• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘দুমড়ে গিয়েও বেঁচে…’, বুকের মধ্যে জমে যন্ত্রনা! অবশেষে নীরবতা ভাঙলেন অনুপম

Published on:

Anupam Roy social media post grabs attention

‘পরমপিয়া’র বিয়ের পর থেকেই সংবাদমাধ্যমের শিরোনামে রয়েছেন অনুপম রায় (Anupam Roy)। ‘বন্ধু’ পরমব্রত চট্টোপাধ্যায়ের (Parambrata Chatterjee) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তী (Piya Chakraborty)। এই খবর সামনে আসার পর সংবাদমাধ্যমের তরফ থেকে যোগাযোগ করা হলে একটা কথাই বলেছেন গায়ক, এই নিয়ে কোনও মন্তব্য করতে চাই না।

এখন অবশ্য ‘পরমপিয়া’র বিয়ে নিয়ে চর্চা-আলোচনা অনেকটাই কমেছে। সবকিছু থিতিয়ে আসতেই নেটিজেনদের নজর কেড়ে নিল অনুপমের একটি পোস্ট। যা দেখে মন খারাপ হয়ে গিয়েছে অনেক ভক্তের। পাশাপাশি প্রশ্ন জেগেছে, এটা কি নেহাতই একটি পোস্ট নাকি রয়েছে অন্তর্নিহিত কোনও মানে?

Anupam Roy social media post

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ‘বাউন্ডুলে ঘুড়ি’ গানের দু’টি লাইন শেয়ার করেন অনুপম। নিজের লেখা দু’টো লাইন দিয়েই যেন অনেক কিছু বুঝিয়ে দিলেন তিনি। গায়কের শেয়ার করা পোস্টে দেখা যাচ্ছে, ‘কত বছর ধরে আমার শূন্যস্থান, দুমড়ে গিয়েও বেঁচে থাকার ভান’। ক্যাপশনে শুধু দেওয়া একটি জিজ্ঞাসা চিহ্ন!

আরও পড়ুনঃ ‘বউ হারালে বউ পাওয়া…’, পরমপিয়ার বিয়ের পর অনুপমের উদ্দেশ্যে বিশেষ বার্তা চিরঞ্জিত চক্রবর্তীর

অনুপমের এই পোস্ট দেখে অনেকের মনেই প্রশ্ন জেগেছে, গায়ক কি ভালো নেই? ‘আমার শূন্যস্থান’, ‘বেঁচে থাকার ভান’ এগুলি কি নেহাতই গানের লাইন? কমেন্ট বক্স খুললেই চোখে পড়ছে এমন নানান প্রশ্ন। গায়ককে নিয়ে চিন্তায় পড়েছেন অনেক ভক্তও!

Anupam Roy social media post

শীতের এই মরসুমে অনুপম ব্যস্ত নিজের কাজ নিয়ে। গ্রাম থেকে শহর, নানান প্রান্তে শো করে বেড়াচ্ছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিচ্ছেন সেই সকল অনুষ্ঠানের ঝলক। এসবের মাঝেই অনুপমের এই পোস্ট আলাদা করে নজর কেড়ে নিল নেটিজেনদের।

আরও পড়ুনঃ বন্ধুর সাথে ঘর বাধবে প্রেমিকা, কোনোদিন প্রেম করব না চরম সিদ্ধান্ত নিলেন দিব্যজ্যোতি!

 

View this post on Instagram

 

A post shared by Anupam Roy (@aroyfloyd)


প্রসঙ্গত, গত ২৭ নভেম্বর কাছের মানুষদের সাক্ষী রেখে বিবাহবন্ধনে আবদ্ধ হন পরমব্রত এবং পিয়া। দেখতে দেখতে এক মাস হতে চললো তাঁরা পরিণয় সূত্রে আবদ্ধ হয়েছেন। বিয়ের পর হানিমুনে আয়ারল্যান্ড পাড়ি দিয়েছিলেন টলিপাড়ার এই তারকাজুটি। শোনা যাচ্ছে, আগামী ২৪ ডিসেম্বর একটি রিসেপশনের আয়োজন করবেন ‘পরমপিয়া’। ইন্ডাস্ট্রিরএকাধিক তারকা সেখানে উপস্থিত থাকবেন বলে খবর।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥