• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কৃষ্ণা-ইশার মুখে ঝামা ঘষে পর্ণকেই সিঁদুর পড়াবে বাবুউউ! টিভির আগেই ফাঁস তোলপাড় করা পর্ব

Published on:

Zee Bangla Bengali serial Neem Phooler Madhu Srijan levaes Isha marries Parna again

ফের এক হল ‘নিম ফুলের মধু’র (Neem Phooler Madhu) সৃজন-পর্ণা। ঈশার নোংরা চক্রান্ত ভেস্তে আবারো চার হাত এক হল দু’জনের। এতদিন ধরে যে দৃশ্য দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন দর্শকরা। অবশেষে চলে এল সেই পর্ব। ঈশার হাত ছেড়ে ফের পর্ণার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিল সৃজন।

জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিকের (Bengali Serial) বর্তমান প্লট অনুযায়ী, সৃজনের নামে নোংরা বদনাম দিয়ে তাকে বিয়ে করার প্ল্যান করে ঈশা। এই কাজে তার সঙ্গ দেয় কৃষ্ণা, মৌমিতা এবং অয়ন। শুধুমাত্র পর্ণাকে (Parna) বাড়ি থেকে তাড়াতে মা হয়ে ছেলের এত বড় সর্বনাশ করতেও দ্বিধাবোধ করে না বাবুউউর মা।

Neem Phooler Madhu Parna marriage

সবকিছু তাদের পরিকল্পনা মতোই এগোচ্ছিল। সৃজন-পর্ণার ডিভোর্সও হয়ে গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত পর্ণার জব্বর প্ল্যানে ভেস্তে গেল সবটা। সিঁদুরদানের মুহূর্তে ঈশাকে ছেড়ে পর্ণাকেই ফের সিঁদুর পরিয়ে দিল সৃজন। হাঁ হয়ে গেল ঈশা।

আরও পড়ুনঃ গাছের তলাতেও মেকআপ করেছি, দীর্ঘ অভিনয় জীবনের অভিজ্ঞতা নিয়ে অকপট সুভদ্রা চক্রবর্তী

ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পাবেন, সৃজনের মুখ থেকে সত্যিটা বের করতে নকল বিয়ের নাটক করে পর্ণা। একদিকে ঈশা-সৃজনের বিয়ে হতে থাকে এবং অন্যদিকে নকল বরের সঙ্গে বিয়ের সকল আচার-অনুষ্ঠান পালন করতে থাকে পর্ণা।

Neem Phooler Madhu Parna marriage

মালা বদল থেকে শুরু করে সাত পাক ঘোরা, এক এক করে সম্পন্ন হয় বিয়ের সকল নিয়মকানুন। কিন্তু সিঁদুরদানের মুহূর্ত আসতেই ভয়ে কেঁপে ওঠে পর্ণার মন। কিন্তু দর্শকরা তো জানেন, এত সহজে সৃজন-পর্ণার বিচ্ছেদ হবে না। তাই সিঁদুরদানের সময়েই পাল্টে গেল সম্পূর্ণ খেলা।

আরও পড়ুনঃ ‘দুমড়ে গিয়েও বেঁচে…’, বুকের মধ্যে জমে যন্ত্রনা! অবশেষে নীরবতা ভাঙলেন অনুপম

ধারাবাহিকের আগামী পর্বে দেখতে পাবেন, সিঁদুরদানের সময়ে নকল বর পর্ণার সিঁথিতে সিঁদুর পরাতে যায়। সেই সময়ই সৃজন বাঁচাও বলে চিৎকার করে ওঠে পর্ণা। ভালোবাসার মানুষের ডাক শুনে আর চুপ করে বসে থাকতে পারেনি বাবুউউ। মণ্ডপ ছেড়ে উঠে এসে সেই ছেলেটিকে সপাটে এক থাপ্পড় মারে সে। এরপর সিঁদুর দিয়ে পর্ণার সিঁথি রাঙিয়ে দেয় সৃজন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥