• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পর্ণাকে বিয়ে করে বাড়ি থেকে পালালো সৃজন, কেঁদে ভাসাচ্ছে বাবুউউর মা! টিভির আগেই ফাঁস ধামাকা পর্ব

ফের একবার সাত পাকে বাঁধা পড়লো ‘নিম ফুলের মধু’র (Neem Phooler Madhu) সৃজন-পর্ণা। ঈশা-কৃষ্ণার প্ল্যান ভেস্তে পর্ণার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিল সৃজন। শুধু তাই নয়, বিয়ে হতেই নতুন বউকে নিয়ে দত্ত বাড়ি ছেড়ে পালায় বাবুউউ। আজকের এপিসোডে এই দৃশ্য দেখতে পাবেন দর্শকরা।

জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিকের (Bengali Serial) গত পর্বেই দেখা গিয়েছিল, পর্ণার সঙ্গে এক গুন্ডার বিয়ে দেওয়ার প্ল্যান করেছিল ঈশা। কিন্তু তার সেই প্ল্যান ভেস্তে দেয় সৃজন নিজে। আজ দেখা যাবে, সিঁদুরদানের সময় পাল্টে গিয়েছে সম্পূর্ণ খেলা। ঈশাকে ছেড়ে আবারো পর্ণাকেই (Parna) বিয়ে করে নেয় সৃজন। আর সিঁদুর পরানো মাত্রই নতুন বউকে কোলে নিয়ে দত্ত বাড়ি ছেয়ে পালায় সে।

   

Neem Phooler Madhu Srijan marries Parna again

সৃজন-পর্ণাকে আটকাতে তাদের পিছু পিছু দৌড়য় ধ্যাষ্টামো জেঠু। এরপর রাস্তা দিয়ে সৃজন-পর্ণাকে পালাতে দেখে কিছু লোকজন আটকায়। তারা ভাবে, সৃজন (Srijan) হয়তো অন্য কারোর বউকে নিয়ে পালাচ্ছে। কিন্তু পরে তাদের ভুল ভাঙিয়ে ছাড়া পায় দু’জনে।

আরও পড়ুনঃ কৃষ্ণা-ইশার মুখে ঝামা ঘষে পর্ণকেই সিঁদুর পড়াবে বাবুউউ! টিভির আগেই ফাঁস তোলপাড় করা পর্ব

এদিকে আবার সৃজন বিয়ে করে পালিয়ে গিয়েছে শুনে হতবাক হয়ে যায় কৃষ্ণা (Krishna)। এরপর সে ঈশার কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলে, সৃজন যদি এবার জানতে পারে ঈশার (Isha) প্ল্যানে সে-ও শামিল ছিল, তাহলে হয়তো কোনোদিন তাকে ক্ষমা করবে না তার ছেলে। বাবুউউর কাছে ধরা পড়ে যাওয়ার ভয়ে চোখে জল চলে আসে কৃষ্ণার।

Neem Phooler Madhu Srijan Parna after marriage

এদিকে সৃজনকে বিয়ে করার স্বপ্ন ভেস্তে যেতেই নিজের আসল রূপ ধারণ করে ঈশা। দত্ত বাড়ির সবার সামনে সে বলে, পর্ণার না থাকার সুযোগ নিয়ে সৃজন তার সঙ্গে রাত কাটিয়েছিল। এরপর তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিষয়টা চাপা দেওয়ার চেষ্টা করে। কিন্তু বিয়ের দিন তাকে ছেড়ে পালিয়ে গেল সে। নাতির বিরুদ্ধে এত বড় অপবাদ শুনে প্রতিবাদ করেন হেমললিনীদেবী। তিনি সাফ বলেন, সৃজন একাজ করতে পারে না।

আরও পড়ুনঃ ‘টাকা আর শোওয়া’ ছাড়া মেলে না কাজ! বাংলা সিরিয়াল নিয়ে বোমা ফাটালেন ‘জিষ্ণু’ শমীক

এদিকে আবার পর্ণা সৃজনকে বলে, সে ডিভোর্সের কারণ জানার জন্য মিথ্যে বিয়ের নাটক করেছিল। স্ত্রীয়ের মুখ থেকে একথা শোনার পর সৃজন ঠিক করে সে পর্ণাকে সেই রাতের ঘটনা বলে দেবে। সেই সঙ্গে এও বলে, পুরো ঘটনা জানার পর পর্ণা হয়তো তার সঙ্গে আর না-ও থাকতে পারে। এবার দেখা যাক, সৃজনের মুখ থেকে সবটা শোনার পর কী সিদ্ধান্ত নেয় পর্ণা।