেখা যায়। টলিপাড়ার (Tollywood) সেলেবরাও ব্যতিক্রম নন। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একাধিক জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়ায় ‘রিলস’ শেয়ার করেন। আজকের প্রতিবেদনে এমনই ৭ জনপ্রিয় টলি সুন্দরীর জনপ্রিয় ৭টি রিল ভিডিও তুলে ধরা হল।

মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)- শিবপ্রসাদ-নন্দিতার আসন্ন ছবি ‘রক্তবীজ’এ একজন পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে মিমিকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের সেই লুকের একটি রিল ভিডিও শেয়ার করেছেন মিমি। অভিনেত্রীর এই নতুন অবতার দর্শকদের যে বেশ ভালোলেগেছে তা তাঁর রিলের লাইক-কমেন্ট দেখেই পরিষ্কার।

শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly)- ৮ মাসের অন্তঃসত্ত্বা অবস্থাতেও জিমে ঘাম ঝরাচ্ছেন শুভশ্রী। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে ওয়ার্কআউটের সেই রিল ভিডিও শেয়ার করেন অভিনেত্রী নিজে। সেই ভিডিও দেখে নেটিজেনদের একাংশ শুভশ্রীর প্রশংসা করলেও, অনেকে ‘শো অফ’ বলে কটাক্ষও করেছেন।

আরও পড়ুনঃ গর্ভে সন্তান নিয়েই চলছে কসরত, জিমে শুভশ্রীকে দেখে ‘শো অফ’ বলে কটাক্ষ নেটিজেনদের

আরও পড়ুনঃ মিশকাকে খুন করে জেলে যাবে সূর্য! আবারও আলাদা দীপা, টিভির আগে ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র আগাম পর্ব

রাইমা সেন (Raima Sen)- নায়িকা হোক খলনায়িকা সবেতেই তাক লাগানো অভিনয় করেন রাইমা। সম্প্রতি ‘দ্য ভ্যাকসিন ওয়ার’ ছবিতে নিজের চরিত্রের একটি ঝলক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন ‘মহানায়িকা’ সুচিত্রা সেনের নাতনি। সেই ঝলক দেখেই পরিষ্কার বিবেক অগ্নিহোত্রীর ছবিতে ধূসর চরিত্রে অভিনয় করেছেন রাইমা।

 

View this post on Instagram

 

A post shared by Raima Sen (@raimasen)

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)- টলি সুন্দরী সায়ন্তিকা যে খুব ভালো নাচ করেন তা অনেকেই জানেন। তবে অভিনেত্রীর সঙ্গীতের ট্যালেন্টের কথা এতদিন অনেকেরই অজানা ছিল। সম্প্রতি নিজেই সেই সুপ্ত প্রতিভা সামনে এনেছেন সায়ন্তিকা। দিন কয়েক আগে গিটার বাজানোর একটি ভিডিও শেয়ার করেছিলেন অভিনেত্রী। তা বেশ ভালোলেগেছে নেটিজেনদের।

ঈশা সাহা (Ishaa Saha)- ফের নিজের ইনস্টাগ্রাম রিলের মাধ্যমে সকলের নজর কেড়ে নিয়েছেন ঈশা। সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের একটি বোল্ড ফটোশ্যুটের রিল শেয়ার করেন অভিনেত্রী। সাদা শার্ট, এলোমেলো চুলে ঈশাকে দেখে মুগ্ধ হয়েছেন অনেকেই।

মৌনী রায় (Mouni Roy)- জনপ্রিয় এই বলিউড অভিনেত্রী এখন বাংলা টেলিভিশনের পরিচিত মুখ। জি বাংলার ‘ডান্স বাংলা ডান্স’এ বিচারক হিসেবে দেখা গিয়েছে তাঁকে।

 

View this post on Instagram

 

A post shared by Suraj Nambiar (@nambiar13)

সম্প্রতি মৌনী নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন যেখানে দেখা যাচ্ছে স্বামী সুরজ নাম্বিয়ারের সঙ্গে প্যারিসের রাস্তায় হাঁটছেন তিনি। ‘ফ্যাশন ক্যাপিটাল’এ ফ্যাশনিস্তা মৌনীকে দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন নেটিজেনরাও।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥